বাংলায় মুসলিম শাসন
প্রশ্ন: কোন শতকে বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়?
উঃ ত্রয়ােদশ শতকে তথা ১২০৪ খ্রিস্টাব্দে।
প্রশ্ন: কে বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন?
উঃ ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বিন বখতিয়ার খিলজি।
প্রশ্ন: ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বিন বখতিয়ার খিলজি কবে বাংলা জয় করেন?
উঃ ১২০৪ খ্রিস্টাব্দে (মতান্তরে ১২০৫ খ্রিস্টাব্দে)।
প্রশ্ন: কাকে পরাজিত করে ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বিন বখতিয়ার খিলজি কবে বাংলা জয় করেন?
উঃ সেনবংশের রাজা লক্ষ্মণ সেনকে।
প্রশ্ন: ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বিন বখতিয়ার খিলজি কোন দেশের অধিবাসী ছিলেন?
উঃ তুর্কি খিলজি বংশােদ্ভূত আফগানিস্তানের অধিবাসী ছিলেন।
প্রশ্ন: কোন বিজেতা অশ্ববিক্রেতার বেশে নদীয়া আক্রমণ করেন?
উঃ বখতিয়ার খলজি।
প্রশ্ন: কতজন সৈন্য নিয়ে বখতিয়ার খলজি বাংলাদেশ জয় করেন ?
উঃ ১৭ জন।
প্রশ্ন: বখতিয়ার খলজি গৌড় রাজ্য জয় করেন কবে?
উঃ ১২০৫ খ্রিস্টাব্দে।
প্রশ্ন: বখতিয়ার খলজির রাজধানী কোথায় ছিল?
উঃ লখনৌতে ।
প্রশ্ন: বখতিয়ার খলজি কোন স্থানে মৃত্যুবরণ করেন?
উঃ দেবকোটে।