বাংলা সাহিত্যের বিখ্যাত নাটক ও রচয়িতা

বাংলা সাহিত্যের বিখ্যাত নাটক ও রচয়িতা

➡️তারাচরণ শিকদারঃ ভদ্রার্জুন। (বাংলা সাহিত্যের প্রথম নাটক)

➡️রাম নারায়ণ তর্কঃ কুলীনকুল সর্বস্ব। (বাংলা সাহিত্যের প্রথম সামাজিক নাটক)

➡️আসকার ইবনে শাইখঃ প্রচ্ছদপট।

➡️গিরিশ চন্দ্র ঘােষঃ প্রফুল্ল।

➡️বিজন ভট্টাচার্যঃ নবান্ন।

➡️সাঈদ আহমেদঃ কালবেলা।

➡️জসীমউদ্দীন – বেদের মেয়ে

➡️সৈয়দ ওয়ালীউল্লাহঃ বহিপীর।

➡️আলাউদ্দিন আল আজাদ: মায়াবী প্রহর

➡️আনিস চৌধুরীঃ মানচিত্র।

➡️মাইকেল মধুসূদন দত্তঃ কৃষ্ণকুমারী, পদ্মাবতী।

➡️রবীন্দ্রনাথ ঠাকুরঃ রক্ত করবী, চিরকুমার সভা।

➡️নূরুল মােমেনঃ নেমেসিস, রূপান্তর।

➡️মীর মশাররফ হােসেনঃ জমিদার দর্পণ, বসন্তকুমারী।

➡️সৈয়দ শামসুল হকঃ পায়ের আওয়াজ পাওয়া যায়।

➡️দ্বিজেন্দ্রলাল রায়ঃ তারাবাঈ, প্রতাপসিংহ, মেবার পতন, দুর্গাদাস, পুনর্জন্।

➡️মুনীর চৌধুরীঃ চিঠি, দণ্ডকারণ্য, কবর, রক্তাক্ত প্রান্তর।

➡️দীনবন্ধু মিত্রঃ ‘নীল দৰ্পণ (ঢাকা থেকে প্রকাশিত প্রথম গ্রন্থ)
সধবার একাদশী (সামাজিক নাটক বা প্রহসন),
জামাই বারিক (সামাজিক নাটক বা প্রহসন),
“বিয়ে পাগলা বুড়াে’ (সামাজিক নাটক বা প্রহসন)।

➡️সেলিম আল দীনঃ জন্ডিস ও বিবিধ বেলুন, চাকা, যৈবতী কন্যার মন, কিত্তনখোলা, মুনতাসীর ফ্যান্টাসী, কেরামত মঙ্গল, হাত হদাই, সাত সাওদা, পুত্র, দিনলিপি, চর কাকড়ার ডকুমেন্টারি।

➡️আব্দুল্লাহ আল মামুনঃ সুবচন নির্বাসনে, এখনও দুঃসময়, এখনও ক্রীতদাস, কোকিলারা, জন্মদিন, তৃতীয় পুরুষ, সেনাপতি।

➡️মামুনুর রশীদঃ ওরা কদম আলী, ইবলিশ, ওরা আছে বলেই, এখানে নােঙ্গর, গিনিপিগ, সংক্রান্তি।

➡️উল্লেখ্য যে, বাংলা সাহিত্যে নাটক বিষয়ক প্রথম ”বাংলা নাট্যকোষ’ সংগ্রহ, সংকলন ও সম্পাদন করেছেন সেলিম আল দীন।

📒বিখ্যাত ঐতিহাসিক নাটক ও রচয়িতা

➡️সাজাহান – (সম্রাট সাজাহান নিয়ে লেখা প্রথম ঐতিহাসিক নাটক)- দ্বিজেন্দ্রলাল রায়

➡️নূরজাহান – দ্বিজেন্দ্রলাল রায়

➡️সিরাজদ্দৌলা – সিকান্দার আবু জাফর

➡️সিরাজদ্দৌলা- গিরীশ চন্দ্র ঘােষ

👉[নােট: ‘সিরাজদ্দৌলা’ নামে সিকান্দার আবু জাফর এবং গিরীশ চন্দ্র ঘােষ উভয়ই আলাদাভাবে নাটক লিখেছেন।

➡️রক্তাক্ত প্রান্তর – মুনীর চৌধুরী

➡️কামাল পাশা – প্রিন্সিপাল ইব্রাহিম খাঁ

➡️আনােয়ার পাশা – প্রিন্সিপাল ইব্রাহিম খাঁ

➡️স্পেন বিজয়ী মুসা – ইবরাহিম খলিল

➡️টিপু সুলতান – মহেন্দ্র গুপ্ত

➡️অগ্নিগিরি – আসকার ইবনে শাইখ

➡️সংকলন-মোস্তাফিজার মোস্তাক

Check Also

বিগত বছরগুলোতে আসা Correct Spelling

বিগত বছরগুলোতে আসা Correct Spelling 1) Mellifluous – সুমধুর/সুললিত [ BDBL – 2012 ] 2) …