বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক প্রামাণ্যগ্রন্থ ও রচয়িতা

বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক প্রামাণ্যগ্রন্থ ও রচয়িতা

➡️’বাঙ্গালা ভাষা ও বাংলা সাহিত্য বিষয়ক প্রস্তাব'(১৮৭৩)- বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক প্রাচীনতম গ্রন্থ –রামগতি ন্যায়রত্ন

➡️বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক প্রথম উল্লেখযােগ্য গ্রন্থ কোনটি? -বঙ্গভাষা ও সাহিত্য, (১৮৯৬)

➡️’বাংলা সাহিত্যের নতুন ইতিহাস ” মুসলমান রচিত প্রথম বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থ — নাজিরুল ইসলাম ও মোহাম্মদ সুফিয়ান

➡️বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক প্রথম উল্লেখযােগ্য গ্রন্থ বঙ্গভাষা ও সাহিত্য এর রচয়িতা কে? -ড. দীনেশচন্দ্র সেন।

➡️ভাষা ও সাহিত্য- ড. মুহম্মদ শহীদুল্লাহ

➡️বাঙ্গালা সাহিত্যের কথা-ড. মুহম্মদ শহীদুল্লাহ
➡️বাঙ্গালা সাহিত্যের কথা -ড.সুকুমার সেন। [নােট: একই নামে দুজনই লিখেছেন।

➡️বাঙ্গালা সাহিত্যের ইতিহাস- ড.সুকুমার সেন

➡️বাংলা সাহিত্যের ইতিবৃত্ত- মুহম্মদ আবদুল হাই ও সৈয়দ আলী আহসান

➡️বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত- ড. মুহম্মদ শহীদুল্লাহ

➡️ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব- ড. মুহম্মদ আবদুল হাই

➡️তুলনামূলক ও ঐতিহাসিক ভাষাবিজ্ঞান – হুমায়ুন আজাদ।

➡️শব্দতত্ত্ব- রবীন্দ্রনাথ ঠাকুর

➡️সংস্কৃতির কথা- মােতাহের হােসেন চৌধুরী

➡️ সংস্কৃতির চড়াই উত্রাই- শওকত ওসমান

➡️ সংস্কৃতি ভাঙ্গা সেতু – আখতারুজ্জমান ইলিয়াস

➡️Buddhist Mystic Songs – ড. মুহাম্মদ শহীদুল্লাহ

➡️The Origin and Development of Bengali Language (ODBL) -ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায় (তিন খণ্ডে রচিত)
➡️ সংকলন-মোস্তাফিজার মোস্তাক

Check Also

বিগত বছরগুলোতে আসা Correct Spelling

বিগত বছরগুলোতে আসা Correct Spelling 1) Mellifluous – সুমধুর/সুললিত [ BDBL – 2012 ] 2) …