রাজশাহী জেলার বাঘা উপজেলায় পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী বাঘা পৌর যুবলীগের সভাপতি মো: শাহিন আলম ও তার ভক্ত সমর্থকেরা রাতভর গনসংযোগ চালাচ্ছে বাঘা উপজেলার বিভিন্ন স্থানে। শুক্রবারে বাঘা উপজেলার চন্ডিপুরে মো:শাহিন আলমকে তার সমর্থকদের নিয়ে রাতভর গনসংযোগ চালাতে দেখাগেছে। মো: শাহিন আলমের প্রার্থীতায় ভোটাররা খুশি হয়ে তাকে স্বাগত জানান ও ভোট দিয়ে জয়যুক্ত করার আশ্বাস দেন। এ সময় শাহিন আলম সকলের কাছে দোআ ও ভোট কামনা করে এলাকাবাসির উদ্দেশ্য বলেন আমি বিজয়ী হলে সকলের কাজে সহযোগিতা করব, এবং মাদক ও দুর্নিতিমুক্ত সমাজ গড়ার লক্ষে কাজ করব।
উল্ল্যেখ্য” মো: শাহিন আলম বাঘা পৌর যুবলীগের সভাপতির পাশাপাশি বাঘা মডেল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও বাঘা জিরোপয়েন্ট বাজার পরিচালনা কমিটির সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
আমাদের বাণী/আল-আমিন মাসুম