বাংলায় মুসলিম শাসন

বাংলায় মুসলিম শাসন

প্রশ্ন: কোন শতকে বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়?

উঃ ত্রয়ােদশ শতকে তথা ১২০৪ খ্রিস্টাব্দে।

প্রশ্ন: কে বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন?

উঃ ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বিন বখতিয়ার খিলজি।

প্রশ্ন: ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বিন বখতিয়ার খিলজি কবে বাংলা জয় করেন?

উঃ ১২০৪ খ্রিস্টাব্দে (মতান্তরে ১২০৫ খ্রিস্টাব্দে)।

প্রশ্ন: কাকে পরাজিত করে ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বিন বখতিয়ার খিলজি কবে বাংলা জয় করেন?

উঃ সেনবংশের রাজা লক্ষ্মণ সেনকে।

প্রশ্ন: ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বিন বখতিয়ার খিলজি কোন দেশের অধিবাসী ছিলেন?

উঃ তুর্কি খিলজি বংশােদ্ভূত আফগানিস্তানের অধিবাসী ছিলেন।

প্রশ্ন: কোন বিজেতা অশ্ববিক্রেতার বেশে নদীয়া আক্রমণ করেন?

উঃ বখতিয়ার খলজি।

প্রশ্ন: কতজন সৈন্য নিয়ে বখতিয়ার খলজি বাংলাদেশ জয় করেন ?

উঃ ১৭ জন।

প্রশ্ন: বখতিয়ার খলজি গৌড় রাজ্য জয় করেন কবে?

উঃ ১২০৫ খ্রিস্টাব্দে।

প্রশ্ন: বখতিয়ার খলজির রাজধানী কোথায় ছিল?

উঃ লখনৌতে ।

প্রশ্ন: বখতিয়ার খলজি কোন স্থানে মৃত্যুবরণ করেন?

উঃ দেবকোটে।

নোট মোস্তাফিজার মোস্তাক

Check Also

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংক্ষিপ্ত জীবনী

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংক্ষিপ্ত জীবনী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী থেকে কেবল পরীক্ষায় আসার …