Breaking News

বাংলা ভাষা ও সাহিত্যের সকল প্রথম

বাংলা ভাষা ও সাহিত্যের সকল প্রথম

📒বাংলাগ্রন্থে যা কিছু প্রথম
➡️প্রশ্ন: বাংলা ভাষায় প্রথম মুদ্রিত গ্রন্থ নাম কী?
উ: উইলিয়াম কেরি কর্তৃক রচিত ‘কথােপকথন।
( উইলিয়াম কেরির কথােপকথন’ গ্রন্থটি বাংলায় রচিত গ্রন্থ হলেও এটি কোনাে মৌলিক গ্রন্থ ছিল না; এটি ছিল অনূদিত গ্রন্থ।)

➡️প্রশ্ন: বাংলায় মুদ্রিত প্রথম মৌলিক গ্রন্থের নাম কী?
উ: রামরাম বসু কর্তৃক রচিত ‘রাজা প্রতাপাদিত্য চরিত্র।

➡️প্রশ্ন: বাঙালির লেখা প্রথম মুদ্রিত গ্রন্থ কোনটি?
উ: দোম আন্তেনিয়াে কর্তৃক রচিত ‘ব্রাহ্মণ-রােমান-ক্যাথলিক সংবাদ।

➡️প্রশ্ন: বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গদ্যগ্রন্থ কোনটি?
উ: পর্তুগিজ পাদ্রি মথী কর্তৃক রচিত ‘মিশন সমাচার।

➡️প্রশ্ন: বাঙালি রচিত বঙ্গাক্ষরে মুদ্রিত প্রথম বাংলা গদ্যগ্রন্থ কোনটি?
উ: রামরাম বসু কর্তৃক রচিত ‘রাজা প্রতাপাদিত্য চরিত্র’।

➡️প্রশ্ন: বাংলা কথ্য ভাষার আদি গ্রন্থ (প্রথম গ্রন্থ) কোনটি?
উ: পর্তুগিজ পাদ্রি মনােএল দা আসসুম্পসাও কর্তৃক রচিত ‘কৃপার শাস্ত্রের অর্থভেদ।

➡️প্রশ্ন: ঢাকা থেকে প্রকাশিত প্রথম গ্রন্থের নাম কী? | উ: দীনবন্ধু মিত্র কর্তৃক রচিত ‘নীলদর্পণ’ নাটক (১৮৬০ সালে প্রকাশিত হয়)।

➡️প্রশ্ন: ঢাকা থেকে প্রকাশিত প্রথম বাংলা সংবাদপত্রের নাম কী?
উ: কৃষ্ণচন্দ্র মজুমদার কর্তৃক সম্পাদিত ঢাকা প্রকাশ (১৮৬১ সালে প্রকাশিত হয়)।

➡️প্রশ্ন: প্রথম বাংলা ই-বুক বা ইলেক্ট্রনিক বুকের নাম কী?
উ: একুশে ই-বুক।

📒বাংলা কাব্যে যা কিছু প্রথম
➡️প্রশ্ন: বাংলা সাহিত্যে প্রথম মহাকাব্যের রচয়িতা কে?
উ: মাইকেল মধুসূদন দত্ত

➡️প্রশ্ন: বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য কোনটি?
উ: মাইকেল মধুসূদন দত্তের ‘মেঘনাদবধ কাব্য।

➡️প্রশ্ন: বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য কোনটি?
উ: মাইকেল মধুসূদন দত্তের ‘মেঘনাদবধ কাব্য।

➡️প্রশ্ন: বাংলা সাহিত্যে প্রথম মুসলিম মহাকবি?
উ: কায়কোবাদ।

➡️প্রশ্ন: বাংলা সাহিত্যে প্রথম মুসলিম মহাকবি রচিত মহাকাব্যের নাম কোনটি?
উ: মহাশ্মশান।

➡️প্রশ্ন: বাংলা সাহিত্যের প্রথম সনেট রচয়িতা কে?
উ: মাইকেল মধুসূদন দত্ত।

➡️প্রশ্ন: বাংলা সাহিত্যের প্রথম সনেট কোনটি?
উ: মাইকেল মধুসূদন দত্তের চতুর্দশপদী কবিতাবলী’।

➡️প্রশ্ন: আধুনিক বাংলা সাহিত্যের প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
উ: রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের পদ্মিনী উপাখ্যান’ (আধুনিক বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য- ‘মেঘনাদবধ কাব্য)

➡️প্রশ্ন: বাংলা সাহিত্যের প্রথম গীতিকবি কে?
উ: বিহারীলাল চক্রবর্তী

➡️প্রশ্ন: বাংলা সাহিত্যে প্রথম আধুনিক গীতি কবি কে?
উ: বিহারীলাল চক্রবর্তী।

➡️প্রশ্ন: বাংলা সাহিত্যে রােমান্টিক প্রণয় উপাখ্যান ধারার প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
উ: শাহ মুহাম্মদ সগীরের ‘ইউসুফ-জুলেখা’।

➡️প্রশ্ন: বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি কে?
উ: শাহ মুহাম্মদ সগীর

➡️প্রশ্ন: বাংলা সাহিত্যে মুসলিম কবি কর্তৃক রচিত প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
উ: শাহ মুহাম্মদ সগীরের ‘ইউসুফ-জুলেখা’।

➡️প্রশ্ন: বৈষ্ণব সাহিত্যের প্রথম কবি কে?
উ: মিথিলার কবি বিদ্যাপতি।

➡️প্রশ্ন: বাংলায় বৈষ্ণব সাহিত্যের প্রথম কবি কে?
উ: বড় চণ্ডীদাস।

➡️প্রশ্ন: বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে?
উ: চন্দ্রবতী (তিনি রামায়ণের প্রথম মহিলা অনুবাদকও)।

➡️প্রশ্ন: বাংলা সাহিত্যের প্রথম মুসলিম মহিলা কবি কে?
উ: মাহমুদা খাতুন সিদ্দিকা।

➡️প্রশ্ন: বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি কে?
উ: মাইকেল মধুসূদন দত্ত (তবে বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি হলেন কাজী নজরুল ইসলাম)।

📒বাংলা উপন্যাসে যা কিছু প্রথম
➡️প্রশ্ন: বাংলা উপন্যাস তৈরির প্রথম প্রচেষ্টা কোনটি? উ: হ্যানা ক্যাথরিন ম্যালেন্স কর্তৃক রচিত ফুলমণি ও করুণার বিবরণ।

➡️প্রশ্ন: বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কোনটি?
উ: প্যারীচাদ মিত্র কর্তৃক রচিত ‘আলালের ঘরের দুলাল’।

➡️প্রশ্ন: বাংলা ভাষার প্রথম ঔপন্যাসিক কে?
উ: প্যারীচাদ মিত্র (টেকচাঁদ ঠাকুর)

➡️প্রশ্ন: বাংলা ভাষার প্রথম সার্থক ঔপন্যাসিক কে?
উ: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

➡️প্রশ্ন: বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি?
উ: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘দুর্গেশনন্দিনী’।

➡️প্রশ্ন: বাংলা সাহিত্যের প্রথম রােমান্সধর্মী উপন্যাস কোনটি?
উ: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপালকুণ্ডলা’।

➡️প্রশ্ন: বাংলা সাহিত্যের প্রথম হাস্যরসাত্মক উপন্যাসের রচয়িতা কে?
উ: ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।

➡️প্রশ্ন: বাংলা সাহিত্যের প্রথম হাস্যরসাত্মক উপন্যাস কোনটি?
উ: ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কর্তৃক রচিত ‘কল্পতরু।

➡️প্রশ্ন: বাংলা সাহিত্যের প্রথম ব্যঙ্গ উপন্যাস কোনটি?
উ: ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কর্তৃক রচিত ‘কল্পতরু।

➡️প্রশ্ন: বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিক কে?
উ: মীর মশাররফ হােসেন।

➡️প্রশ্ন: বাংলা সাহিত্যের মুসলিম ঔপন্যাসিক কর্তৃক রচিত প্রথম উপন্যাসের নাম কী?
উ: মীর মশাররফ হােসেন কর্তৃক রচিত ‘রত্নাবতী।।

➡️প্রশ্ন: বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক কে?
উ: স্বর্ণকুমারী দেবী

📒বাংলা নাটকে যা কিছু প্রথম
➡️প্রশ্ন: বাংলা ভাষায় রচিত প্রথম নাটকের নাম কী?
উ: তারাচরণ সিকদার কর্তৃক রচিত ‘ভদ্রাজ্জুন’।

➡️প্রশ্ন: বাংলা ভাষায় প্রথম মৌলিক নাটক কোনটি? | উ: রামনারায়ণ তর্করত্ন কর্তৃক রচিত ‘কুলীনকুল সর্বস্ব।

➡️প্রশ্ন: বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাট্যকার কে?
উ: মাইকেল মধুসূদন দত্ত।

➡️প্রশ্ন: বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটকের নাম কী?
উ: মাইকেল মধুসূদন দত্তের ‘শর্মিষ্ঠা

➡️প্রশ্ন: বাংলা সাহিত্যর প্রথম সার্থক ট্রাজেডি নাটক কোনটি?
উঃ মাইকেল মধুসূদন দত্তের ‘কৃষ্ণকুমারী।

➡️প্রশ্ন: বাংলা সাহিত্যের প্রথম ট্রাজেডি নাটক
কোনটি?
উ: যােগীন্দ্রনাথ গুপ্তের ‘কীর্তিবিলাস’।

➡️প্রশ্ন: বাংলা সাহিত্যের প্রথম সার্থক কমেডি নাটক কোনটি?
উ: মাইকেল মধুসূদন দত্তের ‘পদ্মাবতী

➡️প্রশ্ন: বাংলা সাহিত্যে প্রথম ঐতিহাসিক নাটক?
উ: কৃষ্ণকুমারী।

➡️প্রশ্ন: বাংলা সাহিত্যের প্রথম প্রহসনধর্মী নাটক কোনটি?
উ: রামনারায়ণ তর্করত্ন কর্তৃক রচিত ‘কুলীনকুল সর্বস্ব। (বাংলাপিডিয়া)

➡️প্রশ্ন: বাংলা সাহিত্যের প্রথম সার্থক প্রহসনধর্মী নাটক কোনটি?
উ: মাইকেল মধুসূদন দত্তের ‘একেই কি বলে সভ্যতা

➡️প্রশ্ন: বাংলা ভাষায় প্রথম সামাজিক নাটক কোনটি?
উ: রামনারায়ণ তর্করত্ন কর্তৃক রচিত কুলীনকুল সর্বস্ব’। ( এটি একাধারে সামাজিক ও প্রহসনধর্মী নাটক)

➡️প্রশ্ন: বাংলা ভাষায় রচিত প্রথম আধুনিক নাটক কোনটি?
উ: মাইকেল মধুসূদন দত্তের ‘শর্মিষ্ঠা’।

➡️প্রশ্ন: বাংলা সাহিত্যের প্রথম মুসলিম নাট্যকার কে?
উ: মীর মশাররাফ হােসেন (তিনি বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিকও)

➡️প্রশ্ন: বাংলা সাহিত্যে প্রথম মুসলিম রচিত নাটক কোনটি?
উ: বসন্তকুমারী।

➡️প্রশ্ন: বাংলা সাহিত্যে প্রথম মুসলিম চরিত্র অবলম্বনে রচিত নাটক কোনটি?
উ: জমিদার দর্পণ।

➡️প্রশ্ন: বাংলাদেশ বেতারে প্রচারিত প্রথম নাটক কোনটি?
উ: বুদ্ধদেব বসুর ‘কাঠ ঠোকরা’।

➡️প্রশ্ন: বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত প্রথম নাটক কোনটি?
উ: মুনীর চৌধুরীর একতলা দোতলা।

📒বাংলা বিভিন্ন বিষয়ে আরাে কিছু প্রথম
➡️প্রশ্ন: বাংলা সাহিত্যে প্রথম সার্থক ছােটগল্প কোনটি?
উ: রবীন্দ্রনাথ ঠাকুরের ‘দেনা-পাওনা।

➡️প্রশ্ন: বাংলা সাহিত্যে প্রথম সার্থক ছােটগল্পকার কে?
উ: রবীন্দ্রনাথ ঠাকুর।

➡️প্রশ্ন: বাংলা সাহিত্যের প্রথম ভ্রমণ কাহিনি রচনা করেন কে?
উ: সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়।

➡️প্রশ্ন: বাংলা সাহিত্যের প্রথম ভ্রমণ কাহিনি কোনটি?
উ: সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘পালামৌ। [এটি একটি উপন্যাসধর্মী ভ্রমণ কাহিনি গ্রন্থ।

➡️প্রশ্ন: বাংলা ভাষায় প্রথম প্রবন্ধগ্রন্থ রচনা করেন কে?
উ: রাজা রামমােহন রায়।

➡️প্রশ্ন: বাংলা ভাষায় রচিত প্রথম প্রবন্ধগ্রন্থ কোনটি?
উ: রাজা রামমােহন রায় কর্তৃক রচিত ‘বেদান্ত।

➡️ প্রশ্ন: বাংলা ভাষায় প্রথম জীবনী গ্রন্থ রচনা করেন কে?
উ: বৃন্দাবন দাস।

➡️প্রশ্ন: বাংলা ভাষায় প্রথম জীবনী গ্রন্থ কোনটি?
উ: বৃন্দাবন দাস কর্তৃক রচিত ‘শ্রীচৈতন্য ভগবত’।

➡️প্রশ্ন: বাংলা ভাষায় প্রথম আত্মজীবনী গ্রন্থ রচনা করেন কে?
উ: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ।

➡️প্রশ্ন: বাংলা ভাষায় প্রথম আত্মজীবনী গ্রন্থ কোনটি? উ: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কর্তৃক রচিত ‘জীবনচরিত।

➡️প্রশ্ন: বাংলা গদ্য সাহিত্যের প্রথম শােকগাথা কোনটি?
উ: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ‘প্রভাবতী সম্ভাষণ।

➡️প্রশ্ন: বাংলা সাহিত্যের প্রাচীন প্রথম নির্দশন কোনটি?
উ: চর্যাপদ।

➡️প্রশ্ন: বাংলা সাহিত্যের মধ্যযুগের প্রথম নির্দশন কোনটি?
উ: শ্রীকৃষ্ণকীর্তন কাব্য।

➡️প্রশ্ন: বাংলা ভাষায় কোন একক লেখক কর্তৃক রচিত প্রথম গ্রন্থ-
উ: বড় চণ্ডীদাস কর্তৃক রচিত শ্রীকৃষ্ণকীর্তন কাব্য।

➡️প্রশ্ন: বাংলা সাহিত্যে প্রথম প্রচুর পরিমাণে আরবি-ফারসি শব্দ ব্যবহার করেন কে?
উ: মােহিতলাল মজুমদার।

➡️প্রশ্ন: বাংলা সাহিত্যের প্রথম মানবতাবাদী কবি কে?
উ: চণ্ডীদাস।

➡️প্রশ্ন: বাংলা সাহিত্যে প্রথম যতি/বিরাম চিহ্নের ব্যবহারকারী কে?
উ: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

➡️প্রশ্ন: প্রথম বিরাম চিহ্নের সফল ব্যবহৃত হয় কোন গ্রন্থে?
উ: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বেতাল পঞ্চবিংশতি গ্রন্থে।

➡️প্রশ্ন: বাংলায় প্রথম কোরআন অনুবাদ করেনকে?
উ: ভাই গিরিশচন্দ্র সেন।

➡️প্রশ্ন: বাইবেলের প্রথম অনুবাদক
উ: উইলিয়াম কেরি।

➡️প্রশ্ন: আরাকান রাজসভার প্রথম বাঙালি কবি কে?
উ: দৌলত কাজী।

➡️প্রশ্ন: লৌকিক কাহিনির প্রথম/আদি রচয়িতা কে?
উ: দৌলত কাজী।

➡️প্রশ্ন: পুঁথি সাহিত্যের প্রথম/আদি লেখক কে?
উ: ফকির গরীবুল্লাহ।

➡️প্রশ্ন: পুঁথি সাহিত্যের প্রথম সার্থক ও জনপ্রিয় লেখক কে?
উ: ফকির গরীবুল্লাহ।

➡️প্রশ্ন: বাংলা মুদ্রণ শিল্পের জনক কে?
উ: চার্লস উইলকিনস।

➡️প্রশ্ন: সর্বপ্রথম বাংলা অক্ষর খােদাই করেন কে?
উ: চার্লস উইলকিনস।

➡️প্রশ্ন: বাঙালিদের মধ্যে সর্বপ্রথম বাংলা অক্ষর খােদাই করেন কে?
উ: পঞ্চানন কর্মকার।

➡️প্রশ্ন: উপমহাদেশে প্রথম ছাপাখানা আমদানি করে কারা?
উ: পর্তুগিজরা।

➡️প্রশ্ন: উপমহাদেশে প্রথম ছাপাখানা স্থাপিত হয় কোথায়?
উ: কলকাতার শ্রীরামপুর মিশনে।

➡️প্রশ্ন: ঢাকায় প্রথম ছাপাখানা স্থাপিত হয় কোথায়?
উ: আজিমপুরে

➡️প্রশ্ন: ঢাকায় প্রথম ছাপাখানা স্থাপিত হয় কখন?
উ: ১৮৬০ সালে।

➡️প্রশ্ন: ঢাকায় স্থাপিত প্রথম বাংলা ছাপাখানা কোনটি?
উ: বাংলা প্রেস (স্থাপিত হয় ১৮৬০ সালে)।
➡️সংকলন-মোস্তাফিজার মোস্তাক

Check Also

বিগত বছরগুলোতে আসা Correct Spelling

বিগত বছরগুলোতে আসা Correct Spelling 1) Mellifluous – সুমধুর/সুললিত [ BDBL – 2012 ] 2) …