বাংলা সাহিত্যের বিখ্যাত প্রবন্ধগ্রন্থ ও রচয়িতা
➡️প্র, প্রবন্ধ কী ?
উ. কোনাে বিষয়ের ওপর বুদ্ধিভিত্তিক আলােচনাই প্রবন্ধ।
➡️প্র, বাংলা প্রবন্ধধারার প্রবর্তক কে?
উ. রাজা রামমােহন রায়।
➡️প্র, কথ্যরীতিতে প্রথম প্রবন্ধ রচয়িতা কে?
উ. প্যারীচাঁদ মিত্র।
➡️প্র. প্রথম সমাজসংস্কারমূলক প্রবন্ধ রচয়িতা কে?
উ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ।
➡️প্র. বাংলা প্রবন্ধ সাহিত্যে প্রথম জীবনচরিত কোনটি?
উ. রামরাম বসুর রাজা প্রতাপাদিত্য চরিত্র (১৮০১)।এটি বাঙালির লেখা, বাংলা অক্ষরে প্রথম মুদ্রিত গ্রন্থ।
📒প্রবন্ধগ্রন্থ
➡️রবীন্দ্রনাথ ঠাকুর :
কালান্তর,
সভ্যতার সংকট,
বিচিত্রপ্রবন্ধ,
মানুষের ধর্ম,
পঞ্চভূত।
➡️কাজী নজরুল ইসলাম:
যুগবাণী,
রাজবন্দীর জবানবন্দী,
দুর্দিনের যাত্রী,
রুদ্রমঙ্গল,
ধূমকেতু।
➡️বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়:
সাম্য,
লােকরহস্য,
কমলকান্তের দপ্তর,
বিবিধ সমালােচনা,
ধর্মতত্ত্ব অনুশীলন।
➡️শরৎচন্দ্র চট্টোপাধ্যায়:
নারীর মূল্য,
তরুণের বিদ্রোহ
➡️প্রমথ চৌধুরী:
‘বীরবলের হালখাতা (বাংলা সাহিত্যে চলিত রীতিতে লেখা প্রথম গ্রন্থ),
তেল নুন লকড়ি,
রায়তের কথা,
প্রবন্ধ সংগ্রহ।
➡️মীর মশাররফ হােসেন:
গােজীবন (এই গ্রন্থ রচনার কারণে তাঁকে মামলায় জড়িয়ে পড়তে হয়)।
➡️শওকত ওসমান:
সংস্কৃতির চড়াই উত্রাই
➡️বেগম রােকেয়া:
‘মতিচূর (বেগম রােকেয়ার প্রথম গ্রন্থ)
‘অবরােধবাসিনী’ (বেগম রােকেয়ার শ্রেষ্ঠ গ্রন্থ)।
➡️জীবনানন্দ দাশ:
কবিতার কথা,
কেন লিখি
➡️ড. মুহম্মদ ইউনুসঃ
দারিদ্র্যহীন বিশ্বের অভিমুখে
➡️খান মুহম্মদ মঈনুদ্দিনঃ
যুগস্রষ্টা নজরুল
➡️যতীন সরকারঃ
সাহিত্যের কাছে প্রত্যাশা
➡️ডা. লুৎফর রহমানঃ
“মহৎ জীবন,
‘মানব জীবন’,
উন্নত জীবন
➡️আনিসুজ্জামানঃ
কাল নিরবধি (আত্মজীবনী)
➡️নীহাররঞ্জন রায়ঃ
বাঙ্গালীর ইতিহাস
➡️নীরদচন্দ্র চৌধুরীঃ
আত্মঘাতী বাঙালী
➡️আবদুস সাত্তারঃ
‘অরণ্য জনপদে’,
অরণ্য সংস্কৃতি
➡️মােতাহের হােসেন চৌধুরীঃ
সংস্কৃতি কথা’,
‘সভ্যতা।
➡️আখতারুজ্জামান ইলিয়াসঃ
সংস্কৃতির ভাঙ্গা সেতু
➡️গুলবদন বেগমঃ
হুমায়ুন নামা
➡️জগদীশচন্দ্র বসুঃ
‘অব্যক্ত
➡️ড. আনিসুজ্জামানঃ
স্বরূপের সন্ধানে
➡️আকবর আলী খানঃ
পরার্থপরতার অর্থনীতি
➡️সংকলন-মোস্তাফিজার মোস্তাক