ফের লকডাউন আরোপের সামর্থ্য নেই পাকিস্তানের: ইমরান খান

আমাদের বাণী ডেস্ক, ঢাকা; দুই মাসের লকডাউন তুলে নেওয়ার পর পাকিস্তানে উদ্বেগজনক হারে বেড়েছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। তবে করোনা আক্রান্তের সংখ্যা বাড়লেও আবার লকডাউন আরোপের সামর্থ্য নেই পাকিস্তানের।

অর্থনৈতিক সংকটের কারণে পাকিস্তানে আর লকডাউন আরোপ করা সম্ভব নয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ইমরান খান।

  • আজ শুক্রবার পাকিস্তানের সংবাদমাধ্যম ডনর প্রতিবেদনে জানানো হয়, ইমরান খান এক বিবৃতিতে বলেন, ‘ভাইরাসের সংক্রমণ কমাতে সরকারি স্বাস্থ্য নির্দেশিকা মেনে চলা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা আর লকডাউন আরোপ করতে পারব না, এ দেশের সে সামর্থ্য নেই।’

ইমরান খান আরও বলেন, ‘শ্রমিক যারা দিন আনে দিন খায়, তাদের জন্যই লকডাউন তুলে নেওয়া হয়েছে। লকডাউন আরোপে বিত্তবানদের কোনো সমস্যা নেই। কিন্তু এটা শ্রমিকদের জন্য বড় সমস্যা।‘

  • দুই মাস লকডাউন থাকার পর চার সপ্তাহ আগে তা পাকিস্তানে শিথিলের ঘোষণা দেয় ইমরান খানের সরকার। আর এতেই আক্রান্তের সংখ্যা করোনার উৎপত্তি স্থান চীনকে ছাড়িয়েছে দেশটি।

করোনাভাইরাস নিয়ে তথ্য দেওয়া পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তালিকায় পাকিস্তানের বর্তমান অবস্থান ১৭ নম্বরে। সর্বশেষ তথ্যে জানানো যায়, দেশটিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৯ হাজার ২৪৯ জনে। পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে বলে সরকারকে জানিয়েছেন দেশটির চিকিৎসকেরা। এর মধ্যে মৃত্যু হয়েছে ১ হাজার ৮৩৮ জনের।

আমাদের বাণী ডট কম/০৫ জুন ২০২০/সিসিপি

Check Also

ভারতে কোভিড হাসপাতালে অগ্নিকাণ্ড: নিহত ৫

ঢাকাঃ ভারতে একটি কোভিড হাসপাতালে আগুন লেগে ৫ রোগীর মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন আরও অনেকেই। …