বাংলায় নবাবী আমল

বাংলায় নবাবী আমল

প্রশ্ন: কার রাজত্বকালে মুর্শিদকুলী খান বাংলার দেওয়ান/সুবেদার নিযুক্ত হন?

উঃ সম্রাট আওরঙ্গজেবের শাসনামলে (১৭০০ খ্রিস্টাব্দে)

প্রশ্ন: মুর্শিদকুলী খানের বাল্য নাম কী?

উঃ মুহাম্মদ হাদী ।

প্রশ্ন: মুহাম্মদ হাদীকে “মুর্শিদকুলী খান” উপাধি দেন কোন সম্রাট?

উঃ মােঘল সম্রাট আঙ্গরাজেব।

প্রশ্ন: কোন সম্রাটের মৃত্যুর পর মুর্শিদকুলী খান স্বাধীনভাবে বাংলাদেশ শাসন করেন?

উঃ আওরঙ্গজেব।

প্রশ্ন: বাংলার নবাবী শাসনের প্রতিষ্ঠাতা কে?

উঃ মুর্শিদকুলী খান (১৭১৭ খ্রিস্টাব্দে)।

প্রশ্ন: বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন?

উঃ মুর্শিদকুলী খান।

প্রশ্ন: বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন?

উঃ সিরাজউদ্দৌলা।

প্রশ্ন: বাংলার শেষ নবাব কে ছিলেন?

উঃ নাজিম-উদ-দৌলা।

প্রশ্ন: মুঘল সুবেদারদের প্রথম রাজধানী কোথায় ছিল?

উঃ মুর্শিদাবাদ।

প্রশ্ন: নবাবী আমলে বাংলার রাজধানী কোথায় ছিল?

উঃ মুর্শিদাবাদ।

প্রশ্ন: নবাব মুর্শিদকুলী খান কবে ঢাকা মুর্শিদাবাদে বাংলার রাজধানী স্থানান্তর করেন?

উঃ ১৭১৭ খ্রিস্টাব্দে।

প্রশ্ন: ‘মুর্শিদাবাদ এর পূর্বনাম কী ছিল?

উঃ মকসুদাবাদ। (নবাব মুর্শিদকুলী খান তাঁর নামের সাথে মিল রেখে মুর্শিদাবাদ’ নাবকরণ করেন)।

প্রশ্ন: কত সালে বাংলায় স্বাধীন নবাবী আমলের অবসান ঘটে?

উঃ ১৭৫৭ খ্রিস্টাব্দের ২৩ জুন পলাশী যুদ্ধের মাধ্যমে।

প্রশ্ন: কার কার মাঝে পলাশী যুদ্ধ সংঘটিত হয়?

উঃ নবাব সিরাজউদ্দৌলা ও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষে সেনাপতি লর্ড ক্লাইভ।

প্রশ্ন: পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার সেনাপতি কে ছিলেন?

উঃ মীর জাফর আলী খান; সংক্ষেপে ‘মীর জাফর’।

প্রশ্ন: পলাশীর যুদ্ধে কে জয় লাভ করে?

উঃ এই যুদ্ধে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষে সেনাপতি লর্ড ক্লাইভ জয়লাভ করে এবং মীর জাফরের বিশ্বাসঘাতকতায় নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হন।

প্রশ্ন: ঐতিহাসিক পলাশীর প্রান্তরটি কোথায় অবস্থিত?

উঃ পশ্চিমবঙ্গের নদীয়া জেলার ভাগীরথী নদীর তীরের পূর্ব পাশে অবস্থিত।

নোট মোস্তাফিজার মোস্তাক

 

Check Also

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংক্ষিপ্ত জীবনী

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংক্ষিপ্ত জীবনী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী থেকে কেবল পরীক্ষায় আসার …