বাংলাদেশের কৃষি
প্রশ্ন: বাংলাদেশে বেশি উৎপাদিত হয় কোনটি?
উঃ বােরাে ধান
প্রশ্ন: বাংলাদেশে রােপা আমন কাটা হয় কখন?
উঃ অগ্রহায়ণ-পৌষ মাসে।
প্রশ্ন: বাংলাদেশে প্রধান বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠান কোনটি?
উঃ বিএডিসি
প্রশ্ন: কৃষি কাজের জন্য সর্বাপেক্ষা উপযােগী মাটি?
উঃ দোঁ-আশ মাটি।
প্রশ্ন: কোন মাটির পানির ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি?
উঃ এঁটেল মাটি।
প্রশ্ন: বাংলাদেশের প্রধান খাদ্যশস্য কী?
উঃ ধান।
প্রশ্ন: বাংলাদেশের দ্বিতীয় প্রধান খাদ্যশস্য কী?
উঃ গম
প্রশ্ন: বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল কী?
উঃ আলু (সূত্র: কৃষি তথ্য সার্ভিস);
পাট (সূত্র: ভূগােল ও পরিবেশ, নবম দশম শ্রেণি, পৃ. ১৬৭]।
প্রশ্ন: চাষাবাদের সুবিধার্থে বাংলাদেশের ঋতুকে কয় ভাগে ভাগ করা হয়েছে?
উঃ ২ ভাগে। যথা- রবি ঋতু ও খরিপ ঋতু।
প্রশ্ন: রবি শস্য বলতে বুঝায়?
উঃ শীতকালীন শস্যকে।
(শীতকালে রােদের বেশি প্রয়ােজন হয়,অতএব শীতকালীন শস্যকে রবি শস্য বলে)
প্রশ্ন: খরিপ শস্য বলতে বুঝায়?
উঃ গ্রীষ্মকালীন শস্যকে।
(গ্রীষ্মকালে গরম বেশি লাগে, অতএব এটি খারাপ!)
প্রশ্ন: বাংলাদেশে কৃষির রবি মৌসুম কোনটি?
উঃ আশ্বিন-ফাল্গুন মাস।
(রবি আর আশ্বিনের প্রেম ফাল্গুনীর সাথে!)
প্রশ্ন: বাংলাদেশে কৃষির খরিপ মৌসুম কোনটি?
উঃ চৈত্র-জ্যৈষ্ঠ মাস।
প্রশ্ন: বাংলাদেশের ধান চাষকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা হয়েছে?
উঃ ৩ ভাগে। যথা-
১. বােরাে
২.আমন
৩. আউশ
প্রশ্ন: বাংলাদেশের প্রধান ধান চাষ কোনটি?
উঃ বােরাে
প্রশ্ন: বাংলাদেশে কোন ধানকে ‘বাসন্তিক ধান বলা হয়?
উঃ বােরাে ধান
প্রশ্ন: বন্যাপ্রবণ নিচু এলাকায় কোন ধানের চাষ বেশি উপযােগী?
উঃ আউশ ধান (কারণ এই ধানের চাষ সবচেয়ে কম সময়ে ফসল ঘরে তােলা যায়)
প্রশ্ন: বাংলাদেশে কোন ধানের চাষ সবচেয়ে বেশি জমিতে করা হয়?
উঃ আউশ ধান
(কিন্তু বাংলাদেশে সবচেয়ে বেশি ফসল ফলে বােরাে ধান এবং বােরাে ধানের চাষ বাংলাদেশের প্রধান ধান চাষ)
প্রশ্ন: বাংলাদেশের শস্য ভাণ্ডার’ বলা হয় কোন জেলাকে?
উঃ বরিশাল।
প্রশ্ন: বাংলাদেশের ‘কৃষির স্বর্ণযুগ’ বলা হয় কোন সময়কালকে?
উঃ আশির দশক
প্রশ্ন: সবচেয়ে বেশি ধান উৎপন্ন হয় কোন জেলায়?
উঃ ময়মনসিংহ।
প্রশ্ন: সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় কোন জেলায়?
উঃ ফরিদপুর ।
প্রশ্ন: বিশ্বে ধান উৎপাদনে বাংলাদেশের অবস্থান?
উঃ ৩য়। (আপডেট: অক্টোবর, ২০২০)
প্রশ্ন: পাট উৎপাদনে বিশ্বে বাংলাদেশের স্থান?
উঃ দ্বিতীয়* (আপডেট: অক্টোবর, ২০২০)
প্রশ্ন: পাট রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কততম?
উঃ প্রথম* (উৎপাদনে ২য়)।
প্রশ্ন: বাংলাদেশ কোন দেশে পাটজাত পণ্য বেশি রপ্তানি করে?
উঃ তুরস্ক (কিন্তু বাংলাদেশ তৈরি পােশাক বেশি রপ্তানি করে যুক্তরাষ্ট্রে)
প্রশ্ন: পাটের জীবন রহস্য উন্মোচন করেন কে?
উঃ ড. মাকসুদুল আলম।
প্রশ্ন: বাংলাদেশে কোথায় সবচেয়ে বেশি গম জন্মে?
উঃ ঠাকুরগাঁও জেলায়।
প্রশ্ন: বাংলাদেশের গম গবেষণা কেন্দ্র কোন জেলায় অবস্থিত?
উঃ দিনাজপুর।
প্রশ্ন: বাংলাদেশে প্রথম কখন চা চাষ করা হয়?
উঃ ১৮৪০ সালে চট্টগ্রাম ক্লাব প্রাঙ্গণে।
প্রশ্ন: বাংলাদেশে বাণিজ্যিকভাবে প্রথম কখন চা চাষ করা হয়?
উঃ ১৮৫৪ সালে সিলেটের মালনিছড়ায় (সূত্র:বাংলাদেশ চা বাের্ড।
প্রশ্ন: বাংলাদেশের প্রথম চা বাগান কোনটি?
উঃ সিলেটের মালনিছড়া চা বাগান।
প্রশ্ন: সবচেয়ে বেশি চা জন্মে কোন জেলায়?
উঃ মৌলভীবাজার জেলায়।
প্রশ্ন: বাংলাদেশের কোন জেলায় অর্গানিক চা উৎপন্ন হয়?
উঃ পঞ্চগড় জেলায়।
প্রশ্ন: বাংলাদেশের চা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?
উঃ মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে ।
প্রশ্ন: বাংলাদেশে বর্তমানে মােট নিবন্ধিত চা বাগানের সংখ্যা কত?
উঃ ১৬৭ টি। [সূত্র: বাংলাদেশ চা বাের্ড]
প্রশ্ন: বাংলাদেশের সর্বশেষ নিবন্ধিত চা বাগানের নাম কী?
উঃ গারাে হিল্স টি (শেরপুর জেলায় অবস্থিত)
প্রশ্ন: বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি রেশম উৎপন্ন হয়?
উঃ চাঁপাইনবাবগঞ্জে।
প্রশ্ন: বাংলাদেশ রেশম উন্নয়ন বাের্ড কোথায় অবস্থিত?
উঃ রাজশাহীতে
প্রশ্ন: বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি আম উৎপন্ন হয়?
উঃ চাঁপাইনবাবগঞ্জে । (মােট উৎপাদনের প্রায় অর্ধেক)
প্রশ্ন: বাংলাদেশে কোথায় সবচেয়ে বেশি তুলা জন্মে?
উঃ ঝিনাইদহ জেলায়। সূত্র: কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ-২০১৯)
(কিন্তু তুলা চাষের জন্য সবচেয়ে উপযােগী/উর্বর জেলা হলাে যশাের জেলা)
প্রশ্ন: বর্তমানে বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি আলু জন্মে?
উঃ বগুড়া জেলায়। (সূত্র: কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ-২০১৯)
(কিন্তু আলু চাষের জন্য সবচেয়ে উপযােগী/উর্বর জেলা হলাে- মুন্সিগঞ্জ জেলা)
প্রশ্ন: বর্তমানে বাংলাদেশে কোথায় সবচেয়ে বেশি তামাক জন্মে?
উঃ কুষ্টিয়া জেলায় [সূত্র: কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ-২০১৯]
প্রশ্ন: বাংলাদেশে কোথায় সবচেয়ে বেশি রাবার জন্মে?
উঃ কক্সবাজার জেলার রামুতে।
প্রশ্ন: বাংলাদেশের সবচেয়ে বড় সেচ প্রকল্প কোনটি?
উঃ তিস্তা সেচ প্রকল্প।
প্রশ্ন: তিস্তা ব্যারেজ কোথায় অবস্থতি?
উঃ লালমনিরহাট জেলার হাতিবান্দা উপজেলায়।
প্রশ্ন: তিস্তা সেচ প্রকল্পের আওতায় কতটি জেলাকে অন্তর্ভুক্ত করা হয়েছে?
উঃ ৩ টি জেলাকে।
প্রশ্ন: তিস্তা সেচ প্রকল্পের আওতায় কোন কোন জেলাকে অন্তর্ভুক্ত করা হয়েছে?
উঃ নীলফামারী, রংপুর ও দিনাজপুর জেলা।
প্রশ্ন: বাংলাদেশে ধান গবেষণা কেন্দ্রের সংক্ষিপ্ত নাম কি এবং কোথায় অবস্থিত?
উঃ BRRI, গাজীপুর জেলায়।
প্রশ্ন: ‘BRRI’ বলতে কী বুঝায়?
উ: Bangladesh Rich Research Institute.
প্রশ্ন: ‘BADC’ বলতে কী বুঝায়?
উ: Bangladesh Agricultural Development Corporation.অর্থাৎ বাংলাদেশে কৃষি উন্নয়ন করপােরেশন’।
প্রশ্ন: ‘BADC’ এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
উঃ ঢাকা।
প্রশ্ন: ‘BARD’ বলতে কী বুঝায়?
উ: Bangladesh Academy for Rural Development.
প্রশ্ন: BARD’ বা ‘বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি’ কোথায় অবস্থিত?
উঃ কুমিল্লা।
প্রশ্ন: ‘BARD’ এর প্রতিষ্ঠাতা কে?
উঃ ড. আখতার হামিদ খান।
প্রশ্ন: ‘BARD’ কত সালে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৯৫৯ সালে।
প্রশ্ন: জুটন আবিস্কার করেন কে?
উঃ ড. মােহাম্মদ সিদ্দিকুল্লাহ।
প্রশ্ন: সর্বশেষ কৃষিশুমারি অনুষ্ঠিত হয় কবে?
উঃ ২০১৯ সালের জুন মাসে।
প্রশ্ন: সর্বশেষ কততম কৃষিশুমারি অনুষ্ঠিত হয়?
উঃ ৬ষ্ঠতম। (২০১৯ সালে)
প্রশ্ন: বাংলাদেশে কোন জাতের ছাগল সর্বাপেক্ষা বেশি পাওয়া যায়?
উঃ ব্ল্যাক বেঙ্গল।
প্রশ্ন: ভারতের বিহার রাজ্যের কী নামে পরিচিত?
উঃ রাম ছাগল।
প্রশ্ন: বাংলাদেশ গবাদি পশু গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
উঃ ঢাকার সাভারে।
প্রশ্ন: বাংলাদেশের কেন্দ্রীয় গাে-প্রজনন ও দুগ্ধ খামার কোথায় অবস্থিত?
উঃ ঢাকার সাভারে।
প্রশ্ন: বাংলাদেশের পাহাড়ি অঞ্চলে কোন ধরনের চাষাবাদ বেশি দেখা যায়?
উঃ জুম চাষ।
প্রশ্ন: বাংলাদেশের কোন অঞ্চলে আনারস চাষ বেশি হয়?
উঃ পার্বত্য চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে।
প্রশ্ন: বাংলাদেশের অর্থনীতির প্রধান খাত কোনটি?
উঃ সেবা খাত।
(নােট: বাংলাদেশ সরকারের রাজস্ব আয়ের প্রধান খাত ভ্যাট । বাংলাদেশ সরকারের রপ্তানি আয়ের প্রধান খাত হলাে- তৈরি পােশাক)
প্রশ্ন: মূল্য পরিমাপে বাংলাদেশে কোন কৃষিপণ্য সবচেয়ে বেশি উৎপাদিত হয়?
উঃ ধান।
প্রশ্ন: ইউরিয়া সার তৈরিতে প্রধান কাঁচামাল হিসেবে কী ব্যবহৃত হয়?
উঃ প্রাকৃতিক গ্যাস
প্রশ্ন: ‘সােনালি আঁশ বলা হয় কাকে?
উঃ পাটকে
প্রশ্ন: ‘সােনালি আঁশের দেশ বলা হয় কোন দেশকে?
উঃ বাংলাদেশকে
প্রশ্ন: সবচেয়ে উন্নতজাতের আঁশ পাওয়া যায় কোন জাতীয় পাটগাছ থেকে?
উঃ তােষা জাতীয় পাটগাছ।
প্রশ্ন: কোন মাটি পাট চাষের জন্য বেশি উপযােগী?
উঃ দোআঁশ মাটি।
প্রশ্ন: কোন জমি চা চাষের জন্য বেশি উপযােগী?
উঃ অধিক বৃষ্টিপাত সমৃদ্ধ পাহাড়ি ঢালু অঞ্চল।
প্রশ্ন: বাংলাদেশের উত্তরবঙ্গের একমাত্র কোন জেলায় অর্গানিক চা চাষ হচ্ছে?
উঃ পঞ্চগড় জেলায়।
প্রশ্ন: বাংলাদেশে আখের সবচেয়ে পরিচিত রােগের নাম কী?
উঃ লাল পচা রােগ।
প্রশ্ন: ‘হােয়াইট গােল্ড’ বলা হয় কাকে?
উঃ বাগদা চিংড়ি মাছকে।
প্রশ্ন: ব্ল্যাক গােল্ড বলা হয় কাকে?
উঃ কক্সবাজার সমুদ্র সৈকত এর খনিজ বালিকে ।
প্রশ্ন: ‘ব্ল্যাক বেঙ্গল বলা হয় কাকে?
উঃ উন্নতমানের ছাগলকে।
প্রশ্ন: ‘ব্ল্যাক টাইগার বলা হয় কাকে?
উঃ বাংলাদেশের বাগদা চিংড়িকে।
প্রশ: বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার, প্রবর্তন করা হয় কখন?
উঃ ১৯৭৩ সালে।
প্রশ: বাংলাদেশে হাইব্রিড ধান চাষ শুরু হয় কবে?
উঃ ১৯৯৮ সালে।
প্রশ: ছত্রাকের জীবন রহস্য কোন বিজ্ঞানী উন্মােচন করেন?
উঃ ড. মাকসুদুল আলম
প্রশ: আফ্রিকার কোন দেশে বাংলাদেশ প্রথম কৃষি কাজ শুরু করে?
উঃ সেনেগাল।
প্রশ্ন: বাংলাদেশে FAO কর্তৃক ঘােষিত কৃষি ঐতিহ্য সাইট কয়টি ও কী কী?
উঃ ১টি, ভাসমান চাষ পদ্ধতি।
প্রশ্ন: সার্ক কৃষি তথ্য কেন্দ্রের সদর দপ্তর কোথায়?
উঃ ঢাকার ফার্মগেইটে।
প্রশ্ন: বাংলাদেশের অতি পরিচিত গােল আলু কোন দেশ থেকে আনা হয়?
উঃ হল্যান্ড থেকে (যার বর্তমান নাম- নেদারল্যান্ড)
প্রশ্ন: দেশের প্রথম ‘পাখি অভয়ারণ্য কোথায় অবস্থিত?
উঃ ঢাকার সাভারে।
প্রশ্ন: বাংলাদেশের কোন বিজ্ঞানী কলিঙ্গ পুরস্কার লাভের গৌরব অর্জন করেছেন?
উঃ ড. আবদুল্লাহ আল-মুতি শরফুদ্দিন প্রথম ও একমাত্র বাংলাদেশি যিনি ইউনেস্কোর কলিঙ্গ পুরস্কার লাভ করেন। তিনি ১৯৮৩ সালে এ পুরস্কার লাভ করেন। এছাড়াও তিনি ১৯৫৯ সালে ইউনেস্কো সাহিত্য পুরস্কার লাভ করেন।
প্রশ্ন: ‘উদ্ভিদের জীবন আছে’- এই কথা সর্বপ্রথম প্রমাণ করেন কে?
উঃ স্যার জগদীশ চন্দ্র বসু
(বাড়ি: মুন্সিগঞ্জ জেলা)।
প্রশ্ন: পাটের জীবনরহস্য আবিষ্কার করেন কে?
উঃ ড. মাকসুদুল আলম
(বাড়ি: ফরিদপুর জেলা)
কৃষির বিভিন্ন ফসলের উন্নতজাত বা সংকর জাত:
১। আলুর একটি জাত
– ডায়মন্ড
২। ‘অগ্নিশ্বর’ কী ফসলের একটি উন্নত জাত?
– কলা
৩। ‘বর্ণালী ও ‘শুভ্র’ কী?
– উন্নত জাতের ভুট্টা
৪। সােনালিকা ও ‘আকবর বাংলাদেশের কৃষিক্ষেত্রে কিসের নাম?
– উন্নত জাতের গমের নাম
৫। বাংলাদেশের কৃষিতে ‘দোয়েল’ কিসের নাম?
– উন্নত জাতের গমের নাম
৬। বাংলাদেশের কৃষিক্ষেত্রে বলাকা ও ‘দোয়েল’ নাম দুটি কিসের?
– উন্নত জাতের গমের নাম
৭। ‘ইরাটম’ কী?
– উন্নত জাতের ধান
৮। অগ্নিশ্বর, কানাইবাঁশী, মােহনবাশী, বীটজবা যে জাতীয় ফসলের নাম
– কলা
৯। ‘রবি-১ কী?
– পাটের উন্নত জাতের নাম
১০। কোন ফসলের উচ্চ ফলনশীল জাতকে বলে
>উফশী
কিছু উচ্চ ফলনশীল জাতঃ-
১। পদ্মা নদী বাদে > তরমুজের উন্নত জাত
২। ‘যমুনা’ নদী বাদে > মরিচের উন্নত জাত
৩। ‘মহানন্দা নদী বাদে> আমের উন্নত জাত
৪। পাখি ছাড়া ‘ময়না > ধানের উন্নত জাত
৫। পাখি ছাড়া ‘দোয়েল”, ‘বলাকা > গমের উন্নত জাত
ধানের উন্নত জাত
= হীরা, মুক্তা, আশা, মালা, ময়না, ইরাটম, ইরি, প্রগতি, সােনার বাংলা-১, নারিকা-১, আলােক- ৬২১০।
লবণাক্তসহিষ্ণু ধান
= বিনা-৮, বিনা-৯
খরাসহিষ্ণু ধান
= নারিকা-১
মঙ্গা এলাকার ধান
= বিআর-৩৩
বন্যা পরবর্তী এলাকার উপযুক্ত ধান
= ব্রি ধান ৪৬।
গমের উন্নত জাত
= বলাকা, দোয়েল, সােনালিকা, আকবর, আনন্দ, কাঞ্চন, শতাব্দী।
তুলার উন্নত জাত
= রূপালী ও ডেলফোজ
ভুট্টার উন্নত জাত
= বর্ণালী ও শুভ্র, উত্তরণ
তামাকের উন্নত জাত
= সুমাত্রা, ম্যানিলা
আলুর উন্নত জাত
= ডায়মন্ড, কার্ডিনাল, কুফরী ও সিন্দুরী
টমেটোর উন্নত জাত
= বাহার, মানিক, রতন, মিন্টো, ঝুমকা, সিদুর, শ্রাবণী ।
বেগুনের উন্নত জাত
= শুকতারা, তারাপুরী,ইওরা ।
কলার উন্নত জাত
= মােহনবাশী, কানাইবাশী, অগ্নিশ্বর, সিঙ্গাপুরী, বীজটবা।
আমের উন্নত জাত
= মােহনভােগ, মহানন্দা, গােপালভােগ, ল্যাংড়া, ফজলি, আম্রপলি, ক্ষীরসাপাতি
(নােট: চাঁপাইনবাবগঞ্জের বিখ্যাত আমের নাম- ক্ষীরসাপাতি’; যার অপরনাম “হিমসাগর।)।
কুমড়ার উন্নত জাত
= ‘হাজী ও ‘দানেশ’।
সরিষার উন্নত জাত
=‘সফল’ ও ‘অগ্রণী।
তরমুজের উন্নত জাত
= মধুবালা।
কৃষি সম্পর্কিত বিভিন্ন প্রতিষ্ঠানের অবস্থান:
বাংলাদেশের বৃহত্তম কৃষি খামার
> দত্তনগর কৃষি খামার, ঝিনাইদহ জেলার মহেশপুর।
জাতীয় বীজাগার
> গাজীপুর
আঞ্চলিক বীজাগার
> ঈশ্বরদী,পাবনা।
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট
> গাজীপুর
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট / বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট
> গাজীপুর
বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট
> মানিক মিয়া এভিনিউ, ঢাকা
বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট
> মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে
বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট
>পাবনার ঈশ্বরদী
বাংলাদেশ গম গবেষণা কেন্দ্র
> দিনাজপুর
বাংলাদেশ মসলা গবেষণা কেন্দ্র
> বগুড়া
বাংলাদেশ ডাল গবেষণা কেন্দ্র
> পাবনার ঈশ্বরদী
বাংলাদেশ ফল গবেষণা কেন্দ্র
> রাজশাহী
বাংলাদেশ ফিসারিজ রিচার্জ ইনিস্টিটিউট (বাংলাদেশ মৎস্য গবেষণা ইনিস্টিটিউট)
> ময়মনসিংহ জেলায়
ফিসারিজ ট্রেনিং ইনিস্টিটিউট
> চাঁদপুর জেলায়
বাংলাদেশের স্বাদু পানির মাছ গবেষণা কেন্দ্র
> ময়মনসিংহ জেলায়
বাংলাদেশের লােনা পানির মাছ গবেষণা কেন্দ্র
> খুলনা জেলায়
বাংলাদেশ মেরিন ফিশারিজ একাডেমি
> চট্টগ্রাম জেলায়
বাংলাদেশ চিংড়ি গবেষণা কেন্দ্র
> বাগেরহাট জেলায়
বাংলাদেশের প্রথম ‘ফিশ ওয়ার্ল্ড একুরিয়াম অবস্থিত
>কক্সবাজার জেলায়