বিশ্বসভ্যতার সংক্ষিপ্ত প্রশ্ন
প্রশ্ন: ইতিহাসের জনক কে?
উঃ হেরোডােটাস।
প্রশ্ন: ঐতিহাসিক হেরােডােটাসের জন্ম কোথায়?
উঃ গ্রিসে।
প্রশ্ন: ঐতিহাসিক হেরােডােটাসের মৃত্যু হয় কোথায়?
উঃ ইতালিতে।
(যদিও তিনি গ্রিসের নাগরিক ছিলেন, কিন্তু তাঁর মৃত্যু
হয়েছে ইতালিতে)।
প্রশ্ন: কে মিসরকে নীলনদের দান বলেছেন?
উঃ হেরােডােটাস।
প্রশ্ন: আদিম মানুষের সবচেয়ে বড় আবিষ্কার কোনটি?
উঃ আগুন।
প্রশ্ন: প্রথম লােহার আবিষ্কার হয় কোথায়?
উঃ এশিয়া মাইনরে
প্রশ্ন: সভ্যতায় প্রথম লোহার ব্যবহারের প্রচলন শুরু হয় কোথায়?
উঃ হিট্রাইট সভ্যতায়।
প্রশ্ন: সভ্যতায় প্রথম চাকার আবিষ্কার হয় কোন যুগে?
উঃ প্রাচীন প্রস্তর যুগে
প্রশ্ন: সভ্যতায় প্রথম চাকার ব্যবহারের প্রচলন শুরু হয় কোন সভ্যতায়?
উঃ সুমেরীয় সভ্যতায় ।
প্রশ্ন: পৃথিবীর প্রথম লিখিত আইনের নাম কী?
উঃ হাম্বুরাবি আইন।
প্রশ্ন: পৃথিবীর প্রথম লিখিত আইনের প্রণেতা কে?
উঃ রাজা হাম্বুরাবি
প্রশ্ন: পৃথিবীর প্রাচীনতম/প্রথম সভ্যতা কোনটি?
উঃ মেসােপটেমীয় সভ্যতা।
প্রশ্ন: উপমহাদেশের প্রাচীনতম সভ্যতা কোনটি?
উঃ সিন্ধু সভ্যতা।
প্রশ্ন: প্রচীন প্রস্তর যুগকে কয় ভাগে ভাগ করা হয়েছে?
উঃ ৩ ভাগে।
প্রশ্ন: প্রচীন প্রস্তর যুগগুলাে কী কী?
উঃ ১. পুরা বা প্রাচীন প্রস্তর যুগ (প্যালিওলিথিক),
২. মধ্য প্রস্তর যুগ (মেসােলিথিক) এবং
৩. নব্য প্রস্তর যুগ (নিওলিথিক)
প্রশ্ন: মেসােপটেমিয়া সভ্যতা বর্তমানে কোন দেশের অন্তর্ভুক্ত?
উঃ ইরাকের
প্রশ্ন: মেসােপটেমিয়া সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল?
উঃ টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে
প্রশ্ন: “কিউনিফর্ম”নামে একটি নতুন লিখন পদ্ধতির উদ্ভাবন করেন কারা?
উঃ সুমেরীয়গণ।
প্রশ্ন: সভ্যতায় সুমেরীয়দের সবচেয়ে বড় অবদান কোনটি?
উঃ ‘কিউনিফর্ম’ নামক লিখন পদ্ধতির আবিষ্কার।
প্রশ্ন: সুমেরীয়দের সবচেয়ে অন্যতম আবিষ্কার কী?
উঃ ‘চাকা ব্যবহারের প্রচলন।
প্রশ্ন: পৃথিবীর প্রথম “মহাকাব্যের”নাম কী?
উঃ গিলগামেশ
(এটি সুমেরীয় সভ্যতায় রচিত হয়)
প্রশ্ন: ব্যাবিলনীয় সভ্যতার স্থপতি কে?
উঃ হামুরাবি।
প্রশ্ন: ক্যালডীয় সভ্যতার স্থপতি কে?
উঃ নেবুচাঁদনেজার।
প্রশ্ন: ব্যাবিলনের ‘শূন্য উদ্যান কে নির্মাণ করেন?
উঃ নেবুচাঁদনেজার।
প্রশ্ন: ব্যাবিলনের শূন্য উদ্যান কোথায় অবস্থিত?
উঃ ইরাকে।
প্রশ্ন: সর্বপ্রথম পঞ্জিকার প্রচলন হয় কোন সভ্যতায়?
উঃ ব্যাবিলনীয় সভ্যতায়।
প্রশ্ন: পৃথিবীর প্রথম মানচিত্র আঁকেন কারা?
উঃ সিরা।
প্রশ্ন: পৃথিবীর প্রাচীনতম মানচিত্রের ধ্বংসাবশেষ পাওয়া যায় কোথায়?
উঃ ব্যাবিলনের উত্তরে গাথুর শহরের ধ্বংসাবশেষে।
প্রশ্ন: কারা সর্বপ্রথম বৃত্তকে ৩৬০ ডিগ্রিতে ভাগ করে?
উঃ অ্যাসেরীয়রা
প্রশ্ন: কারা প্রথম পৃথিবীকে অক্ষাংশ ও দ্রাঘিমাংশে ভাগ করেছিল?
উঃ অ্যাসেরীয়রা
প্রশ্ন: কারা সর্বপ্রথম ২৪ ঘণ্টায় দিন এবং ৭ দিনে এক সপ্তাহ এর হিসাব উদ্ভাবন করেন?
উঃ ক্যালডীয়রা
প্রশ্ন: কারা সর্বপ্রথম ৩০ দিনে মাস, ১২ মাসে বছর তথা ৩৬৫ দিনে বছরের হিসাবের উদ্ভাবন করেন?
উঃ মিসরীয়রা।
প্রশ্ন: মিসরীয় সভ্যতার গোড়াপত্তন হয় কবে?
উঃ খ্রিস্টপূর্ব ৫০০০ অব্দে।
প্রশ্ন: পৃথিবীর সবচেয়ে বড় পিরামিডের নাম কী?
উঃ মিসরের রাজা ফারাও এর খুফুর পিরামিড।
প্রশ্ন: ছবি ও সংকেতের সাহায্যে তৈরি হায়রােগ্লাফিক’ এ কোন কাগজ ব্যবহার করা হতাে?
উঃ প্যাপিরাস কাগজ।
প্রশ্ন: ‘নােম কী?
উঃ প্রাচীন মিসরীয় নগররাষ্ট।
প্রশ্ন: ‘পিরামিড’ কী?
উঃ মিসরীয় রাজাদের সমাধি।
প্রশ্ন: পৃথিবীর সবচেয়ে পুরাতন কীর্তিস্তম্ভ কী?
উঃ মিসরের পিরামিড
প্রশ্ন: কারা সর্বপ্রথম যােগ, বিয়ােগ, ভাগ, গুণ, দশমিক ও জ্যামিতির, কাগজ, মমির ব্যবহার করে?
উঃ মিসরীয়রা।
প্রশ্ন: গণতন্ত্রের সূচনা হয় কোথায়?
উত্তর : গ্রিসে।
প্রশ্ন: এথেন্স ও স্পার্টা কোন সভ্যতার নগররাষ্ট?
উঃ গ্রিক সভ্যতা।
প্রশ্ন: কোথায় প্রথম প্রাচীন নগররাষ্ট্র গড়ে ওঠেছিল?
উঃ গ্রিসে।
প্রশ্ন: প্রাচীন কোন সভ্যতা নদীর তীরে গড়ে ওঠেনি?
উঃ গ্রিক সভ্যতা।
প্রশ্ন: দার্শনিক সক্রেটিস কোথায় জন্মগ্রহণ করেছিলেন?
উঃ গ্রিসের এথেন্স নগরীতে।
প্রশ্ন: সক্রিটিসকে কীভাবে হত্যা করা হয়?
উঃ হেমলক বিষপানে হত্যা করা হয়।
প্রশ্ন: মহাকবি হােমার কোন দেশের অধিবাসী ছিলেন?
উঃ গ্রিসের।
প্রশ্ন: ইলিয়ড ও ওডিসি’ মহাকাব্যের রচয়িতা কে?
উঃ গ্রিসের মহাকবি হােমার।
প্রশ্ন: রােম সভ্যতা কোথায় অবস্থিত?
উঃ ইতালিতে।
প্রশ্ন: রােম সভ্যতার সবচেয়ে বড় অবদান কীসে?
উঃ আইনের ক্ষেত্রে
প্রশ্ন: জুলিয়াস সিজার কেন বিখ্যাত?
উঃ রােমান সম্রাট হিসেবে।
প্রশ্ন: ‘ভিনি, ভিডি, ভিসি’ বা এলাম, দেখলাম, জয় করলাম – উক্তিটি কার?
উঃ জুলিয়াস সিজারের ।
প্রশ্ন: দক্ষিণ আমেরিকার সভ্যতাগুলাে সম্মিলিতভাবে কী নামে পরিচিত?
উঃ আন্দীয় সভ্যতা
প্রশ্ন: ইনকা সভ্যতার অবস্থান কোথায়?
উঃ দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে।
প্রশ্ন: ইনকা সভ্যতার অন্যতম গুরুত্বপূর্ণ নিদর্শন কোনটি?
উঃ মাচু পিচু শহর (পেরুতে অবস্থিত)
প্রশ্ন: মায়া সভ্যতা কোথায় অবস্থিত?
উঃ মেক্সিকোতে অবস্থিত।
প্রশ্ন: মায়া সভ্যতা ব্যতীত মেক্সিকোকে কেন্দ্র করে গড়ে ওঠা আরেকটি প্রাচীন সভ্যতার নাম কী?
উঃ আজটেক শহর।
প্রশ্ন: হিট্রাইট সভ্যতা কোথায় অবস্থিত?
উঃ এশিয়া মাইনরে