বাংলা বিখ্যাত ব্যাকরণ গ্রন্থ ও রচয়িতা
➡️প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন কে?- ম্যানুয়েল দ্য আসসুম্পসাও (১৭৪৩)
➡️বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচনা করেন কে?- ম্যানুয়েল দা আসসুম্পসাও
➡️বাংলা ভাষার প্রথম আদর্শ ব্যাকরণ রচনা করেন কে?- নাথানিয়েল ব্রাসি হ্যালহেড (১৭৭৮) (তিনি ইংরেজি ভাষায় বাংলা ব্যাকরণ রচনা করেন)
➡️বাংলা ভাষার প্রথম ব্যাকরণগ্রন্থ রচনা করেন কে?- নাথানিয়েল ব্রাসি হ্যালহেড
➡️বাংলা ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন কে?- রাজা রামমােহন রায়।
➡️বাঙালিদের মধ্যে প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন কে?- রাজা রামমােহন রায়
➡️ বাংলা ভাষায় প্রথম বাংলা ব্যাকরণগ্রন্থ রচনা করেন কে?- রাজা রামমােহন রায় (১৮৩৩)
➡️বাংলা ভাষার প্রথম ব্যাকরণগ্রন্থের নাম কী?
–A Grammar of the Bengal Language (3996) (এটি নাথানিয়েল ব্রাসি হ্যালহেড কতৃর্ক রচিত ইংরেজি অক্ষরে মুদ্রিত)
➡️বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণগ্রন্থের নাম কী?- গােড়ীয় ব্যাকরণ। (বাঙালি কর্তৃক রচিত প্রথম বাংলা ব্যাকরণগ্রন্থ)
➡️বাংলা ভাষায় রচিত বঙ্গাক্ষরে মুদ্রিত প্রথম বাংলা ব্যাকরণগ্রন্থের নাম কী?- গৌড়ীয় ব্যাকরণ।
➡️A Grammar of the Bangal Language-এর রচয়িতা হলেন- নাথানিয়েল ব্রাসি হ্যালহেড (১৭৭৮)
➡️A Grammar of the Bangali Language-এর রচয়িতা হলেন- ড.সুনীতিকুমার চট্টোপাধ্যায় । (১৯২১ সালে; তিন খণ্ডে রচিত)
➡️গৌড়ীয় ব্যাকরণ- রাজা রামমােহন রায়
➡️বাঙালা ব্যাকরণ-ড. মুহম্মদ শহীদুল্লাহ
➡️ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ- ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
➡️ব্যাকরণ কৌমুদী- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
➡️ব্যাকরণ মঞ্জুরী- ড. মুহম্মদ এনামুল হক
➡️বাংলা ব্যাকরণ রচনার পথিকৃৎ বলা হয়-রাজা রামমােহন রায়কে।
➡️বাংলা বর্ণমালা নিয়ে প্রথম বিস্তিরিত আলােচনা করেন- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
➡️প্রথম বাংলা ‘থিসরাস’ বা সমার্থক শব্দের অভিধান সংকলন করেন- অশােক মুখােপাধ্যায়।
👉 ( যিনি ব্যাকরণ রচনা করেন তাকে বলা হয়-বৈয়াকরণিক)
👉(যিনি ব্যাকরণ বিশারদ/ব্যাকরণে বিজ্ঞ তাকে বলা হয়-বৈয়াকরণ)
➡️সংকলন-মোস্তাফিজার মোস্তাক