বাংলাদেশের শিল্প, বাণিজ্য ও অর্থনীতি-১
প্রশ্ন: বাংলাদেশের জিডিপিতে কোন খাতের অবদান সবচেয়ে বেশি?
উঃ সেবা খাতের।
প্রশ্নঃ বাংলাদেশের রপ্তানি আয়ে কোন খাতের অবদান সবচেয়ে বেশি?
উঃ তৈরি পােশাক শিল্প
প্রশ্ন: বাংলাদেশ সরকারের রাজস্ব আয়ের প্রধান খাত কোনটি?
উঃ ভ্যাট
প্রশ্নঃ জাতীয় আয় গণনায় বাংলাদেশের অর্থনীতিকে কতটি খাতে ভাগ করা হয়েছে?
উঃ ১৫টি খাতে।
প্রশ্ন: বাংলাদেশের কোন খাতে সবচেয়ে বেশি বৈদেশিক অনুদান ব্যয় করা হয়?
উঃ বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (ADP)।
প্রশ্ন: বাংলাদেশে সর্বপ্রথম কোথায় পাটকল স্থাপন করা হয়?
উঃ নারায়ণগঞ্জের আদমজী নগরে, ১৯৫১ সালে ।
প্রশ্ন: আদমজী পাটকল বন্ধ করে দেয়া হয় কবে?
উঃ ২০০২ সালের ৩০ জুন।
প্রশ্ন: বাংলাদেশে সরকারি/রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ করে দেয়া হয় কবে?
উঃ ২০২০ সালের ১ জুলাই।
প্রশ্ন: বাংলাদেশের একমাত্র রেয়ন মিলটি কোথায় অবস্থিত?
উঃ রাঙামাটির চন্দ্রঘােনায়।
প্রশ্ন: বাংলাদেশের গার্মেন্টস শ্রমিকের কতভাগ মহিলা?
উঃ প্রায় ৯০ ভাগ।
প্রশ্ন: খুলনা নিউজপ্রিন্ট মিলে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়?
উঃ গেওয়া কাঠ।
(খুলনা নিউজপ্রিন্ট সুন্দরবনের কাছে তাই সুন্দরবনের গেওয়া কাঠ দিয়ে কাগজ বানায়।)
প্রশ্ন: কর্ণফুলী কাগজ কলে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়?
উঃ বাঁশ।
(কর্ণফুলী সুন্দরবন থেকে অনেক দূরে এবং চট্টগ্রামে তুলনামূলক বেশি বাঁশ জন্মায় তাই।)
প্রশ্ন: উত্তরবঙ্গ কাগজ কলে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়?
উঃ আখের ছােবড়া।
(উত্তরবঙ্গে আখ বেশি জন্মে তাই।)
প্রশ্ন: দেশের প্রথম সার কারখানা কোনটি?
উঃ ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার ফ্যাক্টরি লিমিটেড, ফেঞ্চুগঞ্জ, সিলেট।
প্রশ্ন: দেশের বৃহত্তম সার কারখানা কোনটি?
উঃ যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড, জামালপুর (যমুনা সার কারখানা)।
প্রশ্ন: দেশের একমাত্র দানাদার ইউরিয়া সার প্রস্তুতকারী কারখানা কোনটি?
উঃ যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড।
প্রশ্ন: কোন দেশের সহযােগিতায় KAFCO প্রতিষ্ঠিত হয়?
উঃ জাপান।
প্রশ্ন: KAFCO সার কারখানাটি কোথায় অবস্থিত?
উঃ কর্ণফুলী, চট্টগ্রাম।
প্রশ্ন: বাংলাদেশের সর্ববৃহৎ জাহাজ নিমার্ণ ও মেরামত কারখানা কোনটি?
উঃ খুলনা শিপইয়ার্ড লিমিটেড।
প্রশ্ন: বাংলাদেশের কোন কোম্পানি সর্বপ্রথম জাহাজ রপ্তানি করে?
উঃ আনন্দ শিপইয়ার্ড লিমিটেড।
প্রশ্ন: বাংলাদেশ সর্বপ্রথম কোন দেশে জাহাজ রপ্তানি করে?
উঃ ডেনমার্ক, ২০০৮ সালে।
প্রশ্ন: বাংলাদেশ সর্বপ্রথম যে জাহাজটি রপ্তানি করে তার নাম কী?
উঃ স্টেলা মেরিস।
প্রশ্ন: বাংলাদেশের সর্ববৃহৎ চিনিকলের নাম কী?
উঃ চুয়াডাঙ্গা জেলায় অবস্থিত কেরু অ্যান্ড কোং লিমিটেড।
প্রশ্ন: বাংলাদেশের কোন ঔষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান সর্বপ্রথম লন্ডন স্টক মার্কেটে প্রবেশাধিকার লাভ?
উঃ বেক্সিমকো
প্রশ্ন: বাংলাদেশের কোথায় প্রথম ঔষুধ পার্ক স্থাপিত হচ্ছে?
উঃ মুন্সিগঞ্জ জেলার গজারিয়াতে।
প্রশ্ন: বাংলাদেশ বিশ্বের কোন দেশে সবচেয়ে বেশি ঔষুধ রপ্তানি করে?
উঃ মিয়ানমারে (পূর্বে ছিল- ব্রাজিল)।
প্রশ্ন: বাংলাদেশ কোন দেশে সর্বপ্রথম চাল রপ্তানি করে?
উঃ শ্রীলংকা।
প্রশ্ন: বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (BEZA) কবে গঠিত হয়?
উঃ ২০১০ সালে।
প্রশ্ন: বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (BEPZA) কবে গঠিত হয়?
উঃ ১৯৮০ সালে।
প্রশ্ন: BEPZA এর গভর্নিং বােডের চেয়ারপার্সন বা সভাপতি কে?
উঃ প্রধানমন্ত্রী
প্রশ্ন: বাংলাদেশের প্রথম ইপিজেড-এর নাম কী?
উঃ চট্টগ্রাম ইপিজেড।
প্রশ্ন: বাংলাদেশের প্রথম ইপিজেড কত সালে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৯৮৩ সালে।
প্রশ্ন: আয়তনে বাংলাদেশের বৃহত্তম ইপিজেড কোনটি?
উঃ চট্টগ্রাম ইপিজেড।
প্রশ্ন: বাংলাদেশের কৃষিভিত্তিক একমাত্র ইপিজেড কোনটি?
উঃ উত্তরা ইপিজেড।
প্রশ্ন: বাংলাদেশে বর্তমানে মােট ইপিজেডের সংখ্যা কত?
উঃ ১০ টি। (সরকারি ৮টি, বেসরকারি ২টি)
প্রশ্ন: বাংলাদেশ কত সালে মুক্তবাজার অর্থনীতি চালু করে?
উঃ ১৯৯১ সালে।
প্রশ্ন: বাংলাদেশের অর্থনীতি মূলত কোন প্রকৃতির?
উঃ মিশ্র প্রকৃতির।
প্রশ্ন: বাংলাদেশ সরকার কত বছরের জন্য বার্ষিক উন্নয়ন কর্মসূচি (ADP) প্রণয়ন করে?
উঃ এক বছরের জন্য ।
প্রশ্ন: বাংলাদেশের অর্থনৈতিক নীতি নির্ধারণ এবং উন্নয়ন প্রকল্প অনুমােদন সংক্রান্ত সর্বোচ্চ অর্থনৈতিক সংস্থার নাম কী?
উঃ জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের নির্বাহী কমিটি (ECNEC)।
প্রশ্ন: একনেক কত সালে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৯৮২ সালে।
প্রশ্ন: একনেকের সভাপতি কে?
উঃ প্রধানমন্ত্রী।
প্রশ্ন: একনেকের বিকল্প সভাপতি কে?
উঃ অর্থমন্ত্রী।
(একনেকের সাথে অর্থের সম্পর্ক সরাসরি জড়িত; তাই অর্থমন্ত্রী।)
প্রশ্ন: বাংলাদেশ পরিকল্পনা কমিশনের চেয়ারপার্সন কে?
উঃ প্রধানমন্ত্রী।
প্রশ্ন: বাংলাদেশ পরিকল্পনা কমিশনের ভাইস-চেয়ারম্যান কে?
উঃ পরিকল্পনা মন্ত্রী।
প্রশ্ন: বাংলাদেশের কোন প্রতিষ্ঠানটি ‘পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করে থাকে?
উঃ পরিকল্পনা কমিশন।
প্রশ্ন: বাংলাদেশের প্রথম প্রেক্ষিত পরিকল্পনা’ এর মেয়াদকাল কত?
উঃ ২০১০-২০২১ সাল। (১০ বছর মেয়াদী)
প্রশ্ন: বাংলাদেশের দ্বিতীয় ‘প্রেক্ষিত পরিকল্পনা’ এর মেয়াদকাল কত?
উঃ ২০২১-২০৪১ সাল। এটি ২০ বছর মেয়াদী ‘রূপকল্প ২০৪১ নামে পরিচিত।
প্রশ্ন: বাংলাদেশে এই পর্যন্ত কতটি ‘দারিদ্র্য বিমােচন কৌশল পত্র (PRSP) গৃহীত হয়েছে?
উঃ ২টি।
প্রশ্ন: বাংলাদেশে প্রথম ‘দারিত্র্য বিমােচন কৌশল পত্র (PRSP-I)এর সময়কাল কত?
উঃ জুলাই ২০০৪-জুন ২০০৮।
প্রশ্ন: বাংলাদেশে দ্বিতীয় দারিদ্র্য বিমােচন কৌশল পত্র (PRSP-II)এর সময়কাল কত?
উঃ জুলাই ২০১০-জুন ২০১২।
প্রশ্ন: গ্রামীণ দরিদ্র পরিবারের অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রাথমিকভাবে সবচেয়ে বেশি প্রয়ােজন কোনটির?
উঃ ক্ষুদ্রখণ প্রদান ও সঞ্চয় অভ্যাস গড়ে তােলা।
প্রশ্ন: বেকার যুবকদের জন্য ন্যাশনাল সার্ভিস প্রকল্প চালু করা হয় কবে?
উঃ ২০১০ সালে।
প্রশ্ন: বেকার যুবকদের জন্য ন্যাশনাল সার্ভিস প্রকল্প প্রথম কোন জেলায় চালু করা হয়?
উঃ কুড়িগ্রাম।
প্রশ্ন: বাংলাদেশের ইতিহাসে প্রথম বাজেট বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন জাতীয় সংসদে পেশ করা হয় কখন?
উঃ ২০১০ সালে।
প্রশ্ন: আয়কর কী ধরনের কর?
উঃ প্রত্যক্ষ কর।
প্রশ্ন: ভ্যাট কী ধরনের কর?
উঃ পরােক্ষ কর।
প্রশ্ন: বিক্রয় প্রক ধরনের কর?
উঃ পরোক্ষ কর।
প্রশ্ন: পরের হিসেবে কোন কোন খাত থেকে কর আদায় করা হচ্ছে?
উঃ আমদানি শুল্ক, রপ্তানি শুল্ক, সম্পূরক শুল্ক ও মূল্য সংযােজন কর (ভ্যাট)।
প্রশ্ন: কোনটি বাংলাদেশ সরকারের কর-বহির্ভূত রাজস্ব
উঃ বিভিন্ন সড়ক ও নৌ-পথে টোল ও লেভি।
প্রশ্ন: বাংলাদেশে কর আদায়ে নিয়ােজিত সংস্থার নাম কী?
উঃ জাতীয় রাজস্ব বাের্ড।
প্রশ্ন: বাংলাদেশে মূল্য সংযােজন কর (VAT) কবে চালু হয়?
উঃ ১৯৯১ সালের ১ জুলাই।
প্রশ্ন: ঢাকা স্টক এক্সচেঞ্জ (DSE) কত সালে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৯৫৪ সালে।
প্রশ্ন: বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরাে (EPB) কোন মন্ত্রণালয়ের অধীনে?
উঃ বাণিজ্য মন্ত্রণালয়।
প্রশ্নঃ জাতীয় ভােক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীনে?
উঃ বাণিজ্য মন্ত্রণালয়।
প্রশ্ন: বাংলাদেশ ট্যারিফ কমিশন কোন মন্ত্রণালয়ের অধীনে?
উঃ বাণিজ্য মন্ত্রণালয়।
প্রশ্ন: বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন কোনটি?
উঃ: FBCCI
প্রশ্ন: বাংলাদেশের প্রথম বিশ্ব বাণিজ্য কেন্দ্র (WTC) কবে উদ্বোধন করা হয়?
উঃ ২০১৬ সালে
প্রশ্ন: বাংলাদেশের প্রথম ও একমাত্র বিশ্ব বাণিজ্য কেন্দ্র (WTC) কোথায় অবস্থিত?
উঃ চট্টগ্রামে