বাংলাদেশের জাতীয় পতাকা, প্রতীক ও সংগীত

বাংলাদেশের জাতীয় পতাকা, প্রতীক ও সংগীত

প্রশ্ন: বাংলাদেশের জাতীয় প্রতীক কি?

উঃ উভয় পাশে ধানের শীষে বেষ্টিত পানিতে ভাসমান জাতীয় ফুল শাপলা। তার মাথায় পাটগাছের পরস্পর সংযুক্ত তিনটি পাতা এবং উভয় পাশে দুটি করে ৪ টি তারকা।

প্রশ্ন: বাংলাদেশের জাতীয় প্রতীকের ডিজাইনার কে?

উঃ কামরুল হাসান।

প্রশ্ন: বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে?

উঃ কামরুল হাসান। ( জাতীয় পতাকা ও জাতীয় প্রতীক উভয়ের ডিজাইনার হলেন- কামরুল হাসান। আর রাষ্ট্রীয় মনােগ্রাম’-এর ডিজাইনার হলেন- এ.এন, সাহা)

প্রশ্ন: জাতীয় পতাকা দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত?

উঃ দৈর্ঘ্য : প্রস্থ =১০ : ৬ (বড় হলে), ৫:৩ (ছােট হলে) অর্থাৎ বড়টির অর্ধেক হবে ছােটটি)

প্রশ্ন: বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য, প্রস্থ এবং মাঝের লালবৃত্তের ব্যাসার্ধের অনুপাত যথাক্রমে কত?

উঃ বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য, প্রস্থ এবং মাঝের লালবৃত্তের ব্যাসার্ধের অনুপাত যথাক্রমে ৫ : ৩ : ১ (ছােট সাইজের ক্ষেত্রে)। আর পতাকার আকার বড় হলে, তখন দ্বিগুণ হবে- ১০ : ৬ : ২। অর্থাৎ, অনুপাতগুলােকে ২ দ্বারা গুণ করতে হবে।

প্রশ্ন: বাংলাদেশের জাতীয় পতাকা সরকারিভাবে গৃহীত হয় কবে?

উঃ ১৯৭২ সালে

প্রশ্ন: বাংলাদেশের জাতীয় পতাকা বিধিমালা প্রণীত হয় কবে?

উঃ ১৯৭২ সালে।

প্রশ্ন: বাংলাদেশের জাতীয় পতাকার সঙ্গে কোন দেশের পতাকার মিল রয়েছে?

উঃ জাপানের।

প্রশ্ন: বাংলাদেশের জাতীয় সংগীতের রচয়িতা কে?

উঃ রবীন্দ্রনাথ ঠাকুর।

প্রশ্ন: বাংলাদেশের জাতীয় সংগীতের সুরকার কে?

উঃ রবীন্দ্রনাথ ঠাকুর।

প্রশ্ন: বাংলাদেশের জাতীয় সংগীতের প্রথম ইংরেজি অনুবাদক কে?

উঃ সৈয়দ আলী আহসান।

প্রশ্ন: বাংলাদেশের জাতীয় সংগীত কোনটি?

উঃ ‘আমার সােনার বাংলা কবিতার প্রথম ১০ চরণ।

প্রশ্ন: কোনাে রাষ্ট্রীয় অনুষ্ঠানে বাংলাদেশের জাতীয় সংগীতের কত চরণ বাজানাে হয়?

উঃ প্রথম ৪ চরণ।

প্রশ্ন: ‘আমার সােনার বাংলা কবিতাটিতে মােট কতটি চরণ আছে?

উঃ ২৫টি।

প্রশ্ন: ‘আমার সােনার বাংলা’ রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত

উঃ গীতবিতান কাব্যগ্রন্থের ।

প্রশ্ন: বাংলাদেশের জাতীয় সংগীত প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে?

উঃ ‘বঙ্গদর্শন পত্রিকায়।

প্রশ্ন: বাংলাদেশের জাতীয় সংগীত প্রথম প্রকাশিত হয় কোন সালে?

উঃ ১৯০৫ সালে।

প্রশ্ন: বাংলাদেশের জাতীয় সংগীত বাংলা কত সনে প্রথম প্রকাশিত হয়?

উঃ ১৩১২ বঙ্গাব্দে।

প্রশ্ন: কোন প্রেক্ষাপটে ‘আমার সােনার বাংলা কবিতাটি রচিত হয়?

উঃ ১৯০৫ সালের বঙ্গভঙ্গকে কেন্দ্র করে।

প্রশ্ন: বাংলাদেশের জাতীয় সংগীতে কোন বিষয়টি প্রধান্য পেয়েছে?

উঃ বাংলার প্রকৃতি সৌন্দর্যের কথা।

প্রশ্ন: বাংলাদেশের জাতীয় সংগীত সরকারিভাবে গৃহীত হয় কবে?

উঃ ১৯৭২ সালে।

প্রশ্ন: বাংলাদেশের রণ সঙ্গীতের রচয়িতা কে?

উঃ কাজী নজরুল ইসলাম।

প্রশ্ন: বাংলাদেশের রণ সঙ্গীতের সুরকার কে?

উঃ কাজী নজরুল ইসলাম।

প্রশ্ন: বাংলাদেশের রণ সংগীত কোনটি?

উঃ ‘চল্ চল্ চল্ প্রথম ২১ চরণ।

প্রশ্ন: উৎসব অনুষ্ঠানে বাজানাে হয় রণ সঙ্গীতের কত চরণ?

উঃ প্রথম ২১ চরণ।

প্রশ্ন: বাংলাদেশের রণ সংগীত চল চল চল’কোন কাব্যের অন্তর্গত?

উঃ ‘সন্ধ্যা কাব্যগ্রন্থ।

প্রশ্ন: রণ সঙ্গীত প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?

উঃ ‘শিখা’ পত্রিকার দ্বিতীয় সংখ্যায়।

প্রশ্ন: রণ সঙ্গীত ইংরেজি কত সালে প্রথম প্রকাশিত হয়?

উঃ ১৯২৮ খ্রিস্টাব্দে।

প্রশ্ন: রণ সঙ্গীত বাংলা কত সালে প্রথম প্রকাশিত হয়?

উঃ ১৩৩৫ বঙ্গাব্দে।

প্রশ্ন: বাংলাদেশের রণ সঙ্গীতটি সর্বপ্রথম শিখা পত্রিকায় কোন শিরােনামে প্রকাশিত হয়?

উঃ ‘নতুনের গান’ শিরােনামে।

প্রশ্ন: বাংলাদেশের ক্রীড়া সংগীতের রচয়িতা/গীতিকার কে?

উঃ সেলিমা রহমান।

প্রশ্ন: বাংলাদেশের ক্রীড়া সংগীতের সুরকার কে?

উঃ খন্দকার নূরুল আলম।

প্রশ্ন: বাংলাদেশের ক্রীড়া সংগীত কত চরণ বিশিষ্ট?

উঃ ১০ চরণ বিশিষ্ট।

নোট মোস্তাফিজার মোস্তাক

Check Also

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংক্ষিপ্ত জীবনী

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংক্ষিপ্ত জীবনী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী থেকে কেবল পরীক্ষায় আসার …