বাংলাদেশের শিল্প ও সংস্কৃতি

বাংলাদেশের শিল্প ও সংস্কৃতি

প্রশ্ন: বাংলা সনের/বাংলা নববর্ষের প্রবর্তন করেন কে?

উঃ মোঘল সম্রাট আকবর।

প্রশ্ন: কোন সালে বাংলা সন/বাংলা নববর্ষের প্রবর্তন করা হয়?

উঃ ১৫৮৪ খ্রিস্টাব্দে।
(তবে ১৫৫৬ খিস্টাব্দকে ভিত্তি বছর ধরে বাংলা সাল গণনা শুরু হয়। কারণ ১৫৫৬ খ্রিস্টাব্দে সম্রাট আকবর দিল্লির সিংহাসনে বসেন।) (সূত্র: বাংলাপিডিয়া)

প্রশ্ন: গম্ভীরা গানের উৎপত্তি কোথায়?

উঃ ভারতের মালদহ জেলার হিন্দু সমাজে।

প্রশ্ন: গম্ভীরা বাংলাদেশের কোন অঞ্চলের গান?

উঃ চাঁপাইনবাবগঞ্জ।

প্রশ্ন: ‘চটকা’ বাংলাদেশের কোন অঞ্চলের গান?

উঃ রংপুর অঞ্চলের।

প্রশ্ন: ভাওয়াইয়া বাংলাদেশের কোন অঞ্চলের গান?

উঃ রংপুর অঞ্চলের।

প্রশ্ন: ভাটিয়ালি বাংলাদেশের কোন অঞ্চলের গান?

উঃ ময়মনসিংহ।

প্রশ্ন: ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের ঐতিহ্যবাহী নৃত্য গীতের নাম কী?

উঃ জারি।

প্রশ্ন: বিখ্যাত মণিপুরী নৃত্য বাংলাদেশের কোন অঞ্চলের?

উঃ সিলেট অঞ্চলের।

প্রশ্ন: বিখ্যাত বাস নৃত্য বাংলাদেশের কোন অঞ্চলের?

উঃ সিলেট অঞ্চলের মণিপুরী উপজাতির।

প্রশ্ন: বিখ্যাত ‘বল নৃত্য বাংলাদেশের কোন অঞ্চলের?

উঃ যশাের অঞ্চলের।

প্রশ্ন: ফরিদপুর ও খুলনা অঞ্চলের বিখ্যাত নৃত্যের নাম কী

উঃ ধূপ নৃত্য।

প্রশ্নঃ ‘পালা গান প্রধানত কোন অঞ্চলের?

উঃ ময়মনসিংহ।

প্রশ্ন: ঝুমুর বাংলাদেশের কোন অঞ্চলের নাচ হিসেবে স্বীকৃত?

উঃ রংপুর ও রাজশাহী অঞ্চলের।

প্রশ্ন: “ঘাটুগান বাংলাদেশের কোন অঞ্চলের?

উঃ ময়মনসিংহ ও সিলেট জেলার ভাটি অঞ্চলের বিখ্যাত লােকগীতি।

প্রশ্ন: নৌকাবাইচ প্রতিযােগিতায় কোন গান পরিবেশন করা হয়?

উঃ সারি গান।

প্রশ্ন: আমার ভাইয়ের রক্তে রাঙানাে’ গানটির গীতিকার কে?

উঃ আবদুল গফফার চৌধুরী।

প্রশ্ন: আমার ভাইয়ের রক্তে রাঙানাে’ গানটির প্রথম সুরকার কে?

উঃ আবদুল লতিফ।

প্রশ্ন: “আমার ভাইয়ের রক্তে রাঙানাে’ গানটির বর্তমান সুরকার কে?

উঃ আলতাফ মাহমুদ।

প্রশ্ন: ‘মােরা একটি ফুলকে বাঁচাবাে বলে যুদ্ধ করি গানটির গীতিকার কে?

উঃ গােবিন্দ হাওলাদার।

প্রশ্ন: ‘মােরা একটি ফুলকে বাঁচাবাে বলে যুদ্ধ করি গানটির সুরকার ও শিল্পী কে?

উঃ আপেল মাহমুদ।

প্রশ্ন: ‘এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা গানটির গীতিকার ও সুরকার কে?

উঃ গীতিকার – গােবিন্দ হালদার এবং সুরকার- আপেল মাহমুদ।

প্রশ্ন: জয় বাংলা, বাংলার জয়’ গানটির গীতিকার ও সুরকার কে?

উঃ গীতিকার- গাজী মাজহারুল আনোয়ার এবং সুরকার- আনােয়ার পারডেজ।

প্রশ্ন: ‘সালাম সালাম হাজার সালাম’ গানটির গীতিকার ও সুরকার কে?

উঃ গীতিকার- ফজলে খােদা এবং সুরকার- আবদুল জাব্বার।

প্রশ্ন: “সব কটি জানালা খুলে দাও না গানটির গীতিকার ও সুরকার কে?

উঃ গীতিকার- নজরুল ইসলাম বাবু এবং সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল।

প্রশ্ন: ‘ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়’ গানটির গীতিকার ও সুরকার কে?

উঃ গানটির গীতিকার ও সুরকার হলেন আবদুল লতিফ।

প্রশ্ন: ভাষা আন্দোলনের ওপর আঁকা প্রথম ছবি ‘রক্তাক্ত ২১ -এর চিত্রশিল্পী কে?

উঃ মুর্তজা বশীর।

প্রশ্ন: দুর্ভিক্ষের উপর ম্যাডােনা-৪৩’ ছবিটি কে একেঁছেন?

উঃ শিল্পাচার্য জয়নুল আবেদীন।

প্রশ্ন: প্রখ্যাত ‘তিন কন্যা’ ছবিটি কে একেঁছেন?

উঃ কামরুল হাসান।

প্রশ্ন : এই জানােয়াদের হত্যা করতে হবে’ কার বিখ্যাত চিত্রকর্ম?

উঃ কামরুল হাসান।

প্রশ্ন : ‘হত্যাযজ্ঞ’ ও “চরদখল’ কার বিখ্যাত চিত্রকর্ম?

উঃ এস.এম. সুলতান।

প্রশ্ন: বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সঙ্গীতজ্ঞ কে ছিলেন?

উঃ ওস্তাদ আয়াত আলী খান।

প্রশ্ন: বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন নৃত্যশিল্পী কে ছিলেন?

উঃ বুলবুল চৌধুরী।

প্রশ্ন: বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পল্লীগীতি শিল্পী কে ছিলেন?

উ্য আব্বাসউদ্দিন ও আব্দুল আলীম।

প্রশ্ন: বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন যাদুকর কে?

উঃ জুয়েল আইচ।

প্রশ্ন: বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্থপতি কে?

উঃ এফ. আর. খান।

প্রশ্ন: বাংলাদেশের বিখ্যাত ভাস্কর কে?

উঃ শামীম সিকদার।

প্রশ্ন: বাংলাদেশের শ্রেষ্ঠ কাঠখােদাই শিল্পী কে?

উঃ অলক রায়।

প্রশ্ন: বাংলাদেশের শ্রেষ্ঠ কাটুনিস্ট কে?

উঃ রফিকুন্নবী।

প্রশ্ন: বাংলাদেশের সুর সম্রাট কাকে বলে?

উঃ ওস্তাদ আলাউদ্দিন খাঁ।

প্রশ্ন: বাংলাদেশের ‘বাউল সম্রাট’ কাকে বলা হয়?

উঃ লালন ফকির।

প্রশ্ন: বাংলা মুদ্রাক্ষরের জনক কে?

উঃ চার্লস উইলকিনস্।

প্রশ্ন: সর্বপ্রথম চলচ্চিত্র কে, কখন নির্মাণ করেন?

উঃ লুমিয়ার ব্রাদার (যুক্তরাষ্ট্র), ১৮৯৫ সালে।

প্রশ্ন: উপমহাদেশের চলচ্চিত্রের জনক কে?

উঃ হীরালাল সেন।

প্রশ্ন: বাংলাদেশের চলচ্চিত্রের জনক কে?

উঃ আবদুল জব্বার খান।

প্রশ্ন: উপমহাদেশের প্রথম ও বাংলায় সবাক চলচ্চিত্র কোনটি?

উঃ জামাই ষষ্ঠী।

প্রশ্ন: উপমহাদেশের প্রথম নির্বাক চলচ্চিত্রের নাম কী?

উ আলী বাবা ও চল্লিশ চোর ।

প্রশ্ন: বাংলাদেশের প্রথম চলচ্চিত্র কোনটি?

উঃ মুখ ও মুখোশ; ১৯৫৬ সালে।

প্রশ্ন: মুখ ও মুখোশ চলচ্চিত্রের পরিচালক কে ছিলেন?

উঃ আবদুল জব্বার খান।

প্রশ্ন: অস্কার পুরস্কার প্রাপ্ত একমাত্র বাংলা চলচ্চিত্র কোনটি?

উঃ পথের পাঁচালী, ১৯৯১ সালে।

প্রশ্ন: “পথের পাঁচালী চলচ্চিত্রটির পরিচালক কে ছিলেন?

উঃ সত্যজিৎ রায় (আর ‘পথের পাঁচালী উপন্যাসটির লেখক হলেন- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)।

প্রশ্ন: “পথের পাঁচালী চলচ্চিত্রটি প্রথম প্রদর্শিত হয় কখন?

উঃ ১৯৫৫ সালে।

প্রশ্ন: বাংলাদেশের শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক কে?

উঃ জহির রায়হান।

প্রশ্ন: জহির রায়হান পরিচালিত প্রথম চলচ্চিত্র কোনটি?

উঃ কখনাে আসেনি।

প্রশ্ন: বাংলাদেশের প্রথম প্রামাণ্য চিত্রের নাম কী?

উঃ ‘স্টপ জেনােসাইড।

প্রশ্ন: “চিত্রা নদীর পাড়ে’ ও ‘লালসালু চলচ্চিত্রের নির্মাতা কে?

উঃ তানভীর মােকাম্মেল।

প্রশ্ন: “মুক্তির গান’, ‘অগ্রযাত্রা ও মাটির ময়না’ চলচ্চিত্রের নির্মাতা কে?

উঃ তারেক মাসুদ।

প্রশ্ন: “চাকা ও ‘আগামী’ এর নির্মাতা

উঃ মােরশেদুল ইসলাম।

প্রশ্ন: পদ্মা নদীর মাঝি’ চলচ্চিত্রটির নির্মাতা কে?

উঃ গৌতম ঘােষ ।

প্রশ্ন: ‘লিবারেশন ফাইটার্স চলচ্চিত্রটির পরিচালক কে?

উঃ আলমগীর কবির।

প্রশ্ন: বাংলা সিনেমার কোন অভিনেত্রী ডক্টরেট ডিগ্রি লাভ করেছেন?

উঃ ববিতা।

প্রশ্ন: বাংলা সিনেমার প্রথম অভিনেত্রী কে?

উঃ পূর্ণিমা সেনগুপ্তা।

প্রশ্ন: বাংলা সিনেমার প্রথম মুসলিম অভিনেত্রী কে?

উঃ বনানী চৌধুরী।

প্রশ্ন: এফডিসি কবে প্রতিষ্ঠিত হয়?

উঃ ১৯৫৮ সালে।

প্রশ্ন : বাংলাদেশে প্রথম টেলিভিশন চালু হয় কবে?

উঃ ১৯৬৪ সালে।

প্রশ্ন : বাংলাদেশে প্রথম রঙিন টেলিভিশন চালু হয় কবে?

উ: ১৯৮০ সালের ১ ডিসেম্বর।

প্রশ্ন: বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার/পদক এর নাম কী?

উঃ স্বাধীনতা দিবস পুরস্কার বা স্বাধীনতা পুরস্কার। (আর: বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদানের জন্য রাষ্ট্রীয় পুরস্কার/পদক এর নাম- বীরশ্রেষ্ঠ)

প্রশ্ন: বাংলাদেশের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার/পদক এর নাম কী?

উঃ বাংলা একাডেমি পুরস্কার।

নোট মোস্তাফিজার মোস্তাক

Check Also

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংক্ষিপ্ত জীবনী

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংক্ষিপ্ত জীবনী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী থেকে কেবল পরীক্ষায় আসার …