বাংলাদেশের উপজাতি ও ক্ষুদ্র নৃ-গােষ্ঠী
প্রাইমারি শিক্ষক নিয়ােগ পরীক্ষায় উপজাতি/ক্ষুদ্র নৃ-গােষ্ঠীর উপর প্রায়ই প্রশ্ন থাকে। তাই এখানে এই টপিকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলাে সাজিয়ে দেয়া হলাে
প্রশ্নঃ বাংলাদেশের স্থানীয় জনগােষ্ঠী নয় কোনটি?
উঃ রােহিঙ্গা।
প্রশ্নঃ ‘ওয়ানগালা উৎসব কাদের?
উঃ গারােদের
প্রশ্নঃ মাতৃতান্ত্রিক পরিবার কোন সমাজে দেখা যায়?
উঃ গারাে।
প্রশ্নঃ স্থানীয় ভাষায় গারােদের কী বলা হয়?
উঃ মান্দি।
প্রশ্নঃ গারােদের ভাষা কী?
উঃ গারােদের প্রধান ভাষা দুটি।
১. আচিক খুসিক ও
২. মান্দি খুসিক – (সংক্ষেপে ‘মান্দি)।
প্রশ্নঃ গারাে উপজাতিরা প্রধানত কোন জেলায় বাস করে?
উঃ ময়মনসিংহে
প্রশ্নঃ উত্তরবঙ্গে বসবাসকারী উপজাতিদের ভাষা কী নামে পরিচিত?
উঃ কুরুখ
প্রশ্নঃ ‘ফাল্গুনী পূর্ণিমা’ কাদের ধর্মীয় উৎসব?
উঃ চাকমাদের।
প্রশ্নঃ মুক্তিবেটী হিসেবে খ্যাত কাঁকন বিবি কোন সম্প্রদায়ের লােক ছিলেন?
উ: খাসিয়া। (বাড়ি সিলেট জেলায়)
প্রশ্নঃ বাংলাদেশে কতটি উপজাতীয় প্রতিষ্ঠান আছে?
উঃ ৮টি। ( অপশনে ৮টি না থাকলে উত্তর হবে ৩টি)
প্রশ্নঃ খিয়াং সম্প্রদায় কোথায় বসবাস করে?
উঃ পার্বত্য চট্টগ্রাম
প্রশ্নঃ ‘মারমা’ উপজাতিরা কোথায় বাস করে?
উঃ বান্দরবানের চিম্বুক পাহাড়ের পাদদেশে
প্রশ্নঃ বাংলাদেশে বসবাসকারী কোন উপজাতি সংখ্যায় গরিষ্ঠ?
উঃ চাকমা।
প্রশ্নঃ বাংলাদেশে বসবাসকারী দ্বিতীয় বৃহত্তম উপজাতি গােষ্ঠী কোনটি?
উঃ মারমা
প্রশ্নঃ বাংলাদেশের পাবর্ত্য অঞ্চলে বসবাসকারী দ্বিতীয় বৃহত্তম উপজাতি গােষ্ঠী কোনটি?
উঃ মারমা
প্রশ্নঃ বাংলাদেশের কোন উপজাতির সংখ্যা সবচেয়ে কম?
উঃ খুমি ও চক।
প্রশ্নঃ বাংলাদেশের কোন উপজাতি জনগােষ্ঠীর প্রধান ধর্মীয়গ্রন্থ ত্রিপিটক?
উঃ চাকমা
প্রশ্নঃ উপজাতি সাংস্কৃতিক কেন্দ্রর বিরিশিরি কোথায় অবস্থিত?
উঃ নেত্রকোণা
প্রশ্নঃ বাংলাদেশে কোন উপজাতি ইসলাম ধর্মাবলম্বী?
উঃ পাঙন।
প্রশ্নঃ খুমী উপজাতিরা কোথায় বাস করে?
উঃ বান্দরবানে।
প্রশ্নঃ বাংলাদেশের কোন সমাজে মাতৃবাসস্থানিক পরিবার দেখা যায়?
উঃ গারাে উপজাতি সমাজে
প্রশ্নঃ বাংলাদেশে বাস নেই এমন একটি উপজাতি-
উঃ মাওরি
(মাওরি উপজাতি নিউজিল্যান্ডের অধিবাসী)
প্রশ্নঃ বাংলাদেশের মারমা উপজাতির বর্ষবরণ অনুষ্ঠান কোনটি?
উঃ সাংগ্রাই
প্রশ্নঃ ‘বাওয়ালি কারা?
উঃ সুন্দরবনের গােলপাতা সংগ্রহকারী
প্রশ্নঃ রাখাইনদের বড় ধর্মীয় উৎসব কোনটি?
উঃ বুদ্ধপূর্ণিমা
প্রশ্নঃ বাংলাদেশের প্রথম উপজাতীয় কালচারাল একাডেমি প্রতিষ্ঠিত হয় কোথায়?
উঃ নেত্রকোণায়
প্রশ্নঃ টিপরা উপজাতিরা বাংলাদেশের কোন অঞ্চলে বাস করে?
উঃ খাগড়াছড়ি
প্রশ্নঃ ‘রাজবংশী উপজাতিরা কোথায় বাস করে?
উঃ রংপুর।
প্রশ্নঃ বাংলাদেশে সাঁওতালরা প্রধানত বাস কোন জেলায়?
উঃ রাজশাহী ও দিনাজপুরে
প্রশ্নঃ চাকমা উপজাতিরা প্রধানত কোন ধর্মাবলম্বী?
উঃ বৌদ্ধ ধর্ম
প্রশ্নঃ ‘রাখাইন উপজাতিরা প্রধানত বাংলাদেশের কোন জেলায় বাস করে?
উঃ পটুয়াখালী জেলায়।
প্রশ্নঃ “রাখাইন উপজাতিরা পটুয়াখালী জেলা ছাড়া আর কোন জেলায় বাস করে?
উঃ কক্সবাজার জেলায়।
প্রশ্নঃ কোন উপজাতি সম্প্রদায় পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের বাইরে বসবাস করে?
উঃ হাজং
প্রশ্নঃ বাংলাদেশে কোন উপজাতির সংখ্যা সবচেয়ে বেশি?
উঃ চাকমা
প্রশ্নঃ খাগড়াছড়ির উপজাতীয় রাজা কোন নামে পরিচিত?
উঃ বােমাং রাজা
প্রশ্নঃ বাংলাদেশের কোন উপজাতিদের ক্ষেত্রে সম্পত্তির উত্তরাধিকার নীতি মাতৃসূত্রায়?
উঃ গারো।
প্রশ্নঃ খাসিয়া উপজাতি বাংলাদেশের কোন জেলায় বাস করে?
উঃ সিলেট
প্রশ্নঃ খাসিয়া উপজাতিদের ভাষা কী?
উঃ খাসিয়া উপজাতিদের ভাষা মন-খেমর ভাষার অন্তর্গত।
প্রশ্নঃ বাংলাদেশের কোন উপজাতি নারীদের মধ্যে বহু বিবাহের প্রচল দেখা যায়?
উঃ খাসিয়া
প্রশ্নঃ কোন বাংলাদেশি উপজাতির পারিবারিক কাঠামাে পিতৃতান্ত্রিক?
উঃ মারমা
প্রশ্নঃ মারমা উপজাতির ভাষা কী?
উঃ মারমা ভাষা। ( মারমা উপজাতির নিজস্ব বর্ণমালা রয়েছে।)
প্রশ্নঃ হাজংদের উপজাতিরা কোথায় বসবাস করে?
উঃ ময়মনসিংহ ও নেত্রকোণা
প্রশ্নঃ বাংলাদেশের সর্ববৃহৎ এথনিক গােষ্ঠী কানটি?
উঃ চাকমা
প্রশ্নঃ বাংলাদেশে কোন উপজাতি বসবাস করে না?
উঃ নাগা (ভারতে বাস করে)
প্রশ্নঃ মনিপুরীদের প্রধান উৎসবের নাম কী?
উঃ রাসােৎসব বা রাসনৃত্যু
প্রশ্নঃ বাংলাদেশের বিখ্যাত মণিপুরী নাচ কোন অঞ্চলের?
উঃ সিলেট অঞ্চলের।
প্রশ্নঃ মণিপুরী উপজাতিরা প্রধানত কয়টি গােত্রে বিভক্ত?
উঃ ২টি।
১. বিষ্ণুপ্রিয়া মণিপুরী ও
২. মৈতৈ মণিপুরী।
প্রশ্নঃ মণিপুরী উপজাতিরা ভাষা কী?
উঃ মণিপুরী উপজাতিদের ভাষা দুটি।
১. বিষ্ণুপ্রিয়া ভাষা ও
২. মৈতৈ ভাষা।
প্রশ্নঃ মণিপুরী উপজাতিরা প্রধানত কোন ধর্মের অনুসারী?
উঃ বৈষ্ণব ধর্ম।
প্রশ্নঃ বাংলাদেশের কোন উপজাতি জনগােষ্ঠীর মূল আবাস পার্বত্য চট্টগ্রামে নয়?
উঃ খাসিয়া
প্রশ্নঃ বাংলাদেশের খাসিয়া উপজাতিরা কোন জেলায় বাস করে?
উঃ সিলেট
প্রশ্নঃ খাসিয়া গ্রামগুলাে কী নামে পরিচিত?
উঃ পুঞ্জি
প্রশ্নঃ খাসিয়া উপজাতি কোন ধর্মাবলম্বী?
উঃ খ্রিস্টান ধর্মাবলম্বী
প্রশ্নঃ সরকারি হিসাব অনুসারে, বাংলাদেশে মােট কতটি উপজাতি পুত্র নৃগােষ্ঠী বাস করে?
উঃ ৫০ টি
[সূত্র : সরকারি গেজেট, ২৩ মার্চ ২০১৯ অনুযায়ী)
প্রশ্নঃ ‘চাকমা শব্দের অর্থ কী?
উঃ মানুষ
প্রশ্নঃ ‘চাকমা’ উপজাতি নিজেদের কী বলে পরিচয় দেয়?
উঃ চাঙমা
প্রশ্নঃ চাকমারা কোন ধর্মালম্বী?
উঃ বৌদ্ধ
প্রশ্নঃ বাংলাদেশের সবচেয়ে বেশি শিক্ষিত উপজাতি কোনটি?
উঃ চাকমা
প্রশ্নঃ ‘ফালগুনী পূর্ণিমা’ কাদের ধর্মীয় উৎসব?
উঃ চাকমাদের
প্রশ্নঃ চাকমা বিদ্রোহের নেতা কে ছিলেন?
উঃ জান বক্স খান।
প্রশ্নঃ চাকমাদের গ্রামকে কী নামে পরিচিত?
উঃ আদাম।
প্রশ্নঃ চাকমা ভাষায় লিখিত প্রথম উপন্যাসের নাম কী?
উঃ ফাবাে।
প্রশ্নঃ বাংলাদেশের কোন জেলায় চাকমা উপজাতি সবচেয়ে বেশি সংখ্যক বাস করে?
উঃ রাঙ্গামাটি জেলায়।
প্রশ্নঃ রাখাইনদের বড় ধর্মীয় উৎসবের নাম কী?
উঃ বুদ্ধপূর্ণিমা।
প্রশ্নঃ তঞ্চঙ্গ্যা উপজাতির নবান্ন উৎসবের নাম কী?
উঃ নয়াভাতখানা।
প্রশ্নঃ মুরং উপজাতির বর্ষবরণ উৎসবের নাম কী?
উঃ ছিয়াছত
প্রশ্নঃ পার্বত্য চট্টগ্রামের প্রাচীন উপজাতি কোনটি?
উঃ মুরং বা মো
(আর পার্বত্য চট্টগ্রামের প্রধান উপজাতি চাকমা)
প্রশ্নঃ বাংলাদেশের ত্রিপুরা উপজাতি গােষ্ঠী যে ধর্মবিশ্বাসের অনুসারী?
উঃ সনাতন ধর্ম (হিন্দু ধর্ম)
প্রশ্নঃ ত্রিপুরা উপজাতির বর্ষবরণ উৎসবের নাম কী?
উঃ বৈসুক
প্রশ্নঃ মারমা উপজাতির বর্ষবরণ উৎসবের নাম কী?
উঃ সাংগ্রাই
প্রশ্নঃ চাকমা উপজাতির বর্ষবরণ উৎসবের নাম কী?
উঃ বিঝু
প্রশ্নঃ উপজাতিদের সম্মিলিত বর্ষবরণ উৎসবকে কী বলা হয়?
উঃ বৈসাবি
(ত্রিপুরাদের বৈসুক, মারমাদের সাংগ্রাই এবং চাকমা ও বর্ষবরণ উৎসবের প্রথম অক্ষরের সমন্বিত রূপই হলাে বৈসাবি)
প্রশ্নঃ কোন সাল থেকে উপজাতিদের সম্মিলিত বর্ষবরণ উৎসব ‘বৈসাবি শুরু হয়?
উঃ ১৯৮৫ সাল থেকে
প্রশ্নঃ গারােদের ধর্মীয় অনুষ্ঠানের নাম কী?
উঃ ওয়ানগালা
প্রশ্নঃ ফাগুয়া উৎসব বা দোল উৎসব’ কাদের?
উঃ মৌলভীবাজার জেলার চা-শ্রমিক উপজাতি জনগােষ্ঠীর উৎসবের নাম। বসন্ত ঋতুর ফাল্গুন মাসের পূর্ণিমার তিথিতে অনুষ্ঠিত হয় এই উৎসব। এই উৎসবের অন্যতম আকর্ষণ হলো ‘লাঠি নৃত্যু।
প্রশ্নঃ সাঁওতালদের ফসল তােলার উৎসবকে কী বলে?
উঃ সােহরাই।
প্রশ্নঃ সাঁওতালদের আরেকটি উল্লেখযােগ্য উৎসবের নাম কী?
উঃ বাহা পরব’ বা বাহা উৎসব। এটি একটি বসন্তবরণ উৎসব।
প্রশ্নঃ গারাে উপজাতি কোন ধর্মাবলম্বী?
উঃ সনাতন ধর্ম (হিন্দু ধর্ম)
প্রশ্নঃ মারমা উপজাতি কোন ধর্মাবলম্বী?
উঃ বৌদ্ধ ধর্মাবলম্বী
প্রশ্নঃ রাজবংশী উপজাতি কোন ধর্মাবলম্বী?
উঃ প্রকৃতি পূজারি।
প্রশ্নঃ সাওতাল উপজাতি কোন ধর্মাবলম্বী?
উঃ প্রধানত প্রকৃতি পূজারি
(বর্তমানে অনেকে খ্রিস্টানধর্মে রূপান্তরিত হচ্ছেন)
প্রশ্নঃ সাঁওতালদের প্রধান উৎসবের নাম কী?
উঃ সােহরাই
প্রশ্নঃ রাখাইন উপজাতির বর্ষবরণ উৎসবের নাম কী?
উঃ সাংগ্রাং (যার অপর নাম জলকেলি’)
প্রশ্নঃ ‘জলকেলি কাদের উৎসব?
উঃ রাখাইন উপজাতির
প্রশ্নঃ রাখাইন উপজাতির সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের নাম কী?
উঃ বুদ্ধ পূর্ণিমা।
প্রশ্নঃ ‘আন্তর্জাতিক আদিবাসী দিবস’ কবে?
উঃ ৯ আগস্ট।
প্রশ্নঃ ‘বাওয়ালি কারা?
উঃ সুন্দরবনের গােলপাতা সংগ্রহকারী
প্রশ্নঃ একমাত্র খেতাবপ্রাপ্ত উপজাতি মুক্তিযােদ্ধা কে?
উঃ ইউ কে সিং (যুদ্ধ করেন ৬ নং সেক্টরের; তাঁর বাড়ি বান্দরবান জেলায়)
প্রশ্নঃ বাংলাদেশের কোন উপজাতির কোনাে লিথিত বর্ণমালা নেই?
উঃ সাঁওতাল উপজাতি।
প্রশ্নঃ সাঁওতাল বিদ্রোহ সংগঠিত হয়েছিল কখন?
উঃ ১৮৫৫ সালে
প্রশ্নঃ সাঁওতাল গ্রাম প্রধানদের কী বলা হয়?
উঃ মাঝি
প্রশ্নঃ সাওতাল গােত্র প্রধানদের কী বলা হয়?
উঃ রাজা।
প্রশ্নঃ পার্বত্য চট্টগ্রাম উপজাতি ও সাঁওতাল গােত্র প্রধানদের কী বলা হয়?
উঃ রাজা।
প্রশ্নঃ খাসিয়া গােত্র প্রধানদের কী বলা হয়?
উঃ মন্ত্রী।
প্রশ্নঃ বাংলাদেশের কোন উপজাতিরা তিব্বত থেকে এসেছে?
উঃ গারাে উপজাতি।
প্রশ্নঃ বাংলাদেশে বসবাস নেই কোন উপজাতির?
উঃ মাওরি, মুর, পিগমি, জুলু, কুলু, কুর্দি, টোডা, শেরপা প্রভৃতি।
প্রশ্নঃ রাখাইন উপজাতি কোথায় বাস করে?
উঃ পটুয়াখালী ও কক্সবাজার জেলায়
প্রশ্নঃ কোন জেলায় রাখাইন উপজাতি সবচেয়ে বেশি বাস করে?
উঃ পটুয়াখালী জেলায়
প্রশ্নঃ বাংলাদেশের কোন উপজাতি সামাজে পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা দেখা যায়?
উঃ মারমা, চাকমা, হাজং, সাঁওতাল প্রভৃতি।
(উল্লেখ্য অপশনে এগুলাের একাধিক থাকলে উত্তর হবে মারমা’)
প্রশ্নঃ বাংলাদেশের কোন উপজাতি সামাজে মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রচলিত?
উঃ গারাে, খাসিয়া ও কোচ।
( আর প্রায় সবগুলাে উপজাতি পিতৃতান্ত্রিক।)
প্রশ্নঃ বাংলাদেশের কোন উপজাতি পুরুষের চেয়ে বেশি বয়স্ক নারী বিয়ে করে?
উঃ তঞ্চঙ্গ্যা উপজাতি
প্রশ্নঃ বাংলাদেশের কোন বিভাগে উপজাতির বসবাস নেই?
উঃ খুলনা।
প্রশ্নঃ পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী মােট উপজাতির সংখ্যা কত?
উঃ ১১টি
( বাংলাদেশ এশিয়াটিক সােসাইটি কর্তৃক প্রকাশিত | সাংস্কৃতিক সমীক্ষার তথ্যমতে, বাংলাদেশে বসবাসকারী উপজাতির মধ্যে ১১টি উপজাতি পাবর্ত্য চট্টগ্রামের তিন জেলায় বসবাস করে।)
প্রশ্নঃ বাংলাদেশের হাজং উপজাতিরা কোথায় বাস করে?
উঃ নেত্রকোণা ও ময়মনসিংহ জেলায়।
প্রশ্নঃ চিম্বুক পাহাড়ের পাদদেশে কোন উপজাতি বাস করে?
উঃ মারমা
প্রশ্নঃ লুসাই উপজাতিরা কোথায় বাস করে?
উঃ পাবত্য চট্টগ্রামে
প্রশ্নঃ বনজোগী উপজাতিরা কোথায় বাস করে?
উঃ বান্দরবন জেলার গভীর অরণ্য।
প্রশ্নঃ বাংলাদেশে মােট উপজাতির জনসংখ্যা কত?
উঃ ১৫ লক্ষ ৮৬ হাজার
(পঞ্চম আদমশুমারি ২০১১ অনুযায়ী)
প্রশ্নঃ বাংলাদেশের মােট জনসংখ্যার কত ভাগ উপজাতি?
উঃ ১.১০%
(পঞ্চম আদমশুমারি ২০১১ অনুযায়ী)
প্রশ্নঃ মগদের আদিনিবাস কোথায়?
উঃ আরাকান (মায়ানমার)
প্রশ্নঃ মগরা পাহাড়ি এলাকায় কী নামে পরিচিত?
‘উঃ মারমা
প্রশ্নঃ মগরা সমতল ভূমিতে কী নামে পরিচিত?
উঃ রাখাইন
প্রশ্নঃ উপজাতিদের গেরিলা সংগঠনের নাম কী?
উঃ শান্তিবাহিনী
প্রশ্নঃ শান্তিবাহিনী প্রতিষ্ঠাতা কে?
উঃ মানবেন্দ্র নারায়ণ লারমা
প্রশ্নঃ ‘পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি স্বাক্ষরিত হয় কত কবে?
উঃ ২ ডিসেম্বর ১৯৯৭
প্রশ্নঃ পার্বত্য অঞ্চলের কৃষি পদ্ধতি কী নামে পরিচিত?
উঃ জুমচাষ
প্রশ্নঃ ‘জুমচাষ’ কোথায় দেখা যায়?
উঃ পাহাড়ী অঞ্চলে।
প্রশ্নঃ জুমচাষের বিকল্প পদ্ধতির নাম কী
উঃ সল্ট।
প্রশ্নঃবাংলাদেশের কোন উপজাতি সমাজে বিবাহ বিচ্ছেদ, বহু বিধবা বিবাহ ও বিবাহের প্রচলন রয়েছে?
উঃ হাজং উপজাতি।
বাংলাদেশের উপজাতিরা কে কোন জেলায় বাস করে তা নিয়ে দেয়া হল:
গারাে = ময়মনসিংহ জেলায়
হাজং = ময়মনসিংহ ও নেত্রকোণা জেলায়
চাকমা = রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজার জেলায়
সাঁওতাল = রাজশাহী, রংপুর, দিনাজপুর ও বগুড়া জেলায়
রাজবংশী = রংপুর
রাখাইন = পটুয়াখালী ও কক্সবাজার
মারমা = বান্দরবান (চিম্বুক পাহাড়ের পাদদেশে)
পাঙন = মৌলভীবাজার
কুকি = সাজেক ভেলী (রাঙ্গামাটি)
পাংখাে = বান্দরবান
খাসিয়া = সিলেট
মনিপুরী = সিলেট
ত্রিপুরা/টিপরা = পার্বত্য চট্টগ্রাম
লুসাই = পার্বত্য চট্টগ্রাম
খুমি = বান্দরবান
চাক = বান্দরবান
তঞ্চঙ্গ্যা = রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি
মুরং = বান্দরবানের গভীর অরণ্যে
বনজোগী = বান্দরবানের গভীর অরণ্যে