বাংলা সাহিত্যের বিখ্যাত চরিত্রের স্রষ্টা

বাংলা সাহিত্যের বিখ্যাত চরিত্রের স্রষ্টা

০১। খুকী – রবীন্দ্রনাথ ঠাকুর (কাবুলীওয়ালা)।

০২। রতন – রবীন্দ্রনাথ ঠাকুর (পােস্ট মাস্টার)।

০৩। মৃন্ময়ী – রবীন্দ্রনাথ ঠাকুর (সমাপ্তি)।

০৪। চারু – রবীন্দ্রনাথ ঠাকুর (নষ্টনীড়)।

০৫। সুরবালা – রবীন্দ্রনাথ ঠাকুর (একরাত্রি)।

০৬। কাদম্বিনী – রবীন্দ্রনাথ ঠাকুর (জীবিত ও মৃত)।

০৭। রাইচরণ – রবীন্দ্রনাথ ঠাকুর (খােকাবাবুর প্রত্যাবর্তন)।

০৮। কল্যাণী – রবীন্দ্রনাথ ঠাকুর (অপরিচিতা)।

০৯। চন্দরা – রবীন্দ্রনাথ ঠাকুর (শাস্তি)।

১০। ফটিক – রবীন্দ্রনাথ ঠাকুর (ছুটি)

১১। অমিত, লাবণ্য, শােভনলাল-রবীন্দ্রনাথ ঠাকুর (শেষের কবিতা)।

১২। গােরা, ললিতা- রবীন্দ্রনাথ ঠাকুর (গােরা)।

১৩। মহেন্দ্র, বিনােদনী – রবীন্দ্রনাথ ঠাকুর (চোখের বালি)।

১৪। নিখিলেস, বিমলা – রবীন্দ্রনাথ ঠাকুর (ঘরে-বাইরে)।

১৫। কুমুদিনী- রবীন্দ্রনাথ ঠাকুর (যােগাযােগ)।

১৬। নিরুপমা- রবীন্দ্রনাথ ঠাকুর (দেনাপাওনা)।

১৭। শর্মিলা, উর্মিলা – রবীন্দ্রনাথ ঠাকুর (দুই বােন)

১৮। নন্দিনী- রবীন্দ্রনাথ ঠাকুর (রক্তকরবী)।

১৯। অপর্ণা – রবীন্দ্রনাথ ঠাকুর (বিসর্জন)

২০। আয়েশা, তিলােক্তমা-বদ্ধিমচন্দ্র চট্টোপাধ্যায় (দুর্গেশনন্দিনী)।

২১। কুন্দনন্দিনী, নগেন্দ্রনাথ-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (বিষবৃক্ষ)।

২২। রোহিনী, গােবিন্দলাল-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (কৃষ্ণকান্তেরউইল)।

২৩। কপালকুন্ডুলা, নবকুমার-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (কপলকুলা)।

২৪। সুরেশ, অচলা- শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (গৃহদাহ)।

২৫। রমা ও রমেশ- শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (পল্লীসমাজ)।

২৬। সতীশ ও সাবেত্রী – শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (চরিত্রহীন)।

২৭। শ্রীকান্ত, রাজলক্ষ্মী, অভয়া – শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (শ্রীকান্ত)।

২৮। দেবদাস, পার্বতী ও চন্দ্রমুখী-শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (দেবদাস)।

২৯। সতীশ, সাবিত্রী, কিরণময়ী-শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (চরিত্রহীন)।

৩০। মেঘনাদ, প্রমীলা, রাবণ-মাইকেল মধুসূদন (মেঘনাদবধকাব্য)

৩১। ইমাম হােসেন – মীর মশাররফ হােসেন (‘বিষাদ সিন্ধু’ উপন্যাসের নায়ক)।

৩২। ইয়াজিদ – মীর মশাররফ হােসেন (বিষাদ সিন্ধু উপন্যাসের খলনায়ক তথা ভিলেন)।

৩৩। জয়গুণ, হাসু- আবু ইসহাক (সূর্যদীঘল বাড়ি)।

৩৪। মজিদ, জমিলা, আমেনা-সৈয়দ ওয়ালীউল্লাহ (লালসালু)।

৩৫। জোহরা, ইব্রাহীম কার্দি- মুনীর চৌধুরী (রক্তান্ত প্রান্তর)।

৩৬। কুবের, কপিলা-মানিক বন্দ্যোপাধ্যায় (পদ্মা নদীর মাঝি)।

৩৭। তােরাপ, নবীন মাধব – দীনবন্ধুমিত্র (নীলদর্পণ)।

৩৮। অপু, দূর্গা – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় (পথের পাঁচালী)

৩৯। ঈশ্বরীপাটনী – ভারতচন্দ্র রায় গুণাকর (অন্নদামঙ্গল)।

৪০। চাঁদ সওদাগর, মনসা দেবী বেহুলা, লখিন্দর– কানাহরিদত্ত (মনসামঙ্গল)।

৪১। কৃষ্ণ, রাধা, বড়ায়ি-বড়ু চণ্ডীদাস (শ্রীকৃষ্ণকীর্তন কাব্য)।

৪২। ঠকচাচা – প্যারীচাঁদ মিত্র (আলালের ঘরের দুলাল)।

৪৩। ফুল্লরা, ভাড়দত্ত, ধনপতি সওদাগর, লহনা, খুল্লনা- মুকুন্দরাম চক্রবর্তী(চণ্ডীমঙ্গল)

৪৪। ভক্তপ্রসাদ বাবু-মাইকেল মধুসূদন দত্ত(বুড়াে শালিকের ঘাড়ে রো)

৪৫। ম্যাগী-প্রভাতকুমার মুখােপাধ্যায়(ফুলের মূল্য)

৪৬। অপু, দুর্গা-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়(পথের পাঁচালী)

👉বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কিশাের চরিত্র হলাে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আত্মজৈবনিক উপন্যাস ‘শ্রীকান্ত এর ১ম খণ্ডের সবচেয়ে আকর্ষণীয় ও প্রাণবন্ত চরিত্র- ইন্দ্রনাথ।

👉বিদ্রোহী বালিকা বধূ জমিলা চরিত্র হলাে সৈয়দ ওয়ালী উল্লাহ এর লালসালু উপন্যাসের।

👉রবীন্দ্রনাথ ঠাকুরের যে তিনটি গল্পেই মুসলিম চরিত্র রয়েছে; সেগুলাে। | হলাে- ক্ষুধিত পাষাণ, সুভা, মুকুট।
➡️সংকলন-মোস্তাফিজার মোস্তাক

Check Also

বিগত বছরগুলোতে আসা Correct Spelling

বিগত বছরগুলোতে আসা Correct Spelling 1) Mellifluous – সুমধুর/সুললিত [ BDBL – 2012 ] 2) …