বাংলাদেশের জাতীয় সংসদ
প্রশ্ন: বাংলাদেশের আইন সভার নাম কী?
উঃ জাতীয় সংসদ।
প্রশ্ন: বাংলাদেশে আইন প্রণয়নকারী সর্বোচ্চ কর্তৃপক্ষের নাম কী?
উঃ জাতীয় সংসদ।
প্রশ্ন: জাতীয় সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর কবে স্থাপন করা হয়?
উঃ ১৯৬২ সালে ।
প্রশ্ন: জাতীয় সংসদ ভবনের স্থপতি কে?
উঃ লুই আই কান।
প্রশ্ন: লুই আই কান কোন দেশের নাগরিক?
উঃ যুক্তরাষ্ট্রের নাগরিক।
প্রশ্ন: জাতীয় সংসদ ভবনের নির্মাণ কাজ শুরু হয় করে?
উঃ ১৯৬৫ সালে।
প্রশ্ন: জাতীয় সংসদ ভবনের এরিয়ার ভূমির পরিমাণ কত?
উঃ ২১৫ একর।
প্রশ্ন: জাতীয় সংসদ ভবন উদ্বোধন করা হয় কবে?
উঃ ১৯৮২ সালে।
প্রশ্ন: জাতীয় সংসদ ভবন কে উদ্বোধন করেন?
উঃ রাষ্ট্রপতি আব্দুস সাত্তার।
প্রশ্ন: বর্তমান জাতীয় সংসদের প্রথম অধিবেশন কবে বসে?
উঃ ১৯৮২ সালে।
প্রশ্ন: জাতীয় সংসদ ভবন কত তলা বিশিষ্ট?
উঃ ৯ তলা।
প্রশ্ন: জাতীয় সংসদ ভবনের উচ্চতা কত?
উঃ ১৫৫ ফুট।
প্রশ্ন: বাংলাদেশের জাতীয় সংসদের প্রতীক কী?
উঃ শাপলা ফুল।
প্রশ্ন: বাংলাদেশের সংসদের মােট আসন সংখ্যা কতটি?
উঃ ৩৫০ টি।
প্রশ্ন:বাংলাদেশের জাতীয় সংসদে মহিলাদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা কতটি?
উঃ ৫০ টি।
প্রশ্ন: বাংলাদেশের জাতীয় সংসদের ১ নং আসন কোনটি?
উঃ পঞ্চগড়-১।
প্রশ্ন: বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০ নং আসন কোনটি?
উঃ বান্দরবান।
প্রশ্ন: জাতীয় সংসদের কাস্টিং ভােট’ (Casting Vote) বলা হয়?
উঃ স্পিকারের ভােটকে।
প্রশ্ন: বাংলাদেশের জাতীয় সংসদের সভাপতি কে?
উঃ স্পিকার।
প্রশ্ন: সংসদ অধিবেশন কে আহবান করেন?
উঃ রাষ্ট্রপতি।
প্রশ্ন: সাধারণ নির্বাচনের কতদিনের মধ্যে সংসদ অধিবশন আহবান করতে হয়?
উঃ ৩০ দিনের মধ্যে।
প্রশ্ন: সংসদের এক অধিবেশনের সমাপ্তি ও পরবর্তী অধিবেশনের বৈঠকের মধ্যে কতদিনের বেশি বিরতি থাকবে না?
উঃ ৬০ দিন।
প্রশ্ন: সংসদের অধিবেশন সমাপ্ত হওয়ার কতদিন পর আবার অধিবেশন ডাকা বাধ্যতামূলক?
উঃ ৬০ দিন
প্রশ্ন: সংসদ অধিবেশনের কোরাম পূর্ণ হয় কত জন সংসদ সদস্য হলে?
উঃ ৬০ জন।
প্রশ্ন: একাধারে কতদিন সংসদে অনুপস্থিত থাকলে সংসদ সদস্যপদ বাতিল হয়?
উঃ ৯০ কার্যদিবস।
প্রশ্ন: কোনাে কারণে সংসদ ভেঙে গেলে পরবর্তী কত দিনের মধ্যে বাংলাদেশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে?
উঃ ৯০ দিন।
প্রশ্ন: গণ-পরিষদের প্রথম স্পিকার কে?
উঃ শাহ আব্দুল হামিদ।
প্রশ্ন: গণ-পরিষদের প্রথম ডেপুটি স্পিকার কে?
উঃ মােহাম্মদ উল্লাহ।
প্রশ্ন: কোন কোন বিদেশি প্রথম জাতীয় সংসদে ভাষণ দেন?
উঃ যুগােশ্লাভিয়ার প্রেসিডেন্ট মার্শাল জোসেফ টিটো, ১৯৭৪ সালে।
প্রশ্ন: জাতীয় সংসদে মােট কতজন বিদেশি রাষ্ট্রপ্রধান বক্তৃতা প্রদান করেছেন?
উঃ ২ জন। যুগােশ্লাভিয়ার সাবেক প্রেসিডেন্ট মার্শাল জোসেফ টিটো ও ভারতের সাবেক প্রেসিডেন্ট ভি.ভি গিরি।
প্রশ্ন: নির্বাচন কমিশন কার সমমর্যাদার অধিকারী?
উঃ সুপ্রীম কোর্ট।
প্রশ্ন: বাংলাদেশের প্রথম নির্বাচন কমিশনার কে?
উঃ বিচারপতি এম. ইদ্রিস।
প্রশ্ন: নির্বাচন কমিশন কী ধরনের প্রতিষ্ঠান?
উঃ একটি স্বতন্ত্র , স্বাধীন ও নিরপেক্ষ সাংবিধানিক প্রতিষ্ঠান।
প্রশ্ন: ‘তত্ত্বাবধায়ক সরকার বিল’ কবে সংসদে পাশ হয়?
উঃ ২৭ মার্চ, ১৯৯৬ সালে।
প্রশ্ন: এডভােকেট আবদুল হামিদ বাংলাদেশের কততম প্রেসিডেন্ট?
উঃ ২১তম |
প্রশ্ন: শেখ হাসিনা বর্তমানে বাংলাদেশের কততম প্রধানমন্ত্রী?
উঃ ১৪ তম।
নোট মোস্তাফিজার মোস্তাক