Breaking News

বিশ্বের গুরুত্বপূর্ণ প্রণালী সমুহ

বিশ্বের গুরুত্বপূর্ণ প্রণালী

১. পক প্রণালী :

– ভারত হতে শ্রীলঙ্কা পৃথক।

২. বেরিং প্রণালী :

– আমেরিকা হতে এশিয়া পৃথক।

৩. জিব্রাল্টার প্রণালী :

– মরক্কো (আফ্রিকা) হতে স্পেন (ইউরােপ) পৃথক।

৪. ফ্লোরিডা প্রণালী :

– ফ্লোরিডা হতে কিউবা পৃথক।

৫. মালাক্কা প্রণালী :

– সুমিত্রা হতে মালয়েশিয়া পৃথক।

৬. হরমুজ প্রণালী :

– আরব আমিরাত ও ইরানের মধ্যে অবস্থিত।

৭. বাব-এল-মান্দেব :

– লােহিত সাগর ও আরব সাগরে অবস্থিত।

৮. ডােভার প্রণালী :

– যুক্তরাজ্য হতে ফ্রান্স পৃথক।

৯. বসফরাস প্রণালী :

– (ইউরেশিয়া) ইউরােপ হতে এশিয়া পৃথক।

১০. পানামাখাল:

– উত্তর আমেরিকা হতে দক্ষিণ আমেরিকা পৃথক।

নোট মোস্তাফিজার মোস্তাক

Check Also

জাতিপুঞ্জ

জাতিপুঞ্জ জাতিপুঞ্জঃ প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মান সরকার যুক্তরাষ্টের তৎকালীন রাষ্ট্রপতি উড্রো উইলসন (Woodrow Wilson) কে …