বাংলা সাহিত্যের বিখ্যাত ভ্রমণ কাহিনি ও রচয়িতা

বাংলা সাহিত্যের বিখ্যাত ভ্রমণ কাহিনি ও রচয়িতা

➡️রবীন্দ্রনাথ ঠাকুরঃ
‘য়ুরােপ প্রবাসীর পত্র’,
জাপান যাত্রী”,
জাভা যাত্রীর পত্র’,
রাশিয়ার চিঠি

➡️জসীমউদ্দীনঃ
চলে মুসাফির’,
হলদে পরীর দেশ’,
যে দেশে মানুষ বড়

➡️জহুরুল হকঃ
সাত সাঁতার’: এটি আমেরিকার ভ্রমণকাহিনি

➡️ফজল শামসুজ্জামানঃ
অন্য পৃথিবী’: এটি অস্ট্রেলিয়ার ভ্রমণকাহিনি

➡️ইব্রাহীম খাঁঃ
ইস্তাম্বুল যাত্রীর পত্র’,
‘নয়া চীনে এক চক্কর

➡️সৈয়দ মুজতবা আলীঃ
দেশে-বিদেশে,
‘জলে ডাঙায়

➡️অন্নদাশঙ্কর রায়ঃ
পথে-প্রবাসে

➡️আ.ন.ম বজলুর রশীদঃ
“দ্বিতীয় পৃথিবীতে,
‘পথ ও পৃথিবী

➡️ইসমাইল হােসেন সিরাজীঃ
তুরস্ক ভ্রমণ

➡️ড. মুহম্মদ এনামুল হকঃ
বুলগেরিয়া ভ্রমণ

➡️এস ওয়াজেদ আলীঃ
মােটরযােগে রাচী সফর

➡️বিনয়কৃষ্ণ মুখােপাধ্যায়ঃ
দৃষ্টিপাত

➡️নির্মলেন্দু গুণঃ
‘গীনসবার্গের তীরে’,
‘ভলগার তীরে

➡️খন্দকার মােহাম্মদ ইলিয়াসঃ
ভাসানী যখন ইউরােপে

➡️মুহম্মদ আবদুল হাইঃ
বিলেতে সাড়ে সাতশ দিন’

➡️বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ঃ
অভিযাত্রিক

➡️রাহুল সাংকৃত্যায়নঃ
‘ভন্ন থেকে গঙ্গা

➡️শহীদুল্লা কায়সারঃ
পেশােয়ার থেকে তাসখন্দ

➡️সঞ্জীব চট্টোপাধ্যায়ঃ
পালামৌ

➡️সানাউল হকঃ
বন্দর থেকে বন্দরে

➡️তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ঃ
মস্কোতে কয়েক দিন’

📒কিছু প্রশ্ন
➡️প্রশ্ন: বাংলা সাহিত্যের প্রথম ভ্রমণ কাহিনি রচনা করেন কে?
উ: সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়।

➡️প্রশ্ন: বাংলা সাহিত্যের প্রথম ভ্রমণ কাহিনি কোনটি?
উ: সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘পালামৌ। [এটি একটি উপন্যাসধর্মী ভ্রমণ কাহিনি গ্রন্থ।]

➡️প্রশ্ন: ‘দেশে-বিদেশে ভ্রমণ কাহিনি নিয়ে রচিত গ্রন্থটি কার?
উ: সৈয়দ মুজতবা আলী

➡️প্রশ্ন: ‘দেশে-বিদেশে ভ্রমণ কাহিনি বিষয়ক গ্রন্থটি কোন শহরের কাহিনি নিয়ে রচিত?
উ: আফগানিস্তানের কবুল শহর নিয়ে।

➡️প্রশ্ন: ‘বিলাতে সাড়ে সাতশ দিন’ ভ্রমণ কাহিনি নিয়ে রচিত গ্রন্থটি কার?
উ: মুহম্মদ আবদুল হাই।

➡️প্রশ্ন: ‘সােডিয়েতে দিনগুলি ভ্রমণ কাহিনি নিয়ে রচিত গ্রন্থটি কার?
উ: বেগম সুফিয়া কামাল

➡️প্রশ্ন: ‘তুরস্ক ভ্রমণ গ্রন্থটি রচনা করেন কে?
উ: ইসমাইল হােসেন সিরাজী

➡️প্রশ্ন: ‘বুলগেরিয়া ভ্রমণ গ্রন্থটি রচনা করেন কে?
উ: ড. মুহম্মদ এনামুল হক

➡️প্রশ্ন: ‘ইস্তাম্বুল যাত্রীর পত্র’ গ্রন্থটি রচনা করেন কে?
উ: ইব্রাহীম খাঁ

➡️প্রশ্ন: ‘পেশােয়ার থেকে তাসখন্দ গ্রন্থটি রচনা করেন কে?
উ: শহীদুল্লা কায়সার

➡️প্রশ্ন: ‘দৃষ্টিপাত নাম ভ্রমণ কাহিনি ভিত্তিক গ্রন্থটি রচনা করেন কে?
উ: বিনয়কৃষ্ণ মুখােপাধ্যায় (ছদ্মনাম: যাযাবর)

➡️প্রশ্ন: ‘চলে মুসাফির গ্রন্থটি রচনা করেন কে?
উ: জসীমউদ্দীন

➡️প্রশ্ন: ‘হলদে পরীর দেশে’ গ্রন্থটি রচনা করেন কে?
উ: জসীমউদ্দীন

➡️প্রশ্ন: ‘যে দেশে মানুষ বড় গ্রন্থটি রচনা করেন কে?
উঃ জসীমউদ্দীন
➡️সংকলন-মোস্তাফিজার মোস্তাক

Check Also

বাংলা সাহিত্যের বিখ্যাত উক্তি ও প্রবক্তা

বাংলা সাহিত্যের বিখ্যাত উক্তি ও প্রবক্তা 📒রবীন্দ্রনাথ ঠাকুর ১। ‘আজি হতে শত বর্ষে পরে কে …