বাংলাদেশের শিল্প, বাণিজ্য ও অর্থনীতি-২

বাংলাদেশের শিল্প, বাণিজ্য ও অর্থনীতি-২

প্রশ্ন: বাংলাদেশ তৈরি পােশাক বা রেডিমেড গার্মেন্টস কবে রপ্তানি শুরু করে?

উঃ ১৯৭৮ সালে।

প্রশ্ন: বাংলাদেশ প্রথম কোন দেশে তৈরি পােশাক বা রেডিমেড গার্মেন্টস রপ্তানি করে?

উঃ ফ্রান্সে।

প্রশ্ন: বাংলাদেশ কোন দেশে সবচেয়ে বেশি তৈরি পােশাক বা রেডিমেড গার্মেন্টস রপ্তানি করে?

উঃ যুক্তরাষ্ট্রে।

প্রশ্ন: বাংলাদেশ কোন দেশে সবচেয়ে বেশি পণ্য রপ্তানি করে?

উঃ যুক্তরাষ্ট্রে।

প্রশ্ন: বাংলাদেশ কোন দেশে থেকে সবচেয়ে বেশি পণ্য আমদানি করে?

উঃ চীন।

প্রশ্ন: কোন দেশের সাথে বাংলাদেশের সবচেয়ে বেশি বাণিজ্যিক ঘাটতি রয়েছে?

উঃ চীন। (দ্বিতীয়- ভারত)

প্রশ্ন: বাংলাদেশ কোন দেশ থেকে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করে?

উঃ যুক্তরাষ্ট্র।

প্রশ্ন: বাংলাদেশ কোন দেশ থেকে সবচেয়ে বেশি রেমিটেন্স আয় করে?

উঃ সৌদি আরব।

প্রশ্ন: বাংলাদেশ বর্তমানে কোন দেশে সবচেয়ে বেশি জনশক্তি রপ্তানি করে?

উঃ সৌদি আরব
(পূর্বে ছিল- ওমানে) ।

প্রশ্নঃ বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের সবচেয়ে বড় বাজার কোন দেশ?

উঃ যুক্তরাষ্ট্র।

প্রশ্ন: বাংলাদেশের তৈরি পাট শিল্পের সবচেয়ে বড় বাজার কোন দেশ?

উঃ তুরস্ক।

প্রশ্ন: যুক্তরাষ্ট্রভিত্তিক বাংলাদেশ থেকে তৈরি পােশাক আমদানিকারদের (গার্মেন্টস ব্র্যান্ডগুলাের) সংগঠনের নাম কী?

উঃ অ্যালায়েন্স (পুরাে নাম হলো: Alliance for Bangladesh Workers Safety)

প্রশ্ন: ইউরোপিয়ান ইউনিয়নভিত্তিক বাংলাদেশ থেকে তৈরি পােশাক আমদানিকারদের (গার্মেন্টস ব্র্যান্ডগুলাের) সংগঠনের নাম কী?

উঃ আকর্ড (পুরাে নাম হলাে: Accord on Fire and Building Safety in Bangladesh)

প্রশ্ন: বাংলাদেশের রপ্তানি বাণিজ্য প্রসারে নিয়ােজিত কোন সংস্থা?

উঃ রপ্তানি উন্নয়ন ব্যুরো।

প্রশ্ন: কোন দেশের সাথে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক আছে কিন্তু কূটনৈতিকসম্পর্ক নেই?

উঃ তাইওয়ান।

প্রশ্ন: কোন দেশের সাথে বাংলাদেশের বাণিজ্যক এবং কূটনৈতিক কোনাে সম্পর্কই নেই?

উঃ ইসরাইল।

প্রশ্ন: বাংলাদেশে বৈদেশিক সাহায্যে শীর্ষ কে?

উঃ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) ।

প্রশ্ন: বাংলাদেশে বৈদেশিক সাহায্যে শীর্ষ দেশ কোনটি?

উঃ জাপান।

প্রশ্নঃ বাংলাদেশে ঋণদাতা দেশের মধ্যে শীর্ষ দেশ কোনটি?

উঃ জাপান।

প্রশ্ন: বাংলাদেশের জন্য সর্ববৃহৎ দ্বিপাক্ষিক দাতা দেশ কোনটি?

উ জাপান।

প্রশ্ন: বাংলাদেশে বিনিয়ােগকারী দেশগুলাের মধ্যে শীর্ষ দেশ কোনটি?

উঃ যুক্তরাষ্ট্র ইউএস ট্রে শাে-২০২০’ এর উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পমন্ত্রী এই কথা জানান। তিনি আরাে বলেন, বর্তমানে যুক্তরাষ্ট্রের ৫২তম বৃহৎ বাণিজ্যিক অংশীদার হলাে বাংলাদেশ। +
সূত্র: দৈনিক যুগান্তর: দৈনিক ভােরের কাগজ দৈনিক বণিক বার্তা; ২৮ ফেব্রুয়ারি, ২০২০)

প্রশ্ন: জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা (আঙ্কটাড)-এর ২০২০ সালের বিশ্ব বিনিয়ােগ রিপাের্ট অনুযায়ী, ২০১৯ সালে বাংলাদেশে বিদেশি বিনিয়ােগে শীর্ষদেশ কোনটি?

উঃ চীন। (দ্বিতীয় যুক্তরাজ্য)

প্রশ্ন: জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা (আঙ্কটাড)-এর ২০২০ সালের বিশ্ব বিনিয়ােগ রিপাের্ট অনুযায়ী, ২০১৯ সালে বাংলাদেশে সরাসরি বিদেশি বিনিয়ােগে (FDR) শীর্ষ দেশ কোনটি?

উঃ চীন। (দ্বিতীয়- যুক্তরাজ্য)

প্রশ্ন: জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা (আঙ্কটাড)-এর ২০২০ সালের বিশ্ব বিনিয়ােগ রিপাের্ট অনুযায়ী, ২০১৯ সালে বাংলাদেশের কোন খাতে সবচেয়ে বেশি বিদেশি বিনিয়ােগ হয়েছে?

উঃ পােশাক খাতে। (দ্বিতীয়- বিদ্যুৎ খাত)

প্রশ্ন: জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা (আঙ্কটাড)-এর ২০২০ সালের বিশ্ব বিনিয়ােগ রিপাের্ট অনুযায়ী, ২০১৯ সালে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের পরিমাণ কত?

উঃ ১.৫৯ বিলিয়ন মার্কিন ডলার বা ১৫৯ কোটি ৭০ লাখ মার্কিন ডলার।

প্রশ্ন: বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (BIDA) যাত্রা শুরু করে কবে?

উঃ ২০১৬ সালে।

প্রশ্ন: বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (BIDA) কোন মন্ত্রণালয়ের অধীনে?

উঃ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে।

প্রশ্ন: এনজিও বিষয়ক ব্যুরাে বর্তমানে কোন মন্ত্রণালয়ের অধীনে?

উঃ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে।

প্রশ্ন: বাংলাদেশ উন্নয়ন ফোরাম’-এর প্রতিষ্ঠাকালীন
নাম কী?

উঃ বাংলাদেশ এইড গ্রুপ

প্রশ্ন: বাংলাদেশ উন্নয়ন ফোরাম’-এর প্রধান সমন্বয়কারী সংস্থা কোনটি?

উঃ বিশ্বব্যাংক।

প্রশ্ন: উপমহাদেশে প্রথম ব্যাংকিং ব্যবস্থা চালু হয় কখন?

উ মােঘল আমলে।

প্রশ্ন: বাংলাদেশে বর্তমানে তফসিলি ব্যাংক কতটি?

উঃ ৬১ টি।

প্রশ্ন: বাংলাদেশের সর্বশেষ ও ৬১তম তফসিলিভূক্ত কোনটি?

উঃ সিটিজেনস ব্যাংক পিএলসি।

প্রশ্ন: বাংলাদেশে বর্তমানে সরকারি বাণিজ্যিক ব্যাংক কতটি?

উঃ ৬ টি।

প্রশ্ন: বাংলাদেশের বর্তমানে সরকারি বাণিজ্যিক ব্যাংকগুলাে কী কী?

উঃ সােনালী ব্যাংক লিমিটেড,
রুপালী ব্যাংক লিমিটেড,
জনতা ব্যাংক লিমিটেড,
অগ্রণী ব্যাংক লিমিটেড,
বেসিক ব্যাংক লিমিটেড ও
বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড।

প্রশ্ন: বাংলাদেশে বর্তমানে সরকারি বিশেষায়িত তফসিলি ব্যাংক কতটি

উঃ ৩ টি।

প্রশ্ন: বাংলাদেশে বর্তমানে সরকারি বিশেষায়িত তফসিল ব্যাংকগুলাে কী কী?

উঃ বাংলাদেশ কৃষি ব্যাংক ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ও প্রবাসী

প্রশ্ন: বাংলাদেশে বর্তমানে সরকারি বিশেষায়িত তফসিলি বহির্ভূত (অ-কল্যাণ ব্যাংক তফসিলি) ব্যাংক কতটি?

উঃ ৪ টি।

প্রশ্ন: বাংলাদেশে বর্তমানে সরকারি বিশেষায়িত তফসিলি বহির্ভূত (অ তফসিলি) ব্যাংকগুলাে কী কী?

উঃ বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেড,
আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক,
কর্মসংস্থান ব্যাংক,
পল্লী সঞ্চয় ব্যাংক।

প্রশ্ন: বাংলাদেশের বৃহত্তম সরকারি বাণিজ্যিক ব্যাংক কোনটি?

উঃ সােনালী ব্যাংক লিমিটেড।

প্রশ্ন: বাংলাদেশের কোন ব্যাংকটি সরকারি ও বেসরকারি মালিকানাভুক্ত?

উঃ রূপালী ব্যাংক লিমিটেড।

প্রশ্ন: বাংলাদেশের প্রথম প্রাইভেট ব্যাংক কোনটি?

উঃ আরব-বাংলাদেশ ব্যাংক লিমিটেড
(এবি ব্যাংক লিমিটেড)।

প্রশ্ন: বাংলাদেশের বৃহত্তম প্রাইভেট ব্যাংক কোনটি?

উঃ পূবালী ব্যাংক লিমিটেড।

প্রশ্ন: প্রথম বাঙালি মালিকানাধীন ব্যাংক কোনটি?

উঃ পূবালী ব্যাংক লিমিটেড।

প্রশ্ন: বাংলাদেশে কোন ব্যাংক বিনা জামানতে ঋণ প্রদান করে?

উঃ গ্রামীণ ব্যাংক।

প্রশ্ন: বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ কত সদস্যের সমন্বয়ে গঠিত?

উঃ ৯ সদস্যের।

প্রশ্ন: বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মেয়াদ কত বছর?

উঃ ৪ বছর। (এটা কোনাে সাংবিধানিক পদ নয়)

প্রশ্ন: বাংলাদেশে মুদ্রানীতি পরিচালনার দায়িত্ব কার?

উঃ বাংলাদেশ ব্যাংকের।

প্রশ্ন: বাংলাদেশে কোন ব্যাংক প্রথম মােবাইল ব্যাংকিং চালু করে?

উঃ ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড।

প্রশ্ন: বাংলাদেশে কোন ব্যাংক বাংলায় প্রথম মােবাইল ব্যাংকিং চালু করে?

উঃ আইএফআইসি ব্যাংক লিমিটেড।

প্রশ্ন: বাংলাদেশে প্রথম কত সালে মােবাইল ব্যাংকিং চালু করে?

উঃ ২০১১ সালে।

প্রশ্ন: বাংলাদেশে প্রথম কোন ব্যাংক ইলেকট্রনিক ব্যাংকিং (ই-ব্যাংকিং) চালু করে?

উঃ ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড । (২০০৩ সালে)

প্রশ্ন: বাংলাদেশে কোন ব্যাংক প্রথম এজেন্ট ব্যাংকিং চালু করে?

উঃ ব্যাংক এশিয়া লিমিটেড।

প্রশ্ন: বাংলাদেশে প্রথম কত সালে এজেন্ট ব্যাংকিং চালু করে?

উঃ ২০১৪ সালে।
(বিশ্বে প্রথম এজেন্ট ব্যাংকিং চালু হয় ব্রাজিলে; ২০০০ সালে)

প্রশ্ন: বাংলাদেশে প্রথম কোন ব্যাংক এটিএম কার্ড চালু করে?

উঃ স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক

প্রশ্ন: বাংলাদেশে রাষ্ট্রায়ত্ত বীমা প্রতিষ্ঠান কয়টি ও কী কী?

উঃ ২ টি। জীবন বীমা কর্পোরেশন ও সাধারণ বীমা কর্পোরেশন।

প্রশ্ন: বাংলাদেশ প্রথম কোন দেশের সাথে সমুদ্রসীমা লাভ করে?

উঃ মিয়ানমারের সাথে।

প্রশ্ন: বাংলাদেশ মিয়ানমারের সাথে সমুদ্রসীমা লাভ করে কবে?

উঃ ২০১২ সালের ১৪ মার্চ।

প্রশ্ন: বাংলাদেশ-মিয়ানমারের সমুদ্রসীমা বিরােধ নিষ্পত্তি হয় কোথায়?

উঃ জার্মানির হামবুর্গে অবস্থিত সমুদ্র আইন বিষয়ক আন্তর্জাতিক ট্রাইব্যুনালে। অর্থাৎ, International Tribunal for the Law of the Seal)

প্রশ্ন: বাংলাদেশ মিয়ানমারের সাথে কতটুকু সমুদ্রসীমা লাভ করে কবে?

উঃ বিরোধপূর্ণ ৮০ হাজার বর্গ কিলােমিটারের মধ্যে বাংলাদেশ ৭০ হাজার বর্গ কিলােমিটার লাভ করে। এছাড়াও মহীসােপান থেকে ১ লাখ ১১ হাজার বর্গ কিলােমিটার অঞ্চল লাভ করে।

প্রশ্ন: বাংলাদেশ ভারতের সাথে সমুদ্রসীমা লাভ করে কবে?

উঃ ২০১৪ সালের ৭ জুলাই।

প্রশ্ন: বাংলাদেশ-ভারতের সমুদ্রসীমা বিরােধ নিষ্পত্তি হয় কোথায়?

উঃ নেদারলান্ডের হেগে অবস্থিত আন্তর্জাতিক স্থায়ী সালিশি আদালতে।(Permanent Court of Arbitration)

প্রশ্ন: বাংলাদেশ ভারতের সাথে কতটুকু সমুদ্রসীমা লাভ করে?

উঃ ২৫ হাজার ৬০২ বর্গ কিলােমিটার বিরােধপূর্ণ অঞ্চলের মধ্যে বাংলাদেশ পায় ১৯, ৪৬৭ বর্গ কিলােমিটার।

নোট-মোস্তাফিজার মোস্তাক

Check Also

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংক্ষিপ্ত জীবনী

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংক্ষিপ্ত জীবনী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী থেকে কেবল পরীক্ষায় আসার …