বাংলাদেশের প্রথম

বাংলাদেশের প্রথম

প্রশ্ন: বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি?

উঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
(আর বাংলাদেশের দ্বিতীয় প্রধানমন্ত্রীও হলেন- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান)

প্রশ্ন: বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি?

উঃ সৈয়দ নজরুল ইসলাম।

প্রশ্ন: বাংলাদেশের প্রথম উপ-রাষ্ট্রপতি?

উঃ সৈয়দ নজরুল ইসলাম।

প্রশ্ন: বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী?

উঃ তাজউদ্দীন আহমদ।

প্রশ্ন: বাংলাদেশের প্রথম প্রতিরক্ষামন্ত্রী?

উঃ তাজউদ্দীন আহমদ।

প্রশ্ন: বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী?

উঃ খােন্দকার মােশতাক আহমদ।

প্রশ্ন: বাংলাদেশের প্রথম আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী?

উঃ খােন্দকার মােশতাক আহমদ।

প্রশ্ন: বাংলাদেশের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী?

উঃ এ.এইচ.এম. কামারুজ্জামান।

প্রশ্ন: বাংলাদেশের প্রথম ত্রাণ ও পুনর্বাসনমন্ত্রী?

উঃ এ.এইচ.এম. কামারুজ্জামান।

প্রশ্ন: বাংলাদেশের প্রথম অর্থমন্ত্রী?

উঃ ক্যাপ্টেন এম. মনসুর আলী।

প্রশ্ন: বাংলাদেশের প্রথম বাণিজ্যমন্ত্রী?

উঃ ক্যাপ্টেন এম. মনসুর আলী।

প্রশ্ন: বাংলাদেশের প্রথম মন্ত্রিপরিষদ সচিব?

উঃ এইচ.টি. ইমাম।

প্রশ্ন: বাংলাদেশের প্রথম মুখ্য সচিব?

উঃ রুহুল কুদুস।

( উপরিউক্ত যারা মুজিবনগর সরকারে এইসব পদে দায়িত্বপ্রাপ্ত ছিলেন, তারাই এসব পদের প্রথম ব্যক্তি। এইভাবে শিখলে একসাথেই উভয়টি শেখা হয়ে যাবে। তখন আর আলাদাভাবে প্রথম পদাধিকারীদের নাম মুখস্থ করতে হবে না)

প্রশ্ন: বাংলাদেশের গণপরিষদের প্রথম স্পিকার?

উঃ শাহ আব্দুল হামিদ।

প্রশ্ন: বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম স্পিকার?

উঃ মােহাম্মদ উল্লাহ।

প্রশ্ন: বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি?

উঃ এ.এস.এম. সায়েম।

প্রশ্ন: বাংলাদেশের প্রথম নির্বাচন কমিশনার?

উঃ বিচারপতি মােহাম্মদ ইদ্রিস।

প্রশ্ন: বাংলাদেশের প্রথম এটর্নি জেনারেল?

উঃ এম. এইচ. খােন্দকার।

প্রশ্ন: বাংলাদেশ প্রথম গভর্নর?

উঃ এ এন এম হামিদুল্লাহ।

প্রশ্ন: বাংলাদেশের প্রথম সেনাবাহিনীর প্রধান?

উঃ জেনারেল এম.এ.জি. ওসমানী।

প্রশ্ন: বাংলাদেশের প্রথম বিমানবাহিনীর প্রধান?

উঃ এ.কে. খন্দকার।

প্রশ্ন: বাংলাদেশের প্রথম ‘ডাকটিকেট এর ডিজাইনার কে ছিলেন?

উঃ বিমান মল্লিক
(মুজিবনগর সরকার কর্তৃক ১৯৭১ সালের ২৯ জুলাই বিভিন্ন মূল্যমানের ৮টি ডাকটিকেট প্রকাশিত হয়)

প্রশ্ন: বাংলাদেশে স্বাধীনতার পর প্রথম ডাকটিকেট’ এর ডিজাইনার কে ছিলেন?

উঃ বিপি চিতনিশ
(২০ পয়সা মূল্যমানের এই ডাকটিকেটটি ১৯৭২ সালের ২১ ফেব্রুয়ারি প্রথম প্রকাশ করা হয়। এতে কেন্দ্রীয় শহিদ মিনারের ছবি ছিল)

প্রশ্ন: বাংলাদেশে প্রতিষ্ঠিত প্রথম বিশ্ববিদ্যালয়?

উঃ ঢাকা বিশ্ববিদ্যালয়।

প্রশ্ন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস-চ্যান্সেলর (ভিসি)?

উঃ স্যার পি. জে. হাটর্স।

প্রশ্ন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপমহাদেশের প্রথম ভাইস-চ্যান্সেলর (ভিসি)?

উঃ স্যার এ.এফ. রহমান।

প্রশ্ন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম ভাইস-চ্যান্সেলর (ভিসি)?

উঃ স্যার এ.এফ. রহমান।

প্রশ্ন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি ভাইস চ্যান্সেলর (ভিসি)?

উঃ স্যার এ.এফ. রহমান।

প্রশ্ন: প্রথম ইংলিশ চ্যানেল অতিক্রমকারী বাঙালি?

উঃ ব্রজেন দাশ।

প্রশ্ন: প্রথম বাঙালি নােবেল বিজয়ী?

উঃ রবীন্দ্রনাথ ঠাকুর।

প্রশ্ন: ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচিত প্রথম মেয়র?

উঃ মােহাম্মদ হানিফ।

প্রশ্ন: প্রথম জাতীয় পতাকা উত্তোলনকারী?

উঃ আ. স. ম. আব্দুর রব।

প্রশ্ন: দুর্নীতি দমন কমিশনে প্রথম চেয়ারম্যান?

উঃ বিচারপতি সুলতান হােসেন।

প্রশ্ন: বাংলাদেশের জাতীয় ফুটবল দলের অধিনায়ক?

উঃ জাকারিয়া পিন্টু।

প্রশ্ন: বাংলাদেশের প্রথম এভারেস্ট বিজয়ী কে?

উঃ মুসা ইব্রাহিম (২৩ মে, ২০১০)।

প্রশ্ন: বাংলাদেশের প্রথম মহিলা এভারেস্ট বিজয়ী কে?

উঃ নিশাত মজুমদার (১৯ মে, ২০১২)।

প্রশ্ন: বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী?

উঃ বেগম খালেদা জিয়া।

প্রশ্ন: বাংলাদেশের প্রথম মহিলা বিরােধী দলীয় নেত্রী?

উঃ শেখ হাসিনা।

প্রশ্ন: বাংলাদেশের প্রথম মহিলা পররাষ্ট্রমন্ত্রী?

উঃ ডা. দীপু মনি।

প্রশ্ন: বাংলাদেশের প্রথম মহিলা শিক্ষামন্ত্রী?

উঃ ডা. দীপু মনি।

প্রশ্ন: বাংলাদেশের প্রথম মহিলা রাষ্ট্রদূত?

উঃ মাহমুদা হক চৌধুরী

প্রশ্ন: বাংলাদেশের প্রথম মহিলা বিচারপতি?

উঃ নাজমুন আরা সুলতানা।

প্রশ্ন: বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের প্রথম মহিলা চেয়ারম্যান?

উঃ ড. জিন্নাতুন্নেছা তাহমিদা বেগম।

প্রশ্ন: বাংলাদেশের প্রথম মহিলা জাতীয় অধ্যাপক?

উঃ ড. সুফিয়া আহমেদ

প্রশ্ন: প্রথম অভিনেত্রী?

উঃ পূর্ণিমা সেনগুপ্তা।

প্রশ্ন: প্রথম মুসলিম অভিনেত্রী?

উঃ বনানী চৌধুরী।

প্রশ্ন: বাংলাদেশ সংবিধান রচনা কমিটির প্রথম মহিলা সদস্য?

উঃ বেগম রাজিয়া বানু।

প্রশ্ন: জাতিসংঘে নিয়ােজিত বাংলাদেশের প্রথম মহিলা স্থায়ী প্রতিনিধি কে?

উঃ ইসমাত জাহান।

প্রশ্ন: বাংলাদেশ সেনাবাহিনীতে মেজর জেনারেল পদে নিয়ােগপ্রাপ্ত প্রথম নারী কে?

উঃ ড. সুসানে গীতি।

প্রশ্ন: বাংলাদেশের প্রথম বাণিজ্য জাহাজ?

উঃ বাংলার দূত।

প্রশ্ন: বাংলাদেশের প্রথম রণতরী ?

উঃ বি. এন. এস. পদ্মা।

প্রশ্ন: প্রথম বাংলা চলচ্চিত্র?

উঃ মুখ ও মুখােশ

প্রশ্ন: বাংলাদেশকে প্রথম স্বীকৃতি প্রদানকারী দেশ?

উঃ ভুটান।

প্রশ্ন: বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক কোনটি?

উঃ আরব বাংলাদেশ ব্যাংক (এবি ব্যাংক)।

প্রশ্ন: বাংলাদেশের প্রথম মডেল থানা কোনটি?

উঃ ভালুকা মডেল থানা, ময়মনসিংহ।

প্রশ্ন: বাংলাদেশকে প্রথম ইপিজেড স্থাপিত হয় কোথায়?

উঃ চট্টগ্রামে ।

প্রশ্ন: বাংলাদেশের প্রথম ভূ-উপগ্রহ কেন্দ্র কোনটি?

উঃ বেতবুনিয়া, রাঙ্গামাটি।

প্রশ্ন: বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ/ স্যাটেলাইট কোনটি?

উঃ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১।

প্রশ্ন: বাংলাদেশের প্রথম মােবাইল হাসপাতালের নাম কী?

উঃ জীবন তরী।

প্রশ্ন: বাংলাদেশের প্রথম ইলেক্ট্রনিক বুক (ই-বুক)’ কোনটি?

উঃ একুশে।

প্রশ্ন: বাংলাদেশের প্রথম শত্রুমুক্ত জেলা কোনটি?

উঃ যশাের।

প্রশ্ন: বাংলাদেশের প্রথম নিরক্ষরমুক্ত জেলা কোনটি?

উঃ মাগুরা।

প্রশ্ন: বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা কোনটি?

উঃ যশাের।

প্রশ্ন: বাংলাদেশের প্রথম ডিজিটাল দ্বীপ কোনটি?

উঃ মহেশখালী দ্বীপ।

প্রশ্ন: বাংলাদেশের প্রথম ওয়াই-ফাই নগরী কোনটি?

উঃ সিলেট।

প্রশ্ন: বাংলাদেশের প্রথম ডিজিটাল এক্সচেঞ্জ অবস্থিত কোথায়?

উঃ রংপুরে।

প্রশ্ন: বাংলাদেশের প্রথম ‘ফিশ ওয়ার্ল্ড একুরিয়াম’ অবস্থিত কোথায়?

উঃ কক্সবাজার।

প্রশ্ন: বাংলাদেশের প্রথম ‘পানি জাদুঘর অবস্থিত কোথায়?

উঃ পটুয়াখালী।

প্রশ্ন: বাংলাদেশের প্রথম ‘কৃষি জাদুঘর অবস্থিত কোথায়?

উঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ।

প্রশ্ন: বাংলাদেশের প্রথম ‘টাকার জাদুঘর অবস্থিত কোথায়?

উঃ ঢাকার মিরপুরে।

নোট মোস্তাফিজার মোস্তাক

Check Also

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংক্ষিপ্ত জীবনী

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংক্ষিপ্ত জীবনী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী থেকে কেবল পরীক্ষায় আসার …