বাংলাদেশের ভূ-প্রকৃতি

বাংলাদেশের ভূ-প্রকৃতি

প্রশ্ন: বাংলাদেশের ভূ-প্রকৃতি কীরূপ?

উঃ বাংলাদেশ পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ এবং সীমিত উচ্চভূমি ছাড়া সমগ্র দেশ এক বিস্তীর্ণ বৈচিত্র্যহীন সমভূমি।

প্রশ্ন: ভূ-প্রকৃতি অনুসারে বাংলাদেশকে কয়ভাগে বিভক্ত করা হয়েছে?

উঃ ৩ ভাগে।

প্রশ্ন: ভূ-প্রকৃতি অনুসারে বাংলাদেশকে কী কী ভাগে বিভক্ত করা হয়েছে?

উঃ
১। টারশিয়ারি যুগের পাহাড়সমূহ

২। প্লাইসটোসিনকালের সােপানসমূহ

৩। সাম্প্রতিককালের প্লাবন সমভূমি

প্রশ্ন: টারশিয়ারি যুগের পাহাড়সমূহ বাংলাদেশের কোন কোন অঞ্চল নিয়ে গঠিত?

উঃ দক্ষিণ-পূর্ব, উত্তর ও উত্তর-পূর্বাঞ্চল নিয়ে গঠিত।

প্রশ্ন: প্লাইসটোসিনকালের সােপানসমূহ বাংলাদেশের কোন কোন অঞ্চল নিয়ে গঠিত?

উঃ বরেন্দ্র অঞ্চল, মধুপুর ও ভাওয়ালের এবং কুমিল্লা জেলার লালমাই পাহাড় অঞ্চল নিয়ে সােপানসমূহ গঠিত। সােপানসমূহ নিয়ে গঠিত অঞ্চলকে সােপান অঞ্চলও বলা হয়।

প্রশ্ন: বাংলাদেশের কোন কোন অঞ্চল নিয়ে সাম্প্রতিককালের প্লাবন সমভূমি অঞ্চল গঠিত?

উঃ টারশিয়ারি যুগের পাহাড়সমূহ ও প্লাইসটোসিনকালের সােপানসমূহ ছাড়া সমগ্র বাংলাদেশের নদীবিধৌত বিস্তীর্ণ সমভূমি নিয়ে প্লাবন সমভূমি অঞ্চল গঠিত। নদীর পাল দ্বারা গঠিত হয়েছে বলে একে পলুল সমভূমিও বলা হয়।

প্রশ্ন: বাংলাদেশের পাহাড়শ্রেণির ভূমিরূপ কোন ভূতাত্ত্বিক যুগের?

উঃ টারশিয়ারি যুগের ।

প্রশ্ন: পাবর্ত্য চট্টগ্রামের পাহাড়শ্রেণির উৎপত্তি হয়েছে কোন যুগে?

উঃ টারশিয়ারি যুগের ।

প্রশ্ন: বাংলাদেশের কোন ভূমিরূপ সবচেয়ে প্রাচীন?

উঃ পাহাড়ি ভূমি।

প্রশ্ন: বাংলাদেশের কোন ভূমিরূপ সবচেয়ে আধুনিক?

উঃ প্লাবন সমভূমি।

প্রশ্ন: বরেন্দ্র অঞ্চল কোন ভূতাত্ত্বিক যুগেগঠিত?

উঃ প্লাইসটোসিনকালে ।

প্রশ্ন: বাংলাদেশের কোন অঞ্চল নিয়ে বরেন্দ্র অঞ্চল গঠিত?

উঃ বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চল নিয়ে গঠিত।

প্রশ্ন: বাংলাদেশের বর্তমান কোন জেলা বরেন্দ্র অঞ্চলে পড়েছে?

উঃ বৃহত্তর রাজশাহী অঞ্চল।

প্রশ্ন: বরেন্দ্র অঞ্চলের আয়তন কত?

উঃ প্রায় ৯৩২০ বর্গ কিমি।

প্রশ্ন: বাংলাদেশের কোন অঞ্চলের পরিবেশ বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন ও সেচের (FCDI) কারণে খুব বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে?

উঃ বরেন্দ্র অঞ্চল।

প্রশ্ন: মধুপুর ও ভাওয়ালের গড় কোন ভূতাত্ত্বিক যুগে গঠিত?

উঃ প্রাইসটোসিনকালে ।

প্রশ্ন: মধুপুর ও ভাওয়ালের গড় কোথায় অবস্থিত?

উঃ গাজীপুর, টাঙ্গাইল এবং ময়মনসিংহ জেলায়।

প্রশ্ন: মধুপুর ও ভাওয়াল গড় এর আয়তন কত?

উঃ প্রায় ৪, ১০৩ বর্গ কিমি।

প্রশ্ন: বাংলাদেশের কোন বনভূমি শালবৃক্ষের জন্য বিখ্যাত?

উঃ মধুপুর ও ভাওয়ালের বনভূমি।

প্রশ্ন: লালমাই পাহাড় কোন ভূতাত্ত্বিক যুগে গঠিত?

উঃ প্রাইসটোসিনকালে ।

প্রশ্ন: লালমাই পাহাড় কোথায় অবস্থিত?

উঃ কুমিল্লা জেলায়।

প্রশ্ন: লালমাই পাহাড়ের আয়তন এবং গড় উচ্চতা কত?

উঃ আয়তন ৩৪ বর্গ কিমি এবং গড় উচ্চতা ২১ মিটার।

প্রশ্ন: বাংলাদেশের প্লাবন/পলল সমভূমি এলাকার আয়তন কত?

উঃ প্রায় ১,২৪,২৬৬ বর্গ কিমি।

প্রশ্ন: বাংলাদেশের কোন জেলায় নিচু ভূমির পরিমাণ সবচেয়ে বেশি?

উঃ কিশােরগঞ্জ জেলায়।

প্রশ্ন: বাংলাদেশের কোন জেলায় হাওরের পরিমাণ সবচেয়ে বেশি?

উঃ সুনামগঞ্জ জেলায়।

প্রশ্ন: বাংলাদেশের সমভূমি কোন দিকে ক্রমনিম্ন বা ক্রমান্বয়ে ঢালু?

উঃ উত্তর অংশ থেকে উপকূলের দিকে ক্রমনিম্ন।

প্রশ্ন: বাংলাদেশের কোন জেলা সমুদ্র সমতল থেকে উচ্চতা সবচেয়ে বেশি?

উঃ দিনাজপুর জেলা।

প্রশ্ন: সমুদ্র সমতল থেকে দিনাজপুরের উচ্চতা কত?

উঃ ৩৭.৫০ মিটার।

প্রশ্ন: বাংলাদেশের কোথায় কোথায় পর্বত আছে?

উঃ পার্বত্য চট্টগ্রাম অর্থাৎ খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান, কক্সবাজার ও চট্টগ্রাম; সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ; ময়মনসিংহ ও নেত্রকোণা জেলায়।

প্রশ্ন: বাংলাদেশের সর্ব দক্ষিণে কোন দ্বীপ অবস্থিত?

উঃ ছেঁড়াদ্বীপ। (অপশনে ছেঁড়াদ্বীপ না থাকলে উত্তর হবে সেন্টমার্টিন দ্বীপ)

প্রশ্ন: বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কোনটি?

উঃ সেন্টমার্টিন।

প্রশ্ন: দক্ষিণ তালপট্টি দ্বীপের ভারতীয় নাম কি?

উঃ পূর্বাশা বা নিউমুর দ্বীপ।

প্রশ্ন: দহগ্রাম-আঙ্গরপােতা সীমান্ত কোথায়?

উঃ লালমনিরহাট জেলার পাটগ্রাম থানায়।

প্রশ্ন: ভারতের ভিতর বাংলাদেশের কতটি ছিটমহল ছিল?

উঃ ৫১ টি ।

প্রশ্ন: বাংলাদেশের ছিটমহলগুলাে বেশিরভাগ ভারতের কোন জেলার অন্তর্গত ছিল?

উঃ পশ্চিমবঙ্গের কুচবিহার জেলায়।

প্রশ্ন: বাংলাদেশের ভেতরে ভারতের কতটি ছিটমহল ছিল?

উঃ ১১১টি।

প্রশ্ন: বাংলাদেশের কোন জেলায় ভারতের সবচেয়ে বেশি ছিটমহল ছিল?

উঃ লালমনিরহাট জেলায়।

প্রশ্ন: তিনবিঘা করিডােরের বিনিময়ে বাংলাদেশ ভারতকে কোন ছিটমহল হস্তান্তর করে?

উঃ বেরুবাড়ি।

প্রশ্ন: তিনবিঘা করিডোের কোন নদীর তীরে অবস্থিত?

উঃ তিস্তা নদীর তীরে।

প্রশ্ন: কোন সালে তিনবিঘা করিডাের ভারত খুলে দেয়?

উঃ ১৯৯২ সালে।

প্রশ্ন: বাংলাদেশের সর্ব দক্ষিণে অবস্থিত জেলা কোনটি?

উঃ কক্সবাজার।

প্রশ্ন: বাংলাদেশের সর্ব উত্তরে অবস্থিত জেলা কোনটি?

উঃ পঞ্চগড়।

প্রশ্ন: বাংলাদেশের সর্ব পশ্চিমে জেলা কোনটি?

উঃ চাঁপাইনবাবগঞ্জ।

প্রশ্ন: বাংলাদেশের সর্ব পূর্বের জেলা কোনটি?

উঃ বান্দরবান।

প্রশ্ন: বাংলাদেশের সর্ব দক্ষিণে অবস্থিত উপজেলা কোনটি?

উঃ টেকনাফ।

প্রশ্ন: বাংলাদেশের সর্ব উত্তরে অবস্থিত উপজেলা কোনটি?

উঃ তেঁতুলিয়া।

প্রশ্ন: বাংলাদেশের সর্ব পশ্চিমে উপজেলা কোনটি?

উঃ শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ)

প্রশ্ন: বাংলাদেশের সর্ব পূর্বের উপজেলা কোনটি?

উঃ থানচি।

প্রশ্ন: দুবলার চর কোথায় অবস্থিত?

উঃ সুন্দরবনের দক্ষিণে অবস্থিত ।

প্রশ্ন: কোন জেলায় চর মানিক ও চর জব্বার অবস্থিত?

উঃ ভােলা জেলায়।

প্রশ্ন: চর কুকড়ি মুকড়ি ও চর নিউটন কোথায় অবস্থিত?

উঃ ভােলা জেলার চরফ্যাশনে।

প্রশ্ন: মুহুরীর চর কোথায় অবস্থিত?

উঃ ফেনী জেলায়।

প্রশ্ন: বাংলাদেশের বৃহত্তম বিলের নাম কী?

উঃ চলনবিল।

প্রশ্ন: চলনবিল কোথায় অবস্থিত?

উঃ পাবনা ও নাটোর জেলায়।

প্রশ্ন: তামাবিল কোথায় অবস্থিত?

উঃ সিলেট জেলায়।

প্রশ্ন: বাংলাদেশের সর্ববৃহৎ হাওর কোনটি?

উঃ হাকালুকি হাওর।

প্রশ্ন: হাকালুকি হাওর কোথায় অবস্থিত?

উঃ মৌলভীবাজার ও সিলেট জেলায়। (অপশনে ২টি জেলার নাম আলাদা আলাদা দেয়া থাকলে তখন উত্তর হবে-মৌলভীবাজার জেলা। কারণ এর অবস্থানের পরিমাণ মৌলভীবাজার জেলায় বেশি।)

প্রশ্ন: বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম হাওর কোনটি?

উঃ টাঙ্গুয়ার হাওর।

প্রশ্ন: টাঙ্গুয়ার হাওর কোথায় অবস্থিত?

উঃ সুনামগঞ্জ জেলায়।

প্রশ্ন: বাংলাদেশের বিখ্যাত জলপ্রপাত কোনটি?

উঃ মাধবকুণ্ড জলপ্রপাত।

প্রশ্ন: মাধবকুণ্ড জলপ্রপাত কোথায় অবস্থিত?

উঃ মৌলভীবাজার জেলার বড়লেখায়।

প্রশ্ন: ঢাকার প্রতিপাদ স্থান কোনটি?

উঃ চিলির নিকট প্রশান্ত মহাসাগরে।

প্রশ্ন: বাংলাদেশের দক্ষিণে ভারতের কোন প্রদেশ রয়েছে?

উঃ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ।

প্রশ্ন: অবস্থান অনুসারে বাংলাদেশের টারশিয়ারি যুগের পাহাড়সমূহকে কয় ভাগে ভাগ করা হয়েছে ?

উঃ দুই ভাগে।

নোট-মোস্তাফিজার মোস্তাক

Check Also

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংক্ষিপ্ত জীবনী

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংক্ষিপ্ত জীবনী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী থেকে কেবল পরীক্ষায় আসার …