বাংলাদেশের দ্বীপ, হাওর, ঝর্ণা

বাংলাদেশের দ্বীপ, হাওর, ঝর্ণা

প্রশ্ন: পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ কোনটি?

উঃ বাংলাদেশ ।

প্রশ্ন: বাংলাদেশের বৃহত্তম ব-দ্বীপ কোনটি?

উঃ সুন্দরবন।

প্রশ্ন: বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি?

উঃ ভােলা

প্রশ্ন: বাংলাদেশের সবচেয়ে ছােট দ্বীপ কোনটি?

উঃ ছেড়া দ্বীপ।

প্রশ্ন: বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা কোনটি?

উঃ ভােলা

প্রশ্ন: বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কোনটি?

উঃ সেন্টমার্টিন।

প্রশ্ন: বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি?

উঃ মহেশখালী।

প্রশ্ন: বাংলাদেশের কোন দ্বীপ বাতিঘরের জন্য বিখ্যাত?

উঃ কুতুবদিয়া দ্বীপ।

প্রশ্ন: সেন্টমার্টিন দ্বীপ কোন নদীর মােহনায় অবস্থিত?

উঃ নাফ নদীর।

প্রশ্ন: সেন্টমার্টিন দ্বীপের আয়তন কত?

উঃ ৮ বর্গ কিমি।

প্রশ্ন: সােনাদিয়া দ্বীপের আয়তন কত?

উঃ ৯ বর্গ কিমি।

প্রশ্ন: ছেঁড়া দ্বীপের আয়তন কত?

উঃ ৩ বর্গ কিমি।

প্রশ্ন: বাংলাদেশের প্রথম ডিজিটাল দ্বীপ কোনটি?

উঃ মহেশখালী দ্বীপ।

প্রশ্ন: বাংলাদেশের শীতল পানির ঝর্ণার নাম কী

– হিমছড়ি।

প্রশ্ন: বাংলাদেশের শীতল পানির ঝর্ণার অবস্থান কোথায়

– কক্সবাজার।

বাংলাদেশের গরম পানির ঝর্ণার অবস্থান কোথায়

– সীতাকুণ্ড, চট্টগ্রাম।

প্রশ্নঃ ঝর্ণার কাছে যে মূল্যবান খনিজ পাওয়া গেছে

-সিলিকন।

‘রিছাং ঝর্ণা’ অবস্থিত

-খাগড়াছড়ি জেলায়।

‘শুভলং ঝর্ণা’ অবস্থিত

– রাঙমাটি জেলায়। 

বাংলাদেশের বৃহত্তম জলপ্রপাত

– মাধবকুণ্ড জলপ্রপাত

মাধবকুণ্ড জলপ্রপাত কোথা থেকে থেকে উৎপন্ন হয়েছে

– মৌলভীবাজার জেলার বড়লেখা থানার পাথরিয়া পাহাড় থেকে।

মাধবকুণ্ড জলপ্রপাত অবস্থিত

– মৌলভীবাজার জেলার বড়লেখা থানায়

‘হাম হাম ঝর্ণা অবস্থিত

– মৌলভীবাজার জেলায়।

‘বলিশিরা ভ্যালি অবস্থিত

– মৌলভীবাজার জেলায়।

(নােট: হালদা ভ্যালি অবস্থিত খাগড়াছড়ি
‘ভেঙ্গী ভ্যালি অবস্থিত- রাঙ্গামাটি)

লাউয়াছড়া জাতীয় উদ্যান অবস্থিত

– মৌলভীবাজার জেলায়।

‘হাকালুকি হাওর অবস্থিত

– মৌলভীবাজার ও সিলেট জেলায়।

‘হাইল হাওর অবস্থিত

– মৌলভীবাজার জেলায়।

স্থানীয়দের কাছে ‘হাইল হাওর পরিচিত

– লতাপাতার হাওর নামে।

“বাইক্কা বিল’ অবস্থিত

– মৌলভীবাজার জেলায়।

বাংলাদেশের বৃহত্তম বিল

– চলন বিল

চলন বিল কোন জেলায় অবস্থিত

– সিরাজগঞ্জ, পাবনা, নাটোর ও রাজশাহী ।

আড়িয়াল বিল কোন জেলায় অবস্থিত

– মুন্সিগঞ্জ জেলায়।

ভবদহ বিল কোন জেলায় অবস্থিত

– যশাের জেলায়।

বাংলাদেশের কোন বিলকে পশ্চিমা বাহিনীর নদী বলা হয়

– ডাকাতিয়া বিলকে।

ডাকাতিয়া বিল কোন জেলায় অবস্থিত

– খুলনা জেলায়।

বাংলাদেশের মিঠাপানির মাছের প্রধান উৎস কোনটি

– চলন বিল।

চলন বিলের মধ্য দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে?

– আত্রাই নদী।

বাংলাদেশের বৃহত্তম কৃত্রিম হ্রদ/লেক কোনটি

– কাপ্তাই হ্রদ

বাংলাদেশের একমাত্র জল বিদ্যুৎ কোথায় অবস্থিত

– কাপ্তাই হ্রদ

কাপ্তাই হ্রদ কোথায় অবস্থিত

– রাঙ্গামাটি জেলায়।

প্রান্তিক হ্রদ কোথায় অবস্থিত

– বান্দরবান।।

বগা লেক কোথায় অবস্থিত

– বান্দরবান।

মহামায়া লেক কোথায় অবস্থিত

– চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলায়।

বাংলাদেশের বৃহত্তম হাওর

– হাকালুকি হাওর।

হাকালুকি হাওর কোন জেলায় অবস্থিত

– সিলেট ও মৌলভীবাজার জেলায়।

বাংলাদেশের সবচেয়ে ক্ষুদ্রতম হাওর

– বুরবুক হাওর।

বুরবুক হাওর কোন জেলায় অবস্থিত

– সিলেট জেলায়।

হাইল হাওর কোন জেলায় অবস্থিত

– মৌলভীবাজার জেলায়।

টাঙ্গুয়ার হাওর কোন জেলায় অবস্থিত

– সুনামগঞ্জ জেলায়।

“নয় কড়ি কান্দার ছয় কড়ি কুড়ি বিল’ নামে পরিচিত

– টাঙ্গুয়ার হাওর।

বাংলাদেশের কোন হাওরকে ‘রামসার সাইট ঘােষণা করা হয়েছে

– টাঙ্গুয়ার হাওর

কত সালে টাঙ্গুয়ার হাওরকে ‘রামসার সাইট’ ঘােষণা করা হয়

– ২০০০ সালে।

বাংলাদেশে বর্তমানে কতটি রামসার সাইট রয়েছে

– ২টি। ১. সুন্দরবন ও ২. টাঙ্গুয়ার হাওর।

বাংলাদেশের প্রথম রামসার সাইট কোনটি

– সুন্দরবন।

কত সালে সুন্দরবনকে রামসার সাইট হিসেবে ঘােষণা করা হয়

– ১৯৯২ সালে।
(আর ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘােষণা করে ১৯৯৭ সালে)

শনির হাওর কোন জেলায় অবস্থিত

– সুনামগঞ্জ জেলায়।

বাংলাদেশের হাওরকে ধানের খনি বলা হয়

– শনির হাওরকে

বাংলাদেশের কোন জেলায় হাওরের সংখ্যা সবচেয়ে বেশি।

সুনামগঞ্জ জেলায়।

বাংলাদেশের কোন জেলাকে হাওর কন্যা বলা হয়

– সুনামগঞ্জ জেলাকে।

বাংলাদেশ তথা দক্ষিণ-পূর্ব এশিয়ার সর্ববৃহৎ কৃত্রিম মৎস্য প্রজনন কেন্দ্র কোনটি

– কাপ্তাই হ্রদ।

বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র কোনটি

– হালদা নদী।

বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত

– কক্সবাজার সমুদ্র সৈকত।

কক্সবাজার সমুদ্র সৈকতের দৈর্ঘ্য

– ১২০ কি.মি (সূত্র: বাংলাপিডিয়া। বি.দ্র: অপশনে ১২০ কি.মি না থাকলে উত্তর হবে ১৫৫ কিমি ।)

বঙ্গোপসাগর যে মহাসাগরের অংশ বিশেষ

– ভারত মহাসাগর।

বঙ্গোপসাগরের গড় গভীরতা

– ২৬০০ মিটার বা ২.৬ কিলােমিটার।

বঙ্গোপসাগরের সর্বোচ্চ গভীরতা

– ৫২৫৮ মিটার।

নোট মোস্তাফিজার মোস্তাক

Check Also

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংক্ষিপ্ত জীবনী

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংক্ষিপ্ত জীবনী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী থেকে কেবল পরীক্ষায় আসার …