বিশ্বের আলোচিত স্থান ও শহর

বিশ্বের আলোচিত স্থান ও শহর

গ্রেট হল অবস্থিত

– চীনের রাজধানী বেইজিংয়ে

হােয়াইট হল অবস্থিত

– লন্ডনে

হােয়াইট হাউজ অবস্থিত

– যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন প্রেসিডেন্টের সরকারি বাসভবন।

ইনডিপেন্ডেনস হল অবস্থিত

– যুক্তরাষ্ট্রে

ইস্ট লন্ডন (East London) অবস্থিত

– দক্ষিণ আফ্রিকায়

বান্দুং শহরটি অবস্থিত

– ইন্দোনেশিয়ায়

বিখ্যাত ল্যান্ডমার্ক টাওয়ার অবস্থিত

– টোকিও, জাপান

আইফেল টাওয়ার অবস্থিত

– প্যারিস, ফ্রান্স

স্ট্যাচু অব লিবার্টি অবস্থিত

– যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে

স্ট্যাচু অব ইউনিটি অবস্থিত

– ভারতের গুজরাটে অবস্থিত বিশ্বের সবচেয়ে উচ্চ মূর্তি

বুজ খলিফা অবস্থিত

– সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত বিশ্বের
সর্বোচ্চ ভবন

ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী অবস্থিত

– তুরস্ক

ওয়াল স্ট্রিট অবস্থিত

– নিউইয়র্কে (শেয়ার বাজারের জন্য বিখ্যাত)

ফ্লিট স্ট্রিট অবস্থিত

– লন্ডনে (খবরের কাগজের জন্য বিখ্যাত)

বন্ড স্ট্রিট অবস্থিত

– লন্ডনে (জুয়েলারি ও টেইলারিং এর জন্য বিখ্যাত)

দারফুর অবস্থিত

– সুদানে

টাইগার হিল অবস্থিত

– কাশীরে

রেড স্কোয়ার অবস্থিত

– মস্কো, রাশিয়া।

ট্রাফালগার স্কোয়ার অবস্থিত

– লন্ডনে

তাহরির স্কয়ার

– কায়রাে, মিশর

গ্রিন স্কায়ার

– ত্রিপলি, লিবিয়া

ম্যাডিসন স্কয়ার

– নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র

ডেমােক্রেসি মনুমেন্ট’ অবস্থিত

– ব্যাংকক, থাইল্যান্ড

মার্লবােরাে হাউস

– লন্ডনে অবস্থিত।

ওয়েস্ট মিনিস্টার অ্যাবে

– লন্ডনে অবস্থিত বিখ্যাত ব্যক্তিদের কবরস্থান।

বিগবেন

– লন্ডনে অবস্থিত ব্রিটিশ পর্লামেন্টের চুড়ায় স্থাপিত বৃহদাকার ঘড়ি।

জিরে গ্রাউন্ড

– ওয়াশিংটন ডিসি (৯/১১ হামলার স্মৃতি জড়িত)

হাে চি মিন সিটি

-ভিয়েতনামের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে জড়িত।

বিখ্যাত কিম্বার্লি হীরক খনি অবস্থিত

– জোহানসবার্গ, দক্ষিণ আফ্রিকায়। কিন্বালি পৃথিবীর বৃহত্তম হীরক খনি।

ভার্সাই নগরী

– ফ্রান্সে অবস্থিত বিশ্বের বিভিন্ন ঐতিহাসিক চুক্তির জন্য বিখ্যাত।

বার্সেলােনা নগরী

– এটি স্পেনের শিল্প ও বাণিজ্যের প্রধান নগরী

ফ্লাশিং মিডােস

– নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘের সভাস্থল।

তাসখন্দ

– উজবেকিস্তানের রাজধানী। ভারত-পাকিস্তানের তাসখন্দ চুক্তি এর জন্য বিখ্যাত।

সিমলা

– ভারতের হিমাচল প্রদেশে অবস্থিত।

বাবরি মসজিদ

– ভারতের অযােধ্যায় অবস্থিত।

স্বর্ণ মন্দির

– ভারতের পাঞ্জাবে অবস্থিত।

কুতুব মিনার

– দিল্লিতে অবস্থিত সুউচ্চ মিনার।

শান্তিনিকেতন

– পশ্চিমবঙ্গে অবস্থিত।

তক্ষশীলা

– পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে অবস্থিত প্রাচীন বৌদ্ধ সভ্যতার নিদর্শন।

হরপ্পা

– পাকিস্তানে অবস্থিত সিন্ধু সভ্যতার জন্য বিখ্যাত।

এডামস পিক

– শীলংকায় অবস্থিত। হযরত আদম (আ.) দুনিয়াতে এসেছিলেন এই পাহাড় দিয়ে।

মান্না দ্বীপ

– শীলংকায় অবস্থিত মুসলিম অধ্যুষিত অঞ্চল।

তিয়েন আনমেন স্কয়ার

– চীনে অবস্থিত।

জিনজিয়ান

– চীনে অবস্থিত মুসলিম অধ্যুষিত রাজ্য।

মিন্দানাও দ্বীপ

– ফিলিপাইনে অবস্থিত মুসলিম অঞ্চল।

ব্লু হাউজ

– দক্ষিণ কোরিয়ায় অবস্থিত দক্ষিণ কোরিয়ার
প্রেসিডেন্টের সরকারি বাসভবন।

এলিসি প্রাসাদ

– ফ্রান্সের প্রেসিডেন্টের সরকারি বাসভবন।

ক্রেমােলিন

– রাশিয়ার মস্কোতে অবস্থিত রাশিয়ার প্রসিডেন্টের সরকারি বাসভবন।

চেচনিয়া

– রাশিয়ায় অবস্থিত মুসলিম অধ্যুষিত অঞ্চল।

ব্যাবিলন

– ইরাকের ইফ্রেটিস নদীর তীরে (ফোরাত নদী) অবস্থিত প্রাচীন ঐতিহাসিক নগরী।

বসরা

– ইরাকের একটি প্রাচীন শহর।

ড্যান্ডি

– স্কটল্যান্ডে অবস্থিত পাট শিল্পের জন্য বিখ্যাত।

আলেপ্পো

– সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর।

হােমস

– সিরিয়ার একটি শহর। যেটি সিরিয়ার আসাদ বিরােধীদের ঘাঁটি হিসেবে অধিক পরিচিত।

রাকা শহর

– সিরিয়ায় আইএসের সর্বশেষ ঘাঁটি হিসেবে ধরা হয়।
সিরিয়ার রাকাকে আইএসের রাজধানী বিবেচনা করা হয়।

মসুল

– ইরাকে আইএসের সর্বশেষ ঘাঁটি হিসেবে ধরা হয়।

তিকরিত শহর অবস্থিত

– ইরাকে।

দ্য হেগ অবস্থিত

– নেদারল্যান্ডসে।

ক্যানসাস

– যুক্তরাষ্ট্রের একটি অঙ্গরাজ্য।

নর্থ ডাকোটা

– যুক্তরাষ্ট্রের একটি অঙ্গরাজ্য।

প্রিটোরিয়া শহর অবস্থিত

– দক্ষিণ আফ্রিকায়।

মংডু শহর অবস্থিত

– মিয়ানমারের রাখাইন রাজ্যে। এটি
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে অবস্থিত।

ডাভােসে

– সুইজারল্যান্ডের একটি শহর।

ইজমির

– তুরস্কের একটি শহর।

ক্রাকো শহর অবস্থিত

– পােল্যান্ডে।

আজাদ কাশ্মীর

– পাকিস্তান শাসিত কাশ্মীর পাকিস্তানের ভাষায় আজাদ কাশ্মীর।
দীর্ঘ প্রতীক্ষিত বাণিজ্যপথ চীন-পাকিস্তান ইকোনমিক করিডরের (সিপিইসি) কিছু অংশ গিলগিট-বালতিস্তানের মধ্যে পড়েছে।

স্কটল্যান্ড ইয়ার্ড:

“স্কটল্যান্ড ইয়ার্ড এর অফিসিয়াল নাম “নিউ স্কটল্যান্ড ইয়ার্ড”; সংক্ষেপে “স্কটল্যান্ড ইয়ার্ড” নামে বেশি পরিচিত।
এটি লন্ডনে অবস্থিত লন্ডন মেট্রোপলিটন পুলিশের একটি এলিট বাহিনী।
এটি কেবল একটি স্পেশাল পুলিশ বাহিনীর নামই নয়, লন্ডন মেট্রোপলিটন পুলিশের প্রধান কার্যালয়ের নামও “স্কটল্যান্ড ইয়ার্ড” ।
এইজন্য দেখবেন বিভিন্ন পরীক্ষায় আসে ” স্কটল্যান্ড ইয়ার্ড কোথায় অবস্থিত?
বর্তমানে নিজেদের কর্মদক্ষতা ও পারদর্শিতায় বিশ্বের সব পুলিশ বাহিনীর কাছে নিজেদের আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত করেছে এই নিউ স্কটল্যান্ড ইয়ার্ড।
এটি ১৮২৯ সালে প্রতিষ্ঠিত হয়।
মনে রাখবেন, “স্কটল্যান্ড ইয়ার্ড” কিন্তু “স্কটল্যান্ড”-এ নয় “লন্ডন”-এ অবস্থিত!

প্রশ্ন: গ্রাউন্ড জিরাে কোনটির সঙ্গে সম্পৃক্ত

ক, সুনামী
খ, ব্ল্যাক সেপ্টেম্বর
গ. ১/১১
ঘ, ৯/১১

ব্যাখ্যা : মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত ‘ওয়ার্ল্ড ট্রেড সেন্টার’-তে। ২০০১ সালের সেপ্টেম্বর মাসের ১১ তারিখে (৯/১১) সন্ত্রাসীদের হামলায় ধ্বংস হয়ে যায়। এর পর থেকেই ‘ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এর স্থানটি ‘গ্রাউন্ড জিরো হিসেবে পরিচিতি লাভ করে সারাবিশ্বে।

প্রশ্ন: বিখ্যাত যুদ্ধক্ষেত্র ‘ওয়াটার লু কোন দেশে অবস্থিত?

ক. বেলজিয়াম
খ. সুইডেন
গ. ইতালি
ঘ, ইংল্যান্ড

ব্যাখ্যা : বেলজিয়ামের ‘ওয়াটার লু নামক স্থানে ফ্রান্সের সম্রাট নেপােলিয়ন বােনাপার্ট এবং বৃটেনের ডিউক অব ওয়েলিংটনের মধ্যে ১৮১৫ সালে ওয়াটার লু’ যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধে ডিউক অব ওয়েলিংটন নেপােলিয়ানকে পরাজিত করেন।

প্রশ্ন: ‘এডামস পিক’ তীর্থস্থানটি কোথায় অবস্থিত?

ক, ভারতে
খ, ভিয়েতনামে
গ. ইন্দোনেশিয়ায়।
ঘ, শ্রীলংকায়

ব্যাখ্যা : এডামস পিক তীর্থস্থানটি মধ্য শ্রীলঙ্কায় অবস্থিত। হযরত আদম (আ.)-এর নামের সাথে মিল রেখে এমন নামকরণ করা হয়েছে। ধারণা করা হয় যে, হযরত আদম (আ.) এই পাহাড় দিয়ে বেহেশস্ত থেকে পৃথিবীতে প্রবেশ করেছেন। ‘এডামস
পিক এর উচ্চতা ২,২৪৩ মিটার উচ্চতা।

নোট মোস্তাফিজার মোস্তাক

Check Also

জাতিপুঞ্জ

জাতিপুঞ্জ জাতিপুঞ্জঃ প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মান সরকার যুক্তরাষ্টের তৎকালীন রাষ্ট্রপতি উড্রো উইলসন (Woodrow Wilson) কে …