ফরেক্স ট্রেডিং কি? কিভাবে ফরেক্স ট্রেডিং করে আয় করবেন

ফরেক্স ট্রেডিং কি? কিভাবে ফরেক্স ট্রেডিং করে আয় করবেনঃ ফরেক্স ট্রেডিং কিভাবে করে-যারা নিয়মিত ইন্টারনেট ব্যবহার করেন তারা প্রায়ই একটি নাম শুনে থাকবেন আর সেটা হলো Forex Trading যা ফরেন এক্সচেঞ্জ ট্রেডিং বা কারেন্সি ট্রেডিং নামেও পরিচিত। ফরেক্স মারকেট হলো  একটি বিশ্বব্যাপী বিকেন্দ্রীভূত মার্কেটপ্লেস যেখানে বৈদেশিক মুদ্রা কেনা-বেচা হয়।

ইতিমধ্যে ফরেক্স ট্রেডিং মারকেট বিশ্বের সবচেয়ে বড় লিকুইড মানির বাজার হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। ২০১৯ সালের এক সমীক্ষা অনুযায়ী জানা যায় বিশ্বের বিভিন্ন ফরেক্স মার্কেট হতে প্রতিদিন গড়ে ৬.৬ ট্রিলিয়ন ডলার ফরেক্স ট্রেডিং মারকেট হতে লেনদেন হয়।  

অনলাইনে ইনকাম করার একটি জনপ্রিয় মাধ্যম ফরেক্স ট্রেডিং। এই সেক্টরে কাজ করে অনেকে অনলাইনে টাকা ইনকাম করতে চাই কিন্তু অনেকেই ফরেক্স ট্রেডিং কিভাবে করে সেই সম্পর্কে তেমন  কিছুই জানে না। সুতরাং তাদের জন্য সাজানো হয়েছে আমাদের আজকের ফরেক্স ট্রেডিং সম্পর্কিত পোষ্ট।

আজকের পোস্টের মাধ্যমে আমরা জানব ফরেক্স ট্রেডিং কি, ফরেক্স ট্রেডিং ট্রেডিং কিভাবে করে, ফরেক্স ট্রেডিং কিভাবে কাজ করে, ফরেক্স ট্রেডিং থেকে কিভাবে টাকা আয় করা যায়, ফরেক্স ট্রেডিং কি বাংলাদেশে বৈধ, ফরেক্স ট্রেডিং কি হালাল ইত্যাদি অর্থাৎ ফরেক্স ট্রেডিং সম্পর্কে A টু  Z আলোচনা করা হবে আজকের পোষ্টে। তো চলুন শুরু করা যাক-

বিশেষ সতর্কতা- আজকের পোস্টেটি আপনাকে ফরেক্সে উৎসাহিত বা নিরুৎসাহিত করার উদ্দেশ্যে নয় বরং আপনার জ্ঞান বাড়ানোর জন্য কিছু তথ্য দেওয়া হলো যাতে আপনারা ফরেক্স ট্রেডিং সম্পর্কে সঠিক তথ্য জানতে পারেন।

ফরেক্স ট্রেডিং কি? ফরেক্স ট্রেডিং কি? 

What is Forex Trading ফরেক্স ট্রেডিং এর ফরেক্স মানে হলো ফরেন এক্সচেঞ্জ (Foreign Exchange) যার অর্থ বৈদেশিক মুদ্রার লেনদেন। অর্থাৎ একদম সহজ ভাষায় বৈদেশিক মুদ্রার বিনিময়কে ফরেক্স ট্রেডিং হিসাবে বিবেচনা করা হয়। ফরেন এক্সচেঞ্জ FX ও ফরেক্স নামেও পরিচিত।

২০১৯ সালের এপ্রিল মাসের হিসাব অনুযায়ী বিশ্বব্যাপী প্রতিদিন ৬.৬ ট্রিলিয়ন ফরেন এক্সচেঞ্জ সেটেলমেন্ট করা হয়। ফরেক্স মার্কেট বিশ্বের বৃহত্তম ফাইন্যানসিয়াল মার্কেট। ফরেন এক্সচেঞ্জ বা ফরেক্স এতো জনপ্রিয় কারণ কমার্স, ট্রেডিং বা ট্যুরিজম এর মত জনপ্রিয় সেক্টরগুলোতে একটি দেশের মুদ্রাকে অন্য দেশের মুদ্রায় রূপান্তর ব্যাপারটি দারুণভাবে সম্পন্ন করতে পারে বলে।

Forex Market কি?

Forex Trading একটি অনলাইন ভিত্তিক আন্তর্জাতিক মার্কেট। ফরেক্স মার্কেটে পৃথিবীর অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশগুলোর মুদ্রা ক্রয়-বিক্রয়ের মাধ্যমে ট্রেডিং করা হয়। এই মুদ্রাগুলো একটি দেশের মুদ্রার সাথে অন্য দেশের মুদ্রা জোড়া আকারে থাকে।

ফরেক্স মার্কেটে প্রতিদিন প্রায় চার লক্ষ কোটি টাকারও বেশি লেনদেন হয়। সারা বিশ্বে এই মার্কেটের মতো এতো বড়ো ও জনপ্রিয় মার্কেট আর একটিও নেই। Forex trading বর্তমান আমাদের দেশেও অনেক জনপ্রিয়। Forex মার্কেটটি কিছুটা শেয়ার মার্কেটের মতো, তবে শেয়ার মার্কেটের সঙ্গে কিছু সামঞ্জস্য থাকলেও কাজের ক্ষেত্রে শেয়ার মার্কেট থেকে আলাদা এবং নিরাপদ। এই মার্কেটটি অনেক বড়ো তাই কোনো ব্যক্তি বা দেশের পক্ষে একা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।

এটি তার নিজ গতিতেই চলে এবং Forex Market এ লোকসানের পরিমাণ খুব কম। এটি এমন একটি মার্কেট যেখানে ট্রেড করতে জানলে কোন মুদ্রার দাম কমলেও লাভ আবার বাড়লেও লাভ করতে পারবেন।

ফরেক্স ট্রেডিং কিভাবে করে

আমরা ইতোমধ্যেই হয়তো বুঝে গেছি যে ফরেক্স ট্রেডিং মানেই হলো কোনো দেশের মুদ্রা কিনে সেটিকে অন্য আরেক দেশের মুদ্রার বিনিময়ে বেঁচে দেওয়া। তবে আদতে এটিকে সহজ মনে হলেও ফরেক্স ট্রেডিং এতটা সহজ ব্যাপার নয়।

ঠিকভাবে ফরেক্স ট্রেডিং শিখে এরপর বুঝে শুনে নির্দিষ্ট জায়গায় বিনিয়োগ করতে হয়। প্রচুর ইনভেস্টর ফরেক্সের লাভের ব্যাপারে শুনে এখানে ইনভেস্ট করেন। কিন্তু ৯৫ শতাংশই এক্ষেত্রে খালি হাতে ফিরে যান। এর পেছনে মূল কারন হলো ফরেক্স সম্পর্কিত জ্ঞানের ঘাটতি।

ফরেক্সে ট্রেডিং করার জন্য বেশ কিছু এজেন্ট, কোম্পানি বা ব্রোকার রয়েছে। এই ব্রোকারদের সাহায্য নিয়েই আপনি ফরেক্সে টাকা ইনভেস্ট করা এবং মুদ্রা গুলোর লেনদেন করতে পারবেন। তাই ফরেক্স ট্রেডিং ভালভাবে শিখে তারপর কোনো ভাল ব্রোকারের সাহায্যে আপনি ফরেক্স ট্রেডার হতে পারবেন।

ফরেক্স মার্কেটে সব সময় বিভিন্ন দেশের মুদ্রার বর্তমান দামের আপডেট থাকে। মুদ্রা কেনা বা বেঁচার সময় ট্রেডারকে সেই মুদ্রার বর্তমান এক্সচেঞ্জ রেট দেখে সিদ্ধান্ত নিতে হয়। গ্লোবাল ফরেক্স মার্কেটে এমনভাবে প্রত্যেক দেশের মুদ্রার বর্তমান দাম আপডেট হতে থাকে। ফরেক্সে ভিন্ন কোনো দেশের মুদ্রা কেনার সময়ে আপনি নিজ দেশের মুদ্রাও ব্যবহার করতে পারবেন।

ফলে কোনো দেশের মুদ্রার কম দামের সময় সেখানে ইনভেস্ট করে সেদেশের মুদ্রা কিনে রাখলে এবং বেশি দামের সময় সেই মুদ্রা বিক্রি করে দিয়ে ফরেক্স ট্রেডাররা আয় করে থাকে। এভাবেই এটি বিশ্বের সবচেয়ে বড় লেন দেনের বাজারে পরিণত হয়েছে।

ফরেক্স ট্রেডিং করতে কি কি প্রয়োজন

সর্বপ্রথম আপনি মানষিক এবং কৌশলের দিক দিয়ে নিজেকে তৈরি করুন। কারণ এগুলো আপনাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে সাহায্য করবে। এখানে আপনার প্রয়োজন পড়বে একটি কম্পিউটার বা ল্যাপটপ, একটি ইন্টারনেটের সংযোগ এবং কিছু অনলাইন ডলার থাকতে লাগবে।

অনলাইন ডলার বা ইন্টারনেট ডলার আপনি ফ্রিল্যান্সারদের নিকট পেয়ে যাবেন। ফ্রিল্যান্সার হলো যারা ইন্টারনেটে কিছু টাকার বিনিময়ে আপনার জন্য কাজ করে দিবে। ফরেক্স ব্রোকার সাইটে আপনাকে একটি একাউন্ট খুলতে হবে এবং এটি সম্পূর্ণ বিনামূল্যে খুলতে পারবেন।

ফরেক্স ট্রেডিং শিখুনযেঃ কোন কাজ শুরু করার আগে সেই কাজ সম্পর্কে ভালোভাবে জেনে নেয়া বা শেখা উচিৎ। ফরেক্স ট্রেডিংও তার ব্যতিক্রম নয়। ফরেক্স ট্রেডিং করা খুবই রিক্স। এখানে সামান্য ভুলের কারণে বিশাল আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। তাই ফরেক্স ট্রডিং ভালোভাবে না শিখে হুজুগের বশবতী হয়ে ফরেক্স ট্রেডিং এ নামলে পুজি হারানোর যথেষ্ট সম্ভাবনা রয়েছে।

বর্তমান আধুনিক যুগে ফরেক্স ট্রেডিং শেখার অনেক মাধ্যম রয়েছে। এখন অনেক প্রতিষ্ঠান রয়েছে যারা ফরেক্স ট্রেডিং করায় আপনি সেখানে ভর্তি হয়ে শিখে নিতে পারেন। এছাড়া অনলাইনে বই বা আর্টিকেল পড়ে, ভিডিং কন্টেন্ট দেখেও আপনি শিখতে পারেন।

মোট কথা যেভাবেই শেখেন না কেন আপনাকে ফরেক্স ট্রেডিং এর খুটিনাটি বিষয়সহ সকল বিষয় ভালোভাবে রপ্ত করতে হবে। কেবল মাত্র তখনই এই মার্কেট থেকে লাভবান হতে পারবেন। আশাকরি বিষয়টি বুঝতে পেরেছেন।

কিভাবে ফরেক্স ট্রেডিং করে আয় করবেন

ফরেক্স ট্রেডিং কিভাবে করে সে সম্পর্কে হয়তো আপনি ইতোমধ্যেই জেনে গেছেন। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারেক্স ফরেক্স ট্রেডিং থেকে আয় করব কিভাবে। এখন সেই প্রশ্নের উত্তরটিই দেওয়ার চেষ্টা করব। ফরেক্স ট্রেডিং থেকে আয় করতে চাইলে প্রথমত ভাল কোনো ব্রোকারের মাধ্যমে ফরেক্সে একাউন্ট ওপেন করতে হবে।

ফরেক্সের কিছু ব্রোকারের নাম হলো – Hot Forex, Trading Point, Delta Stock AD, eToro, Fast Brokers, Tadawul FX, Windsor Brokers ইত্যাদি। ফরেক্সে আয় করার ক্ষেত্রে ভালো ব্রোকার অনেক গুরুত্বপূর্ণ। কারণ ভালো ব্রোকার আপনাকে কম টাকায় একাউন্ট খুলতে সাহায্য করবে। এছাড়া তারা আপনাকে কম বিনিয়োগে ভাল ফরেক্স ট্রেডিং করার সুযোগ দিবে এবং যত তাড়াতাড়ি সম্ভব তারা অনলাইন সাপোর্ট দিবে।

ফরেক্স ট্রেডিং থেকে আয় করার ক্ষেত্রে ফরেন এক্সচেঞ্জে কারেন্সির উঠা নামার দিকে লক্ষ্য রেখে আপনাকে কম দামী কিন্তু সম্ভাবনায় কারেন্সি কিনতে হবে। এরপর সেই কারেন্সির দাম বেড়ে গেলে ভাল দামে বিক্রি করে দিতে হবে।

আপনি যে ব্রোকারের সাহায্যে ফরেক্সে লেনদেন করবেন তাদের ওয়েবসাইট বা এপসের মাধ্যমে আপনি প্রচুর পরিমাণে এনালাইসিস পাবেন, সেগুলো বিশ্লেষণ করেই মূলত ইনভেস্ট করতে হবে। সুতরাং ফরেক্স ট্রেডিং থেকে টাকা ইনকাম করার জন্য আপনাকে অবশ্যি ফরেক্স ট্রেডিং ভালভাবে শিখতে হবে।

মোবাইলে ফরেক্স ট্রেডিংঃ আমাদের মাঝে অনেকেই আছেন যারা ফরেক্স ট্রেডিং করতে চাই কিন্ত তাদের ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটার নাই কিন্তু তা বলে কি তারা ফরেক্স করতে পারবে না? অবশ্যই পারবে যদি তাদের কাছে একটা স্মার্ট ফোন থাকে তাহলে তারা মোবাইল ফোন দিয়েই খুব সহজেই ফরেক্স ট্রেডিং করতে পারবে।

তাছাড়া অনেকে ল্যাপটপ দিয়ে ফরেক্স ট্রেডিং করলেও জরুরী প্রয়োজনে অনেক সময় তাদের মোবাইল ফোন থেকে ফরেক্স ট্রেডিং এর এনালাইসিস করতে হয়। তখন অনেকে লগ ইন করতে সমস্যায় পড়েন। এই সমস্যার সমাধান পেতে লেখাটির এই অংশে চোখ ভালো ভাবে পড়ুন।

মোবাইল এর মাধ্যমে ফরেক্স ট্রেডিং করতে হলে আপনার মোবাইল ফোনে Meta trader 4 বা MT4 নামক অ্যাপসটি গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করে ইন্সটল করতে হবে। তারপর ব্রোকারের কাছে থেকে আপনার ই-মেইলে পাওয়া MT4 অ্যাকাউন্ট ডিটেইলস দিয়ে লগইন করতে হবে। মোবাইলে আপনার একাউন্টে লগইন করা কিছুটা ভিন্ন। তাই অনেকে লগইন করতে সমস্যায় পড়েন। কিন্তু নিচের দেখানো নিয়ম মেনে লগইন করলে অবশ্যই লগ ইন করতে পারবেন।

সফটওয়্যারটিতে লগ ইন করার পর সেটিং ওপেন করবেন। সেটিংস ওপেন করার পর বামপাশের উপরের মেনুতে ক্লিক করার সাথে সাথেই ম্যানেজ একাউন্ট দেখতে পারবেন। সেখানে ক্লিক করার পর নতুন একটি পেজ আসবে। সেখান থেকে আপনি Login to add existing account সিলেক্ট করবেন। তারপর আপনাকে ইমেইল করে যে সার্ভারটি দেওয়া হয়েছিল সেটি লিখে সার্চ করবেন।

সেই সার্ভারটির পেয়ে গেলে সেখানে ক্লিক করে ইউজার ID এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিবেন। এভাবেই আপনারা মোবাইল ব্যবহার করেই ট্রেডিং শুরু করতে পারবেন। লগইন হয়ে যাবার পর অ্যাপসটির মধ্যে অনেকগুলো অপশন দেখতে পাবেন। আশা করি সেগুলোতে নিয়ে একটু চর্চা করলেই মোবাইল থেকে ফরেক্স ট্রেডিং করতে আপনাদের কোনো সমস্যা হবেনা।

বাংলাদেশে ফরেক্স ট্রেডিং কি বৈধ

ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট ১৯৪৭ আইন অনুযায়ী, বাংলাদেশে ফরেন কারেন্সি বা বৈদেশিক মুদ্রা আদানপ্রদান শুধুমাত্র বাংলাদেশ ব্যাংক কর্তৃক অনুমোদিত ডিলার বা মানি চেঞ্জার দ্বারা করা যাবে। অর্থাৎ বাংলাদেশ ব্যাংক এর অনুমোদনবিহীন কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি ফরেক্স ট্রেডিং করে, সেক্ষেত্রে সেই ব্যক্তি বা প্রতিষ্ঠান বেআইনি এবং দন্ডযোগ্য অপরাধী হিসেবে বিবেচিত হবে।

সহজ ভাবে বলা যায় যে, ফরেক্স ট্রেডিং বাংলাদেশে অবৈধ নয় তবে তা অবশ্যই বাংলাদেশ ব্যাংকের নিয়মনীতি অনুসারে করতে হবে। এছাড়া এই বিষয় নিয়ে বিস্তারিত জানতে বাংলাদেশ ব্যাংকের সাথে যোগাযোগ করতে পারেন।

forex trading is halal

আপনার যদি ফরেক্স ট্রেডিং করার মাধ্যমে অনলাইন থেকে ইনকাম করতে চান তাহলে দুইটি বিষয় অবশ্যই আপনার মনে উদয় হতে পারে। এই প্রশ্ন ২টি হলো – ফরেক্স ট্রেডিং কি বাংলাদেশে বৈধ এবং ফরেক্স ট্রেডিং কি হালাল? বিষয় ২টি যথেষ্ট গুরুত্ব বহন করে। একটু আগেই আমরা জেনেছি ফরেক্স ট্রেডিং কি বাংলাদেশে বৈধ সেই সম্পর্কে।

এখন আমরা জানব ফরেক্স ট্রেডিং কি হালাল এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। বাংলাদেশের একটি মুসলিম প্রধান দেশ। এদেশে অধিকাংশ মানুষই মুসলিম এবং মুসলিমদের যেকোনো কাজের আগে হালাল এবং হারাম সম্পর্কে জেনে নেওয়া খুবই জরুরি। ফরেক্স ট্রেডিং যেহেতু একটি নতুন ব্যবসা, অনেকেই এই ব্যবসার পদ্ধতি নিয়েও দ্বিধার মধ্যে আছেন।

তাই আমাদের সকলের মধ্যেই ফরেক্স ট্রেডিং কি হালাল নাকি হারাম সে সম্পর্কে প্রশ্ন রয়ে গেছে। লেখাটির এই অংশে আমরা ফরেক্স ট্রেডিং হালাল নাকি হারাম সে সম্পর্কে জানার চেষ্টা করব। ফরেক্স ট্রেডিং হালাল নাকি হারাম এই প্রশ্নের উত্তরে আলেমদের কাছ থেকে দুইরকম বক্তব্য পাওয়া যায়৷ ফরেক্স ট্রেডিং এর মানে হচ্ছে বিভিন্ন দেশের মুদ্রার বেচা কেনা বেঁচা। মুদ্রা ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক সেদেশের মুদ্রার একটা নির্দিষ্ট পরিমাণ ইন্টারেস্ট রেট থাকে।

আমি বা আপনি ফরেক্স ট্রেড শুরু করলে সেই ইন্টারেস্ট রেট আমাদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। এই ইন্টারেস্ট গ্রহণ করা মুসলিমদের জন্য সম্পূর্ণভাবে হারাম। ইন্টারেস্ট গ্রহণের এই ঝামেলা থেকে মুক্তি পাওয়ার জন্য ফরেক্সের অনেক ব্রোকার আজকাল ইন্টারেস্ট ফ্রি একাউন্ট বা ইসলামিক একাউন্ট বা মুসলিম ফ্রেন্ডলি একাউন্ট এর পদ্ধতি গ্রহণ করেছে। যেসব ব্রোকাররা এই ইন্টারেস্ট ফ্রি একাউন্ট সাপোর্ট করে সেগুলোতে লেনদেন করা হারাম হবেনা।

কারন, কেন্দ্রীয় ব্যাংক যে ইন্টারেস্ট রেট দেয়, সেই হারাম থেকে তখন আমরা মুক্ত। তাছাড়া ফরেক্স ট্রেডিংয়ে বিভিন্ন দেশের মুদ্রার ক্রয় বিক্রয় করা হয়। এক দেশের মুদ্রা বিক্রি করে অন্য দেশের মুদ্রা ক্রয় করার ক্ষেত্রে হারাম কিছু নেই বলে মত দিয়েছেন আলেমরা। তবে একই দেশের মুদ্রা কেঁনাবেচা করলে সেটি হারাম হতে পারে। কারন এক টাকার দাম সব সময় এক টাকাই থাকবে। এক টাকার নোট দুইটাকায় বিক্রি করলে সেটি হবে সুদের নামান্তর। ভিন্ন দেশের মুদ্রা কেনা বেচায় দর পতনের ঝুঁকিও রয়েছে।

অতএব যেহেতু এখানে পরিশ্রম, ঝুকি এবং ইনভেস্ট এর বিষয় আছে সেক্ষেত্রে এই ব্যবসা ইসলামিক দৃষ্টিতে হালাল। তবে অধিকতর নিশ্চিত হওয়ার জন্য কোনো প্রখ্যাত আলেমের সাহায্য নিতে পারেন। নিচে ফরেক্স ট্রেডিং হালাল বা হারাম সম্পর্কিত একটি ভিডিও লিংক শেয়ার দেয়া হলো। আশা করি সঠিক ধারণা পেয়ে যাবেন।

ফরেক্স ট্রেডিং কি কিভাবে ফরেক্স ট্রেডিং করে আয় করবেন

ফরেক্স ট্রেডিং এ অনেকেই আগ্রহী এবং Forex Trading এর জন্য একাউন্ট খুলে ট্রেডিং এ ক্যারিয়ার গড়তে চান। কিন্তু এ সম্পর্কে সঠিক গাইডলাইনের অভাবে শেষ পর্যন্ত আর্থিকভাবে চরম ক্ষতিগ্রস্থ হন।

কারণ Forex Trading এর বাজার সবসময়ে ওঠানামা করে। মুদ্রার দর পতন এবং মুদ্রার মূল্যবৃদ্ধি হয় খুব দ্রুত। ফরেক্স ট্রেডিং জানতে সবসময় ফরেক্স মার্কেটের আপডেট সম্পর্কে খোঁজ রাখতে হবে। ডিলারদের সাথে সুসম্পর্ক রাখতে হবে।  তাই হুট করে কিছু না জেনে ট্রেডিং শুরু না করে এ বিষয়ে বিস্তারিত জেনে Trading শুরু করা উচিত।

ফরেক্স ট্রেডিং কি What is Forex Trading

আমরা যারা ইন্টারনেটে নিয়মিত আসা-যাওয়া করি তারা প্রায়ই একটি নাম শুনে থাকি আর তা হলাে Forex trading। এই Forex trading কি? চলুন আমরা জানতে চেষ্টা করি ফরেক্স ট্রেডিং কি Forex trading 2002 Foreign Exchange trade spelat Foreign currency Exchange সহজ বাংলায় বললে বিভিন্ন দেশের মুদ্রা ক্রয়-বিক্রয় করার মাধ্যমে ট্রেড করা। অর্থাৎ এক দেশের currency-এর সাথে অন্য দেশের currency বিনিময় করার মাধ্যমে ট্রেড করা।

যেমন ধরুন আপনার কাছে ৭০ টাকা আছে ঐ ৭০ টাকা দিয়ে আপনি ১ ডলার কিনলেন । কিছু দিন পর দেখলেন টাকার বিপরীতে ডলারের দাম বেড়ে প্রতি ডলার সমান ৭৫ টাকা হয়ে গেল। এখন আপনি ঐ ১ ডলার ৭৫ টাকায় বিক্রি করে দিলেন ফলে আপনার ৫ টাকা লাভ হলাে।
বর্তমানে ফ্রিল্যান্সিং কোন কাজের চাহিদা বেশি ২০২৩ আবার ধরুন টাকার বিপরীতে ডলারের দাম কমে ৭০ টাকা। এখন আপনি আবার ১ ডলার কিনলেন, ডলারের দাম বাড়লে আপনি আবার এই ডলার বিক্রি করে লাভ করবেন।

এভাবেই মুদ্রা ক্রয়-বিক্রয় করে আপনি লাভ করলেন । Forex trading অনেকটা মুদ্রা ক্রয়-বিক্রয় করার মতাে। তবে Forex trading মুদ্রা ক্রয়-বিক্রয় এর মত এত কঠিন বা অনেক সময়সাপেক্ষ নয়। Forex trading আরাে অনেক সহজ। এখানে আপনাকে অনেক বেশি পরিমাণ টাকা ইনভেষ্ট করতে হবেনা বা অনেক সময় ধরে বসে থাকতে হবে না মুদ্রার দাম ওঠা-নামা করার জন্য।

এখানে প্রতি ক্ষনে-ক্ষনেই মুদ্রার দাম উঠা-নামা করে। তাই বেশি সময় অপেক্ষা করতে হয়না। এখানে অল্প বিনিয়ােগ করেই Trade করা যায়। ভালাে ভাবে trading করতে পারলে অনেক বেশি লাভ করা যায় ।

ফরেক্স মার্কেট কি What is Forex Market?

Forex trading একটি online ভিত্তিক আন্তর্জাতিক মার্কেট। এই মার্কেটে পৃথিবীর অর্থনৈতিক ভাবে শক্তিশালী দেশগুলাের মুদ্রা ক্রয়-বিক্রয় এর মাধ্যমে ট্রেড করা হয়। এই মুদ্রাগুলাে একটি দেশের মুদ্রার সাথে দেশের মুদ্রা জোড়া আকারে থাকে। এই মার্কেটে প্রতিদিন প্রায় চার ট্রিলিয়নের ডলারের বেশি লেনদেন হয়।

সারা বিশ্বে এই মাকের্টের মতাে এত বড় ও জনপ্রিয় মার্কেট আর একটিও নেই। Forex trading এখন আমাদের দেশেও অনেক জনপ্রিয় হয়তাে সুদূর ভবিষ্যতে এটি আমাদের বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম একটি ক্ষেত্র হতে পারে।

এই মার্কেটটি কিছুটা শেয়ার মার্কেটের মতাে। তবে কিছুটা Share মার্কেটের মতাে হলেও এটি শেয়ার মার্কেট থেকে সম্পূর্ন আলাদা এবং নিরাপদ। এই মার্কেটটি অনেক বড় হওয়ায় কোন ব্যক্তি বা দেশের পক্ষে একে একক ভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব না।

এটি তার নিজ গতিতেই চলে । এই মার্কেটে ধ্বস বলে কিছু নেই। এটি এমন একটি Market যেখানে ট্রেড করতে জানলে কোন মুদ্রার দাম কমলেও লাভ আবার বাড়লেও লাভ । তাই এখানে মন্দাভাব বা ধ্বস বলে কিছু নেই।

ফরেক্স ট্রেডিং কিভাবে করে

ফরেক্স ট্রেডিং কিভাবে করেঃ Forex trading করতে হলে আপনাকে যেকোন একটি Forex ব্রোকার সাইট থেকে Account খুলতে হবে। এই সাইটগুলাে আপনাকে অনেক সুযােগ-সুবিধা দিবে বিনিয়ােগ করার জন্য । Forex ব্রোকার সাইট নিয়ে পরবর্তীতে আরাে বিশদ আলােচনা করা হয়েছে ।

Forex মার্কেট সপ্তাহে শনিবার ও রবিবার ছাড়া বাকি পাঁচ দিনই পুরাে ২৪ ঘণ্টা খােলা থাকে। ফলে এই পাঁচ দিনের যে কোন সময় আপনার সুবিধামতাে ট্রেড করতে পারেন। তবে Forex trading-এ শুধুমাত্র যে currency trade হয় তা কিন্তু নয়।

এখানে আরাে অনেক ধরনের ট্রেড হয়। যেমন গােল্ড, সিলভার ইত্যাদি। তবে সেগুলাে ততটা জনপ্রিয় না যতটা currency trade জনপ্রিয়। আপনারা যারা Forex trading করতে চান তারা এই লেখাটি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরাে পড়বেন এবং প্রােজেক্ট গুলাে করে, পরে নিজে কিছু দিন practice করলে আপনিও পারবেন Forex trading করতে।

ফরেক্স মার্কেটে ট্রেডিং করতে চাইলে নির্দিষ্ট কোন ব্যাংক বা প্রতিষ্ঠানে স্বশরীরে যাওয়ার প্রয়োজন নেই। ফরেক্স ট্রেডিং ইলেকট্রনিক্যালি পরিচালিত হয়, এই ব্যবস্থাকে বলা হয় ওভার দ্যা কাউন্টার (Over the Counter) (ওটিসি)। সপ্তাহের ৫ দিন ২৪ ঘন্টাই ফরেক্স মার্কেটে ট্রেডিং চলে। কিন্তু যেহেতু সময়ের হিসাব সবদেশে সমান নয় তাই বলা যায় প্রতিদিনই ট্রেডিং চলতে থাকে।

Forex trading এর সুবিধা

Forex trading-এর অনেক সুবিধা রয়েছে। আমরা এখানে এর কিছু সুবিধা নিয়ে আলােচনা করবাে। সর্বপ্রথম আমি এর যে সুবিধার কথা বলব তা হলাে এটি একটি online ভিত্তিক প্রতিষ্ঠান। ফলে যে কেউ চাইলে Forex trading করতে পারেন। কারন আপনি যে পেশারই হন না কেন যেখানে থাকেন না কেন আপনার একটি কম্পিউটার বা ল্যাপটপ এবং একটি ইন্টারনেট সংযােগ থাকলেই আপনি অন্য যেকোন কাজের পাশাপাশি Forex trading করতে পারেন এবং পৃথিবীর যেকোন জায়গায় বসে। ট্রেড পরিচালনা করতে পারেন।

আপনাকে এর পেছনে অনেক বেশি সময় ব্যয় করতে হবে না। শুধুমাত্র মাঝেমধ্যে আপনার ট্রেড লাইনটি check করলেই চলবে। আপনি যদি ট্রেড open করে সেখানে নাও থাকতে পারেন তারপরও আপনি চাইলে ট্রেড আপনার নিয়ন্ত্রণ-এ রাখতে পারেন । আপনি যদি ট্রেড চালু করে কম্পিউটারের সামনে নাও থাকতে পারেন তাহলেও কোন সমস্যা নেই কারন Stop loss এবং take profit system থাকার কারনে, আপনার ট্রেডে যদি লসও হয় তা হবে আপনি যতটুকু চান সে পর্যন্ত ।

আপনি লসের লিমিট যতটুকু দিবেন তার বেশি এক পয়শাও লস হবে না। সে জন্য এখানে Risk অনেক কম। কারন অনেক বেশি লস হওয়ার আশঙ্কা এখানে নেই। আপনি থাকলেও লস বেশি হওয়ার আগেই ট্রেড বন্ধ হয়ে যাবে।

আবার take profit এর মাধ্যমে যতটুকু লাভ হলে আপনি ট্রেড ক্লোজ করতে চান আপনি যদি সেখানে নাও থাকেন ঠিক সেই জায়গায় গিয়ে আপনার ট্রেড ক্লোজ হয়ে যাবে এবং লাভ আপনার Account এ যােগ হয়ে যাবে। ফলে এটি যেকোন পেশার মানুষ চাইলেই করতে পারেন। এমনকি যারা ঘরে বসে ইনকাম করতে চান তারা মাত্র কয়েক ঘণ্টা সময় দিয়ে ঘরে বসেই Earn করতে পারেন ।

মিনি ফরেক্স একাউন্টঃ
মিনি ফরেক্স একাউন্ট হচ্ছে মাঝারি ধরনের ফরেক্স একাউন্ট। এ ধরনের একাউন্টের মাধ্যমে প্রতি লটে সর্বোচ্চ ১০ হাজার ডলার পর্যন্ত এক্সচেঞ্জ করা যায়।
 
স্ট্যান্ডার্ড ফরেক্স একাউন্টঃ 
এটা ফরেক্স একাউন্টের মধ্যে সবচেয়ে বড় একাউন্ট। স্ট্যান্ডার্ড একাউন্ট ব্যবহার করে প্রতি লটে ১ লাখ ডলার পর্যন্ত এক্সচেঞ্জ করা যায়।  শতবর্ষ ধরে ফরেক্স মার্কেটের কার্যক্রম চলে আসছে।
 
এখন অনলাইনের সুবাদে আরও সহজে ফরেক্স এক্সচেঞ্জের কাজ করা যায়। কিন্তু তার জন্য প্রয়োজন ফরেক্স ট্রেডিং সম্পর্কে ভাল ধারণা থাকা। কিভাবে ফরেক্স ট্রেডিং করবেন তা সম্পর্কে জানতে প্রথমে ভালো একটি বই বা অনলাইনে এ সম্পর্কে আর্টিকেলগুলো পড়তে হবে। 
 
বেসিক ধারণা থেকে আগে জানতে হবে, তারপর Forex ডিলারদের থেকে ট্রেডিং সম্পর্কে শিখতে হবে। তার আগে ফরেক্স ট্রেডিংয়ে ইনভেস্ট করা যাবেনা৷ কারণ কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি ছাড়া আমাদের দেশে ফরেক্স ট্রেডিং নিষিদ্ধ। Proxy Server দিয়ে ব্যবসায় শুরু করা গেলেও যেকোন সময় একাউন্ট ব্যান হয়ে যেতে পারে। 
 
তাই আগে জানতে হবে আমাদের দেশে কোন কোন প্ল্যাটফর্মে ইনভেস্ট করা নিরাপদ। আর্থিক লেনদেনের ক্ষেত্রে কোন ধরনের মানি অ্যাপ ব্যবহার করা যাবে। কি ধরনের বিজ্ঞাপন এবং কার্যক্রম বৈধ তা সম্পর্কে বিস্তারিত জানতে ফরেক্স ট্রেডিং সম্পর্কে পড়াশোনা এবং এনালাইসিস করতে হবে।  কখন মুদ্রা কেনা উচিত, কিভাবে বিড করলে আস্কিং রেট বেশী পাওয়া যাবে তা জানতে তা জানতে হবে।
 
মার্জিন মানি রাখা এবং নিজের ব্যবসায় ও মূলধন অনুযায়ী একাউন্ট খুলতে হবে যাতে লটের পরিমাণ বেশী হয়। বেশী লট লেনদেন হলে মার্কেট থেকে লেভারেজও বেশী পাওয়া যাবে। এবং লেভারেজ বেশী হলে স্প্রেড অর্থ্যাৎ লাভের পরিমাণও বেশী হবে। 
 

Forex trading এর মৌলিক বিষয় 

Forex trading করতে হলে আপনাকে এর মৌলিক বিষয়গুলাে জানতে হবে। এগুলাে না জানলে আপনি trading বেশি দিন করতে পারবেন না। এগুলাে অত্যন্ত জরুরী। তাে চলুন আমরা Forex trading এর মৌলিক বিষয় গুলাে দেখি ।
 
এগুলাে হলােঃ
1. Currency pair বা মুদ্রা জোড়া 
2. Leverage 
3. PIPS
4. Spread 
5. Margin 
6. Brokers
 
Forex trading-করতে হলে সবাইকে উক্ত ছয়টি বিষয় সম্পর্কে অবশ্যই জানতে হবে । এছাড়াও আরাে অনেকগুলাে বিষয় আছে, যেগুলাে আমরা এগুলাের সাথেই সাথেই জানবাে। এই বিষয় গুলাে আমরা বিস্তারিত আলােচনা করবাে। আশা করছি মন দিয়ে পড়বেন এবং বুঝার চেষ্টা করবেন। মনে রাখবেন এগুলাে না বুঝলে trading করার সময় সমস্যায় পড়বেন। বিষয় গুলাে খুবই সহজ, আপনি মনােযােগ দিয়ে দেখলেই বুঝতে পারবেন।
 
আস্কিং রেট – Asking Rate: ফরেক্স এক্সচেঞ্জে আস্কিং রেট বলতে বোঝায় গ্রাহক যে মূল্যে বৈদেশিক মুদ্রা ক্রয়ে আগ্রহী থাকে সেই মূল্যকে। 
 
বিড প্রাইজ – Bid Price: ফরেক্স ট্রেডিং এ একজন সেলার বা বিক্রেতা যে মূল্যে ফরেন কারেন্সি বিক্রয় করেন বা দাম নির্ধারণ করেন তাকে বিড প্রাইজ বলে। তবে মার্কেটে মুদ্রার দর ওঠানামা করে বিধায় বিড প্রাইজ ও পরিবর্তন হয়ে থাকে। 
 
বেয়ার মার্কেট – Bear Market: ফরেক্স ট্রেডিং এ যখন মুদার দামের আকস্মিক পতন ঘটে এবং Forex Trading এ ব্যাপক দরপতন ঘটে সেই অবস্থাকে বেয়ার মার্কেট বলা হয়। এই অবস্থায় ট্রেডাররা ক্ষতিগ্রস্থ হয়ে থাকেন।
 
বুল মার্কেট – Bull Market: যখন ফরেক্স মার্কেটে সকল মুদ্রা বা কারেন্সির মূল্য বেড়ে যায় তখন সেই অবস্থাকে বুল মার্কেট বলা হয়। বুল মার্কেট ট্রেডিং এর উন্নতি নির্দেশ করে। 
 
মার্জিন – Margine: ফরেক্স ট্রেডিং এ মার্জিন বলতে বোঝায়, ট্রেডার ভবিষ্যতের কথা চিন্তা করে যে আলাদা করে অন্য একাউন্টে যে অর্থ রাখেন, তাকে বোঝানো হয়। এই অর্থের কারণে ব্রোকার নিশ্চন্ত থাকেন যে, ট্রেডার যদি ব্যবসায়ে লসও করেন তবুও সে এই মার্জিন মানি দিয়ে পুনরায় ক্ষতি সামলাতে পারবে। তাই Forex Trading এ ট্রেডারদের মার্জিন মানি রাখতে হয়। 
 
লেভারেজ -Leverage: লেভারেজ হচ্ছে ফরেক্স মার্কেট থেকে অতিরিক্ত মূলধন ধার করা। বেশিরভাগ ট্রেডার যে অর্থ নিয়ে ব্যবসায় শুরু করেন তার কয়েকগুন অর্থ ফরেক্স ট্রেডিং থেকে লেভারেজ হিসেবে নিয়ে ব্যবসায় চালু রাখেন।
 
লেভারেজ কত হবে তা নির্ভর করে লট সাইজের উপর। আপনি ১ লাখ টাকার ব্যবসায় করতে গেলে সর্বোচ্চ ১০ লাখ লেভারেজ পাবেন। যদি ১ কোটি টাকার ব্যবসায় করতে যান তাহলে ১০ কোটি টাকা লেভারেজ নিতে পারবেন। লেভারেজ ট্রেডারদের ব্যবসায় সম্প্রসারণ এবং মুনাফা অর্জনে সাহায্য করে। 
 
লট সাইজ – Lot Size: লট সাইজ ফরেক্স ট্রেডিং একাউন্ট এর ধরনের উপর নির্ভর করে। কারণ তিন ধরনের একাউন্ট যেমন মাইক্রো, মিনি এবং স্ট্যান্ডার্ড একাউন্ট অনুযায়ী তাতে নির্দিষ্ট লট সাইজে কারেন্সি এক্সচেঞ্জ করা যায়। মূলধন, মার্জিন, সবকিছু বিবেচনা করে একাউন্ট এবং লট সাইজ নির্বাচন করা উচিত। কারণ লট সাইজের উপর লেভারেজ এবং ট্রেডিং এর লাভ-ক্ষতি নির্ভর করে। 
 
স্প্রেড – Spread: আস্কিং রেট এবং বিড প্রাইজের মধ্যে পার্থক্যকে বলা হয় স্প্রেড। ট্রেডাররা Forex Trading এর জন্য কমিশন নেন না। তারা আয় করেন আস্কিং রেট এবং বিড প্রাইজের মধ্যে পার্থক্য থেকে। 

 

ফরেক্স ট্রেডিং কিভাবে শিখবেন ফরেক্স ট্রেডিং শিখুন

ফরেক্স ট্রেডিং শিখতে প্রথমেই Forex Trading নিয়ে কিছু ভালো ইংরেজি এবং বাংলা বই পড়ুন। তাহলে ফরেক্স সম্পর্কে ভালভাবে জানতে পারবেন। এছাড়া প্রতিনিয়ত ফরেক্স মার্কেটে সম্পর্কে আপডেট জানার চেষ্টা করুন।  ফরেক্স ডিলারদের মাধ্যমে ব্যবসায় শেখার চেষ্টা করুন। কারণ বই পড়ে প্রাথমিক জ্ঞান হলেও বাস্তব জ্ঞান আপনাকে ব্যবসায় করছেন এমন কেউই দিতে পারবেন।
 
কোন ভুয়া প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দেখে আকৃষ্ট না হয়ে রিয়েল ডিলারের কাছে ব্যবসায় শিখুন। অননাইনে ট্রাস্টেড ওয়েবসাইট থেকে ফরেক্স সম্পর্কে সার্চ করুন। 
  • বাংলাদেশ ব্যাংকের অননুমোদিত কোন মাধ্যমে ইনভেস্ট করা যাবেনা। 
  • ফরেক্স শেখানোর নামে কোন ভুয়া প্রতিষ্ঠান খোলা যাবেনা। 
  • বাংলাদেশে নিষিদ্ধ এমন কোন সাইটে একাউন্ট খোলা যাবেনা। 
  • প্রক্সি সার্ভার দিয়ে অন্য দেশের জন্য অনুমোদিত প্ল্যাটফর্ম এ একাউন্ট খোলা যাবেনা। 

ফরেক্স ট্রেডিং কি হালাল

অনেকেই Forex Trading হালাল না হারাম তা জানতে চান। নরমাল একাউন্টে ফরেক্স এক্সচেঞ্জ এর জন্য কেন্দ্রীয় ব্যাংক কতৃক নির্দিষ্ট ইন্টারেস্ট দেওয়া হয়। তবে ইন্টারেস্ট গ্রহন হারাম বিধায় অনেক ব্রোকার ইন্টারেস্ট ফ্রি একাউন্ট সেল করে থাকেন। যারা হালালভাবে Forex Trading করতে চান তারা এই একাউন্টগুলো ক্রয় করে ফরেক্স ট্রেডিং শুরু করতে পারেন। 
 
আর্টিকেলের শেষকথাঃ  ফরেক্স ট্রেডিং কি | কিভাবে ফরেক্স ট্রেডিং করে আয় করবেন ফরেক্স ট্রেডিং বিশ্বের সবচেয়ে বড় মার্কেটপ্লেস। এখানে প্রতিদিন সবচেয়ে বেশী পরিমাণ অর্থ লেনদেন করা হয়। 
কিন্তু আয়ের কৌশলে না জানলে এখান থেকে আয়ের চেয়ে ক্ষতির সম্ভাবনা বেশী। তাই সকল তথ্য জেনে ফরেক্স ট্রেডিং করলে খুব দ্রুত আর্থিকভাবে লাভবান হতে পারবেন।
 
মাসে লাখ টাকা আয় করা কোন ব্যাপারই হবেনা।  তবে ফরেক্স ট্রেডিং সম্পর্কে বিস্তারিত জানতে হবে এবং সবসময়ে আপডেট রাখতে হবে। আমরা আজকের আলোচনায় Forex Trading সম্পর্কে প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আশা করি তথ্যগুলো আপনাদের উপকারে আসবে। 

Check Also

ফ্রিল্যান্সিং কি? ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গাইডলাইন

ফ্রিল্যান্সিং কি? ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গাইডলাইন বাংলাদেশের বিপুল সংখ্যক বেকার মানুষের কর্মসংস্থানের চাহিদা অনেক অংশে কমিয়েছে …