বাংলাদেশের গুরুত্বপূর্ণ নদ-নদীর উৎপত্তির স্থল

বাংলাদেশের গুরুত্বপূর্ণ নদ-নদীর উৎপত্তির স্থল

পদ্মা/গঙ্গা নদী

– হিমালয় পর্বতের গাঙ্গেত্রী হিমবাহ থেকে

মেঘনা নদী

– মিজোরামের লুসাই পাহাড় থেকে
-(নােটঃ প্রচলিত কিছু বইয়ে এই নিয়ে ভুল তথ্য আছে। বাজারের প্রচলিত বইয়ে দেয়া আছে মেঘনা নদীর উৎপত্তি আসামের লুসাই পাহাড়। আসলে, ১৯৮৭ সালে মিজোরাম আসাম থেকে বিভক্ত হয়ে ২৩তম রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করলে লুসাই পাহাড়ের অবস্থান হয় মিজোরাম রাজ্যে)

ব্রহ্মপুত্র নদী

– তিব্বতের হিমালয়ের কৈলাশ শৃঙ্গের নিকটে মানস
সরােবর হ্রদ

তিস্তা নদী

– ভারতের সিকিমের পার্বত্য অঞ্চল থেকে

যমুনা নদী

– জামালপুরের দেওয়ানগঞ্জের নিকট ব্রহ্মপুত্র নদ যমুনা নামে দক্ষিণ দিকে গেছে। অর্থাৎ, ব্রহ্মপুত্র ও যমুনা নদীর উৎপত্তিস্থল একই। উল্লেখ্য যে ব্রহ্মপুত্র নদের প্রধান শাখা নদী হলাে যমুনা নদী।

কর্ণফুলী নদী

– মিজোরামের লুসাই পাহাড়ের লংলেহ থেকে

সাঙ্গু

– মিয়ানমারের আরকান পাহাড় থেকে

নাফ

– মিয়ানমারের আরকান পাহাড় থেকে

মাতামহুরী

– মিয়ানমারের আরকান পাহাড় থেকে

করতােয়া

– সিকিমের পার্বত্য অঞ্চল থেকে

মহানন্দা

– হিমালয় পর্তবমালার মহালদিরাম পাহাড় থেকে

মুন

– ভারতের মিজোরামের পাহাড় থেকে

মুহুরী

– ভারতের ত্রিপুরার লুসাই পাহাড় থেকে

গােমতী নদী

– ভারতের ত্রিপুরা পাহাড়ের সাবরুম থেকে

বরাক

– মিজোরামের লুসাই পাহাড় থেকে

শীতলক্ষ্যা নদী

– পুরাতন ব্রহ্মপুত্র নদ থেকে

বুড়িগঙ্গা নদী

– ধলেশ্বরী নদী থেকে

নোট মোস্তাফিজার মোস্তাক

Check Also

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংক্ষিপ্ত জীবনী

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংক্ষিপ্ত জীবনী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী থেকে কেবল পরীক্ষায় আসার …