বাংলাদেশ বিষয়াবলি-গুরুত্বপূর্ণ কনফিউশান প্রশ্ন

বাংলাদেশ বিষয়াবলি-গুরুত্বপূর্ণ কনফিউশান প্রশ্ন

পরীক্ষার হলে যেখানে ভুল হতে পারে

মুসলিম লীগের প্রতিষ্ঠাতা

– নবাব সলিমুল্লাহ

আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা

– মওলানা আবদুল হামিদ খান ভাসানী

মুসলিম লীগের প্রতিষ্ঠা

– ১৯০৬ সালের ৩০ ডিসেম্বর

আওয়ামী মুসলিম লীগ/আওয়ামী লীগ

-১৯৪৯ সালের ২৩ জুন

বাংলার প্রথম স্বাধীন নবাব

– মুর্শিদ কলি খান

বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদ্দৌলা বাংলার শেষ নবাব

– নাজিমুদ্দৌলা

বাংলা প্রথম স্বাধীন সুলতান

– ফখরুদ্দীন মােবারক শাহ

বাংলা শেষ স্বাধীন সুলতান

– গিয়াস উদ্দিন মাহমুদ শাহ

বাংলার সর্বশ্রেষ্ঠ সুলতান

– আল্লাউদ্দিন হােসেন শাহ

বাংলার প্রথম স্বাধীন রাজা

– রাজা শশাঙ্ক

বাংলায় শেষ স্বাধীন রাজা

– লক্ষণ সেন

বাংলায় শেষ হিন্দু রাজা

– লক্ষ্মণ সেন

অবিভক্ত বাংলায় প্রথম মুখ্যমন্ত্রী

– শেরে বাংলা এ. কে. ফজলুল ক

অবিভক্ত বাংলা শেষ মুখ্যমন্ত্রী

– হােসেন শহীদ সােহরাওয়ার্দী

বিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী

– খাজা নাজিমুদ্দিন

পূর্ব বাংলার প্রথম মুখ্যমন্ত্রী

– খাজা নাজিমুদ্দিন

পূর্ব বাংলার প্রথম গভর্নর

– চৌধুরী খালেকুজ্জামান

বাংলার প্রথম গভর্নর

– লর্ড ক্লাইভ (তখন দুই বাংলা একসাথে ছিল)

পাকিস্তানের প্রথম গভর্নর

– মুহাম্মদ আলী জিন্নাহ

বাংলার মুসলিম শাসনের প্রতিষ্ঠাতা

– বখতিয়ার খলজি (তনি প্রতিষ্ঠা করেছিলেন, কিন্তু স্বাধীন কাতে পারেননি)

বাংলার স্বাধীনতা ঘােষণাকারী প্রথম মুসলিম শাসক

– ফকরুদ্দিন মােবারক শাহ

ভারতে প্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন

– মুহাম্মদ ঘুরি।

ছয়-দফা প্রথম ঘােষণা করা হয়

– ৫ ফেব্রুয়ারি ১৯৬৬

অনুষ্ঠানিকভাবে ছয়-দফা ঘােষণা

– ২৩ মার্চ ১৯৬৬

মুজিবনগর সরকার গঠিত হয়

– ১০ এপ্রিল ১৯৭১

মুজিবনগর সরকার শপথ নেয়

– ১৭ এপ্রিল, ১৯৭১

মুজিবনগর দিবস

– ১৭ এপ্রিল

বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি

– শেখ মুজিবুর রহমান

বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি

– সৈয়দ নজরুল ইসলাম

বাংলাদেশের প্রথম উপরাষ্ট্রপতি

– সৈয়দ নজরুল ইসলাম

বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী

– তাজউদ্দিন আহমেদ

বাংলাদেশে দ্বিতীয় প্রধানমন্ত্রী

– শেখ মুজিবুর রহমান

যুক্তফ্রন্ট গঠন করা হয়

– ১৯৫৩ সালের ৪ ডিসেম্বর

যুক্তফ্রন্টের নির্বাচন হয়

– ১৯৫৪ সালের ৮ মার্চ

ইবনে বতুতা ভারতে আসেন

– মুহাম্মদ বিন তুঘলকের শাসনামলে (১৩৩৩ খ্রিস্টাব্দে)

ইবনে বতুতা বাংলায় আসেন

– ফখরুদ্দিন মােবারক শাহের শাসনামলে (১৩৪৫ খ্রিস্টাব্দে))

প্রাচীন বাংলার প্রথম স্বাধীন নরপতি

– রাজা শশাঙ্ক

পূর্ব বঙ্গের প্রথম স্বাধীন নরপতি

– ফখরুদ্দিন মােবারক শাহ

চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন

– লর্ড কর্নওয়ালিস

দ্বৈতশাসন ব্যবস্থা প্রবর্তন করে

– লর্ড ক্লাইভ।

বঙ্গবঙ্গ করা হয়

– ১৯০৫ সালে

বঙ্গবঙ্গ রদ হয়

– ১৯১১ সালে

বঙ্গবঙ্গ করেন

– লর্ড কার্জন

বঙ্গবঙ্গ রদ করেন

– লর্ড হার্ডিঞ্জ

ইউরােপ থেকে ভারতীয় উপমহাদেশে জলপথে আসার পথ আবিষ্কৃত হয়

– ১৪৮৭ সালে।

ইউরােপের নাবিক ভাস্কো-ডাগামা জলপথে ভারতীয় উপমহাদেশে আসেন

– ১৪৯৮ সালে।

বঙ্গবন্ধু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন

– ১৯৫৩ সালে ।

বঙ্গবন্ধু আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন

– ১৯৬৬ সালে।

শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন

– ১৯৮১ সালে।

আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয়

– ১৯৬৮ সালে।

আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করা হয়

– ১৯৬৯ সালে।

বঙ্গবন্ধু আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে মুক্তি লাভ করেন

-১৯৬৯ সালে।

বাংলাদেশের ভারত যৌথ বাহিনী গঠিত হয়

– ২১ নভেম্বর, ১৯৭১ সাল

ভারত বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়

– ৬ ডিসেম্বর, ১৯৭১ সাল

বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতিদানকারী প্রথম দেশ

– ভুটান।

বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতিদানকারী দ্বিতীয় দেশ

– ভারত।

বাংলা সাল প্রবর্তন করেন

– সম্রাট আকবর

বাংলা বর্ষপঞ্জিকা প্রণয়ন করেন

– ড. মুহম্মদ শহীদুল্লাহ

ভারতে মােঘল শাসন প্রতিষ্ঠিত হয়

– পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমে (১৫২৬ সালে)।

বাংলায় মােঘল শাসন প্রতিষ্ঠিত হয়

– রাজমহলের যুদ্ধের মাধ্যমে (১৫৭৬ সালে)।

ভারতে মােঘল শাসন প্রতিষ্ঠা করেন

– সম্রাট বাবর

বাংলায় মােঘল শাসন প্রতিষ্ঠা করেন

– সম্রাট আকবর

নোট-মোস্তাফিজার মোস্তাক

Check Also

বাংলাদেশের বিভিন্ন পঞ্চবার্ষিকী পরিকল্পনা

বাংলাদেশের বিভিন্ন পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রশ্ন: ‘পঞ্চবার্ষিকী পরিকল্পনা’ বলতে কী বােঝায়?  উঃ স্থানীয় পর্যায়ে সার্বিক উন্নয়নের …