নিজস্ব সংবাদদাতা, ঢাকা; হোম কোয়ারেন্টিন সুবিধা ও সরকার চাইলে প্রয়োজনীয় চিকিৎসা সেবার স্থান হিসেবে বিনামূল্যে গাজীপুরে তার রাজেন্দ্র ইকো রিসোর্টটি ব্যবহার করতে দিতে চান বিএনপির কেন্দ্রীয় নেতা ও ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম।
সরকার চাইলে যেকোনো সময় এটা দিতে প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন রাজেন্দ্র ইকো রিসোর্ট লিমিটেডের চেয়ারম্যান হাফিজ ইব্রাহিম।
বিএনপির কেন্দ্রীয় এই নেতা বলেন, ‘আমরা প্রধানমন্ত্রী, স্বাস্থমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি-গাজীপুরে আমাদের রাজেন্দ্র ইকো রিসোর্ট লিমিটেড নামে একটি রিসোর্ট আছে। সেখানে ১০০টির উপরে সুসজ্জিত রুম আছে। সরকার যদি ইচ্ছা পোষণ করেন, বিনামূল্যে আমরা কোয়ারেন্টিন সেন্টারের জন্য রিসোর্টটি দিতে প্রস্তত। প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামাদি এনেও সরকার এখানে করোনাভাইরাস আক্রান্তদের চিকিৎসা সেবা দিতে পারবেন।’
তিনি বলেন, ‘রাজেন্দ্রপুর রিসোর্ট অ্যান্ড ভিলেজ একটি ইকো রিসোর্ট, যেটি তৈরি হয় ২০০৯ সালে। এটির অবস্থান গাজীপুর জেলার রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট থেকে ৮ কিলোমিটার দূরে শালবনের ভেতরে। প্রায় ৮০ বিঘা জমি নিয়ে যৌথ মালিকানায় গড়ে তোলা হয়েছে রাজেন্দ্র ইকো রিসোর্ট। বনের স্বাভাবিক সৌন্দর্য্যকে অক্ষুন্ন রাখতে এখানে পরিকল্পিতভাবে আরও বনায়ন করা হয়েছে।’
ভোলা-২ আসনের সাবেক এই সংসদ সদস্য জানান, রাজেন্দ্র ইকো রিসোর্টে ৫৭টি কটেজের মধ্যে ১৪টি ইতিমধ্যে তৈরি হয়েছে। যাতে মোট ১০০টির অধিক সুসজ্জিত রুম আছে। দেশের জনগণের প্রয়োজনে সকলকেই এগিয়ে আসা প্রয়োজন। আসুন আমরা সকলে মিলে একসাথে এই দুর্যোগ মুহূর্ত মোকাবিলা করি। আল্লাহর কাছে আমাদের ভুল ত্রুটির জন্য তওবা করি, আল্লাহ সর্বদাই ক্ষমাশীল।
উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় দেশে আরও একজন করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৪৯ জনে এবং মৃতের সংখ্যা ৫। আজ সোমবার (৩০ মার্চ ২০২০) দুপুর ১২টায় মহাখালীতে এমআইএসের সম্মেলন কক্ষ থেকে আইইডিসিআরের নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। তিনি জানিয়েছেন, এক চিকিৎসক ও নার্সসহ আরও ৪ জন সুস্থ্য হয়েছেন। এর মধ্যে এক জনের বয়স ৮০ এবং দুই জনের বয়স ৬০ এর উপর। এই প্রথম দেশে ষাটোর্ধ কোন ব্যক্তির সুস্থ্য হবার কথা জানালো আইইডিসিআর। সব মিলিয়ে সুস্থ্য হয়েছেন ১৯ জন।
আমাদের বাণী ডট কম/৩০মার্চ ২০২০/ভিএ