বঙ্গভঙ্গ

বঙ্গভঙ্গ

তথ্যঃ

ব্রিটিশ শাসনের শুরু থেকেই বিহার ও উড়িষ্যা বাংলার সাথে যুক্ত ছিল।
এজন্য বাংলা প্রদেশ ছিলাে স্বাভাবিকের তুলনায় বড়, ফলে প্রশাসনিক কাজে সমস্যার সৃষ্টি হচ্ছিল।
প্রশাসনিক কাজের সুবিধার্থে লর্ড কার্জনের আদেশে ১৯০৫ সালে বাংলাকে প্রশাসনিকভাবে ভাগ করা হয়।
এই খণ্ডয়নের প্রক্রিয়াকেই বঙ্গভঙ্গ বলে। এটি একটি প্রশাসনিক সংস্কার ছিল।

প্রশ্ন: কার সময়ে বঙ্গভঙ্গ হয়?

উঃ লর্ড কার্জনের সময় ।

প্রশ্ন: বঙ্গভঙ্গ করেন কে?

উঃ লর্ড কার্জন।

প্রশ্ন: কত সালে বঙ্গভঙ্গ করা হয়?

উঃ ১৯০৫ সালে।

প্রশ্ন: কত সালে বঙ্গভঙ্গ কার্যকর করা হয়?

উঃ ১৯০৫ সালে।

প্রশ্ন: বঙ্গভঙ্গ রদ করেন কে?

উঃ লর্ড হার্ডিঞ্জ ।

প্রশ্ন: কত সালে বঙ্গভঙ্গ রদ করা হয়?

উঃ ১৯১১ সালে।

প্রশ্ন: বঙ্গভঙ্গ’ কী ধরনের সংস্কার ছিল?

উঃ প্রশাসনিক সংস্কার।

প্রশ্ন: ‘বঙ্গভঙ্গ এর মাধ্যমে বাংলাকে কয়টি ভাগে বিভক্ত করা হয়?

উঃ দুটি ভাগে।

প্রশ্ন: ‘বঙ্গভঙ্গ এর মাধ্যমে সৃষ্ট দুটি প্রদেশের নাম কী?

উঃ ১. বাংলা প্রদেশ (রাজধানী: কলকাতা)
২. পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ (রাজধানী: ঢাকা)।

প্রশ্ন: বঙ্গভঙ্গ’ এর মাধ্যমে সৃষ্ট নতুন প্রদেশটির নাম কী?

উঃ পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ। (নতুন প্রদেশের গভর্নর হিসেবে নিযুক্ত হন: ব্যামফিল্ড ফুলার)

প্রশ্ন: ‘বঙ্গভঙ্গ এর মাধ্যমে মূলত কাদের স্বার্থ সংরক্ষিত হয়?

উঃ মুসলমানদের।

প্রশ্ন: কে সর্বপ্রথম বঙ্গভঙ্গকে  মুসলমানদের স্বার্থের অনুকূলে বলে মতপ্রকাশ করে?

উঃ নবাব সলিমুল্লাহ

প্রশ্ন: কোন সম্প্রদায় বঙ্গভঙ্গের বিরুদ্ধে আন্দোলন করে?

উঃ বর্ণ হিন্দুগণ।

প্রশ্ন: ‘বঙ্গভঙ্গকে কেন্দ্র করে রবীন্দ্রনাথ ঠাকুর কোন কবিতাটি রচনা করেন?

উঃ ‘আমার সােনার বাংলা’ কবিতাটি।

প্রশ্ন: ‘বঙ্গভঙ্গকে কেন্দ্র করে রবীন্দ্রনাথ ঠাকুর কোন উৎসব চালু করেন?

উঃ রাখী বন্ধন উৎসব।

প্রশ্ন: ‘বঙ্গভঙ্গকে কেন্দ্র করে ‘পরাে না রেশমী চুড়ি, বঙ্গনারী, কভু হাতে আর পরাে না – এই গানটি গেয়ে গ্রামে গ্রামে ঘুরে বেড়াতেন কে?

উঃ মুকুন্দ দাস।

প্রশ্ন: বঙ্গভঙ্গকে কেন্দ্র করে কোন ব্রিটিশ বিরােধী আন্দোলন শুরু হয়?

উঃ স্বদেশী আন্দোলন।

প্রশ্ন: ‘স্বদেশী আন্দোলন এর সময়কাল কত?

উঃ ১৯০৫ সালে শুরু হয়ে ১৯০৮ সাল পর্যন্ত চলমান ছিল।

প্রশ্ন: স্বদেশী আন্দোলন এর নেতৃত্ব প্রদান করেন কে?

উঃ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।

প্রশ্ন: স্বদেশী আন্দোলন মােট কয়টি ভাগে বিভক্ত ছিল?

উঃ ৪টি।

প্রশ্ন: ‘স্বদেশী আন্দোলন’ এর শক্তিশালী সমর্থক ছিল কারা?

উঃ হিন্দু জমিদার শ্রেণি ।

প্রশ্ন: বাংলার নারীসমাজ সর্বপ্রথম কখন সক্রিয়ভাবে রাজনীতিতে যােগদান করে?

উঃ স্বদেশী আন্দোলনের সময় ।

প্রশ্ন: বঙ্গভঙ্গ’র বিরুদ্ধে বৈপ্লবিক আন্দোল শুরু করে কোন রাজনৈতিক সংগঠন?

উঃ কংগ্রেস।

নোট মোস্তাফিজার মোস্তাক

Check Also

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংক্ষিপ্ত জীবনী

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংক্ষিপ্ত জীবনী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী থেকে কেবল পরীক্ষায় আসার …