বাংলাদেশের ঐতিহাসিক গুরুত্বপূর্ণ স্থান – ২
প্রশ্ন: ‘কার্জল হল কেন বিখ্যাত?
উঃ ব্রিটিশ শাসনামলে নির্মিত একটি ঐতিহাসিক ভবন।
প্রশ্ন: কার্জন হল কোথায় অবস্থিত?
উঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে, ঢাকা।
প্রশ্ন: কার্জল হল কে নির্মাণ করেন?
উঃ তৎকালীন ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল ও ভাইসরয় লর্ড কার্জন।
প্রশ্ন: বাংলাদেশের প্রথম জাদুঘর কোনটি?
উঃ বরেন্দ্র জাদুঘর।
প্রশ্ন: কত সালে বরেন্দ্র জাদুঘর স্থাপন করা হয়?
উঃ ১৯১০ সালের ১০ ডিসেম্বর; রাজশাহীতে।
প্রশ্ন: বরেন্দ্র জাদুঘর কোথায় অবস্থিত?
উঃ রাজশাহী।
প্রশ্ন: ঢাকা জাদুঘর কখন প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৯১৩ সালে।
প্রশ্ন: ঢাকা যাদুঘর কবে জাতীয় যাদুঘরে রূপান্তরিত
হয়?
উঃ ১৯৮৩ সালে।
প্রশ্ন: বাংলাদেশের জাতীয় জাদুঘর কোথায় অবস্থিত?
উঃ ঢাকার শাহবাগে।
প্রশ্ন: মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায় অবস্থিত?
উঃ ঢাকার আগারগাঁও।
প্রশ্ন: মুক্তিযুদ্ধ জাদুঘর প্রথম কোথায় ছিল?
উঃ ঢাকার সেগুনবাগিচা।
প্রশ্ন: মুক্তিযুদ্ধ জাদুঘর কখন স্থাপন করা হয়?
উঃ ২২ মার্চ ১৯৯৬
(ঢাকার সেগুনবাগিচায় অস্থায়ীভাবে। ২০১৭ সালে এটির নিজস্ব ভবনে ঢাকার আগারগাঁওয় স্থানান্তর করা হয়)।
প্রশ্ন: মুক্তিযুদ্ধ জাদুঘরের স্থপতি কে?
উঃ তানজিম হাসান।
প্রশ্ন: স্বাধীনতা জাদুঘর কোথায় অবস্থিত?
উঃ ঢাকার সােহরাওয়ার্দী উদ্যানে
প্রশ্ন: স্বাধীনতা জাদুঘর কখন স্থাপন করা হয়?
উঃ ১৯৯৮ সালে।
প্রশ্ন: স্বাধীনতা জাদুঘরের স্থপতি কে?
উঃ মেরিনা তাবাসসুম এবং কাশেফ মাহবুব চৌধুরী।
প্রশ্ন: মুজিবনগর কোথায় অবস্থিত?
উঃ মেহেরপুর।
প্রশ্ন: মুজিবনগর স্মৃতিসৌধ এর স্থপতি কে?
উঃ তানভীর কবির।
প্রশ্ন: মুজিবনগর স্মৃতিসৌধ এর ফলক কতটি?
উঃ ২৩টি।
প্রশ্ন: ১৯৫২ সালে ভাষা আন্দোলনের ফলে কোন প্রতিষ্ঠানটির সৃষ্টি হয়?
উঃ বাংলা একাডেমি।
প্রশ্ন: বাংলা একাডেমি কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৯৫৫ সালের ০৩ ডিসেম্বর।
প্রশ্ন: পূর্বে বাংলা একাডেমির নাম কী ছিল?
উঃ বর্ধমান হাউজ।
প্রশ্ন: বাংলাদেশ শিল্পকলা একাডেমি কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৯৭৪ সালে।
প্রশ্ন: শিশু একাডেমি কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৯৭৭ সাল।
প্রশ্ন: বাংলাদশের একমাত্র লােকশিল্প জাদুঘরটি কোথায় অবস্থিত?
উঃ সােনারগাঁয়ে।
প্রশ্ন: বাংলাদশের একমাত্র প্রত্নতাত্ত্বিক জাদুঘরটি কোথায় অবস্থিত?
উঃ কুমিল্লা কোটবাড়ি।
প্রশ্ন: বাংলাদেশের জাতিভিত্তিক বা নূ-তাত্ত্বিক যাদুঘর কোথায়?
উঃ চট্টগ্রামের অগ্রাবাদে।
প্রশ্ন: বিজ্ঞান জাদুঘরটি কোথায় অবস্থিত?
উঃ ঢাকার আগারগাঁও।
প্রশ্ন: বাংলাদেশের একমাত্র প্রাণি জাদুঘর কোথায় অবস্থিত?
উঃ মিরপুর, ঢাকা। (চিড়িয়াখানার মধ্যে)
প্রশ্ন: বাংলাদেশের প্রথম ফিশ ওয়ার্ল্ড একুরিয়াম কোথায় অবস্থিত?
উঃ কক্সবাজার।
প্রশ্ন: মহাস্থানগড় জাদুঘর কোথায় অবস্থিত?
উঃ বগুড়া।
প্রশ্ন: রবীন্দ্র সরােবর কোথায় অবস্থিত?
উঃ ধানমন্ডি, ঢাকা ।
প্রশ্ন: নজরুল মঞ্চ কোথায় অবস্থিত?
উঃ বাংলা একাডেমি, ঢাকা।
প্রশ্নঃ কাজী নজরুল ইসলামের বাল্যস্মৃতি বিজড়িত ময়মনসিংহের কোন স্থানটি?
উঃ ময়মনসিংহের ত্রিশালের দরিরামপুর।
প্রশ্ন: জয়নুল আর্ট গ্যালারি কোথায় অবস্থিত?
উঃ ময়মনসিংহ।
প্রশ্ন “শিশু স্বর্গ কোথায় অবস্থিত?
উঃ নড়াইল
প্রশ্ন : ‘শিশু স্বর্গ কে স্থাপন করে?
উঃ এস.এম. সুলতান।
প্রশ্ন: বাংলাদেশ পুলিশ একাডেমি কোথায় অবস্থিত?
উঃ রাজশাহীর সারদা।
প্রশ্ন: বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বা ‘Bangladesh Academy for Rural Development’ (BARD) কোথায় অবস্থিত?
উঃ কুমিল্লা।
প্রশ্ন: পুরান ঢাকায় লালবাগ কেল্লা নির্মাণ করা হয় কত সালে?
উঃ ১৬৭৮ সালে।
প্রশ্ন: লালবাগ কেল্লার নির্মাণ কাজ কে শুরু করেন?
উঃ যুবরাজ মােহাম্মদ আযম (মুঘল আমলে)।
প্রশ্ন: লালবাগ কেল্লার নির্মাণ কাজ কে শেষ করেন?
উঃ শায়েস্তা খান (মুঘল আমলে)।
প্রশ্ন: লালবাগ কেল্লার আদি নাম কী?
উঃ আওরঙ্গবাদ দুর্গ ।
প্রশ্ন: ‘ঢাকা গেইট কে নির্মাণ করেন?
উঃ মীর জুমলা।
প্রশ্ন: ৩৬০ আউলিয়ার দেশ বলা হয় কাকে?
উঃ সিলেটকে।
প্রশ্ন: বারাে আউলিয়ার দেশ বলা হয় কাকে?
উঃ চট্টগ্রামকে।
প্রশ্ন: পর্যটনকেন্দ্র ‘বিছানাকান্দি কোথায় অবস্থিত?
উঃ সিলেটের গােয়াইনঘাট।
প্রশ্ন: পর্যটনকেন্দ্র ‘রাতারগুল বন কোথায় অবস্থিত?
উঃ সিলেটের গােয়াইনঘাট ।
প্রশ্ন: পর্যটনকেন্দ্র জাফলং কোথায় অবস্থিত?
উঃ সিলেটের গােয়াইনঘাট।
প্রশ্ন: বাংলাদেশের প্রথম ‘কৃষি মিউজিয়াম’ বা কৃষি জাদুঘর কোথায় অবস্থিত?
উঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ।
প্রশ্ন: বাংলাদেশের প্রথম ‘ফিস ওয়ার্ল্ড একুরিয়াম কোথায় অবস্থিত?
উঃ কক্সবাজার।
প্রশ্ন: বাংলাদেশের প্রথম ‘পাখির অভয়ারণ্য কোথায় অবস্থিত?
উঃ ঢাকার সাভার ।
প্রশ্ন: বাংলাদেশের প্রথম সাফারি পাক “দুলাহাজরা সাফারি পার্ক কোথায় অবস্থিত?
উঃ কক্সবাজার জেলার চকোরিয়ায় উপজেলায় অবস্থিত।
( দুলাহাজরা সাফারি পার্কের বর্তমান নাম বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক)
প্রশ্ন: ইউনেস্কো ঘােষিত বাংলাদেশে ‘বিশ্ব ঐতিহ্য (World Heritage) কয়টি?
উঃ ৩টি।
১. ষাটগম্বুজ মসজিদ,
২. পাহাড়পুর বৌদ্ধ বিহার ও
৩.সুন্দরবন।
এর মাঝে সুন্দরবনকে ‘বিশ্ব ঐতিহ্য ঘােষণা করে ১৯৯৭ সালে এবং বাকি দুটিকে ১৯৮৫ সালে।
প্রশ্ন: বাংলদেশে প্রথম বিশ্ব ঐতিহ্য কোনটি?
উঃ ষাটগম্বুজ মসজিদ।
প্রশ্ন: ইউনেস্কো ঘােষিত কয়টি ‘অধরা সাংস্কৃতিক ঐতিহ্য (Intangible Heritage) ace?
উঃ ৪টি।
১. বাউল গান,
২. জামদানি শাড়ি,
৩. মঙ্গল শােভাযাত্রা ও
৪. শীতল পাটি।
প্রশ্ন: বাংলাদেশের কোন অনুষ্ঠানটি ইউনেস্কো ঘােষিত ‘অধরা সাংস্কৃতিক ঐতিহ্য (Intangible Heritage) হিসেবে স্থান পেয়েছে?
উঃ মঙ্গল শােভাযাত্রা।
প্রশ্ন: বিশ্ব মেধাসম্পদ সংস্থা (WIPO) কর্তৃক ঘােষিত বাংলাশের ভৌগােলিক নির্দেশক পণ্য (GI পণ্য) কতটি?
উঃ ৩টি।
প্রশ্ন: বিশ্ব মেধাসম্পদ সংস্থা (WIPO) কর্তৃক ঘােষিত বাংলাশের ভৌগােলিক নির্দেশক পণ্য (GI পণ্য)-গুলাে কী কী?
১। জামদানি শাড়ি (২০১৬ সালে ঘােষিত এটি বাংলাদেশের প্রথম জিআই পণ্য)
২। ইলিশ মাছ (২০১৭ সালে ঘােষিত এটি বাংলাদেশের দ্বিতীয় জিআই পণ্য)
৩। চাঁপাইনবাবগঞ্জের ক্ষীরশাপাতি আম। যার অপর নাম ‘হিমসাগর আম” (২০১৯ সালে ঘােষিত এটি বাংলাদেশের তৃতীয় ও সর্বশেষ জিআই পণ্য)
প্রশ্ন: GI পণ্য কী?
উঃ কোনো একটি নির্দিষ্ট দেশের কোনাে একটি নির্দিষ্ট পণ্যের মেধাস্বত্ব বা মালিকানাকে GI পণ্য (Geographical Indication Product) ‘ভৌগােলিক নির্দেশক পণ্য বলা হয়। আর এই জিআই পণ্যের স্বীকৃতি প্রদান করে জাতিসংঘের ‘বিশ্ব মেধাসম্পদ সংস্থা’ তথা WIPO (World Intellectual Property Organization)
প্রশ্ন: বিশ্বব্যাপী জৈবপরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ কনভেনশন, ১৯৭১ সালে ইরানে অনুষ্ঠিত ‘রামসার কনভেনশন’-এর স্বীকৃতি অনুয়ায়ী বাংলাদেশে স্বীকৃত ‘রামসার সাইট’ কয়টি?
উঃ ২টি।
প্রশ্নঃ বাংলাদেশে অবস্থিত রামসার সাইটগুলাে কী কী?
উঃ সুন্দরবন ও সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর।
প্রশ্নঃ বাংলাদেশের প্রথম রামসার সাইট কোনটি?
উঃ সুন্দরবন।
প্রশ্ন: কত সালে সুন্দরবনকে ‘রামসার সাইট’ হিসেবে ঘােষণা করা হয় কত সালে?
উঃ ১৯৯২ সালে।
(কিন্তু ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘােষণা করে ১৯৯৭ সালে)
প্রশ্ন: কত সালে টাঙ্গুয়ার হাওরকে ‘রামসার সাইট ঘােষণা করা হয়?
উঃ ২০০০ সালে।
প্রশ্ন: সরকার ঘােষিত বাংলাদেশে হেরিটেজের সংখ্যা কত?
উঃ ৯৩টি। (তথাসূত্র: দৈনিক প্রথম আলাে, ২৬ ফেব্রুয়ারি, ২০১৯)