বার বার আসা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর বাংলা
‘নীল লােহিত’ কার ছদ্মনাম?
– সুনীল গঙ্গোপাধ্যায়। (২০১৮, ২০১৩)
‘গায়ক’ এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
– গৈ + অক। (২০১৯, ২০১৩)
তাসের ঘর’ অর্থ কী?
– ক্ষণস্থায়ী। (২০১৯, ২০১৩)
বাংলা বর্ণমালায় মাত্রাবিহীন বর্ণ কয়টি?
– ১০টি। (২০১৯, ২০১৬)
‘সংশয়’-এর বিপরীতার্থক শব্দ কোনটি?
– প্রত্যয়। (২০১৮, ২০১৪)
‘ষােড়শ’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
– ষট + দশ। (২০১৯, ২০১৩, ২০১০)
‘গবেষণা’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
– গাে + এষণা। (২০১৯, ‘১৫, ‘১৩, ‘১২)
কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ?
– পর + পর = পরস্পর। (২০১৪, ২০১৩)
‘কান্নায় শােক কমে’ বাক্যে ‘কান্নায়’ কোন কারক?
– অধিকরণ কারক। (২০১৪, ২০১৩)
কোনটি শুদ্ধ বানান
– দধীচি। (২০১৩, ২০১২)
‘ওরা কদম আলী’ নাটকটি কে লিখেছেন?
– মামুনুর রশীদ। (২০১২, ২০১০, ২০০৯)
‘রক্তাক্ত প্রান্তর’ নাটকটির রচয়িতা কে?
– মুনীর চৌধুরী। (২০১২, ২০০৯, ২০০৮)
সুন্দর মাত্রই একটা আকর্ষণ শক্তি আছে।’ বাক্যে সুন্দর শব্দটি কোন পদ?
– বিশেষ্য। (২০১৯, ২০১৩)
অনামিকা নামের রহস্য উপন্যাসের লেখক কে?
– শাবলু শাহাবউদ্দিনের
কোন বানানটি শুদ্ধ?
– গৃহিণী। (২০১৯, ২০১২, ২০১০)
কোন বানানটি শুদ্ধ?
– মরীচিকা। (২০১৯, ২০১২, ২০১০)
কোনটি সঠিক বানান?
– অভ্যন্তরীণ। (২০১৯, ২০১৪, ২০০৮)
‘বিদিত’ শব্দটির বিপরীত শব্দ কোনটি?
– অজ্ঞাত। (২০১৫, ২০১৩)
‘সংবিধান’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
– সম্ + বিধান। (২০১৯, ২০১৮)
‘বুলবুলিতে ধান খেয়েছে’-এই বাক্যের ‘বুলবুলিতে’ শব্দে কোন কারকে ও কোন বিভক্তি রয়েছে?
– কর্তৃকারকে ৭মী। (২০১৪, ২০১৩, ২০১০)
‘নীরস’ এর সন্ধি বিচ্ছেদ
– নিঃ + রস। (২০১৩, ২০১২)
আলােয় আঁধার কাটে-বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
– করণে ৭মী। (২০১৩, ২০১২)
‘সুবচন নির্বাসনে’ নাটকটি কে লিখেছেন?
– আব্দুল্লাহ আল মামুন। (২০১০, ২০০৮)
‘সঞ্চয়িতা’ কোন কবির কাব্য সংকলন?
– রবীন্দ্রনাথ ঠাকুর। ২০১০, ২০০৭
‘তিনি ব্যাকরণে পণ্ডিত বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
– অধিকরণ কারকে সপ্তমী (২০১৪, ২০০৬)
‘মনীষা’-এর সন্ধি-বিচ্ছেদ
– মনস + ঈষা। (২০১৮, ২০১০)