ফররুখ আহমদ

ফররুখ আহমদ

➡️কবি ফররুখ আহমদকে বলা হয় ‘মুসলিম রেনসার কবি, ‘বাংলা সাহিত্যের ইসলামি রেনসাঁর কবি’ ‘মুসলিম জাগরণের কবি।

➡️ফররুখ আহমদের প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থের নাম- সাত সাগরের মাঝি। এই কাব্যগ্রন্থের মাধ্যমে ইসলামি চেতনাবােধ ও মুসলিম নব- জাগরণের চেষ্ঠা করেছেন কবি। এই কাব্যগ্রন্থের উপজীব্য হলাে ইসলামের এতিহাস ও ঐতিহ্য। সাত সাগরের মাঝি তাঁর রচিত কেবল প্রথম কাব্যগ্রন্থই নয়; এটি তাঁর রচিত শ্রেষ্ঠ কাব্যগ্রন্থও।

➡️ ফররুখ আহমদের রচিত কাব্যনাট্যের নাম: নৌফেল ও হাতেম।

➡️ ফররুখ আহমদের রচিত কাহিনিকাব্যের নাম: হাতেমতায়ী।

➡️যে গ্রন্থটির জন্য তিনি ‘আদমজি পুরস্কার লাভ করেন- হাতেমতায়ী।

➡️যে গ্রন্থটির জন্য তিনি ‘ইউনেস্কো সাহিত্য পুরস্কার লাভ করেন – পাখির বাসা।

➡️ ফররুখ আহমদের সনেট সংকলন : কয়েকটি কবিতা (এটি একটি সনেট কবিতার সংকলিত কাব্যগ্রন্থ)

➡️ফররুখ আহমদের বিখ্যাত কবিতার নাম: পাঞ্জেরি (এটি ‘সাত | সাগরের মাঝি’ কাব্যগ্রন্থের অন্তর্গত)

➡️তাঁর রচিত আরেকটি উল্লেখযােগ্য কাব্যগ্রন্থ: সিরাজাম মুনীরা

📒কিছু প্রশ্ন
➡️প্র : ফররুখ আহমদের জন্মতারিখ কত?
উ : ১০ই জুন, ১৯১৮।

➡️প্র : তিনি কোথায় জন্মগ্রহণ করেন?
উ : মাঝআইল গ্রাম, যশাের।

➡️প্র: তিনি তাঁর রচিত হাতেমতায়ী গ্রন্থের জন্যে কি পুরস্কার লাভ করেন?
উ: আদমজি পুরস্কার (১৯৬১)।

➡️প্র: তিনি ‘পাখির বাসা’ গ্রন্থের জন্যে কি পুরস্কার লাভ করেন?
উ : ইউনেস্কো (১৯৬৬)।

➡️প্র : তিনি আর কি কি পুরস্কারে ভূষিত হন? : বাংলা উঃ একাডেমী পুরস্কার, একুশে পদক।

➡️প্র : তাঁর রচিত শ্রেষ্ঠ কাব্যগ্রন্থের নাম কি?
উ : সাত সাগরের মাঝি (১৯৪৪) ।

➡️প্র : তাঁর রচিত কাব্যনাট্যের নাম কি?
উ : নৌফেল ও হাতেম (১৯৬১)।

➡️প্র : তাঁর রচিত সনেট সংকলনের নাম কি?
উ : মুহূর্তের কবিতা (১৯৬৩)।

➡️প্র : তাঁর রচিত শিশুতােষ গ্রন্থের নাম কি?
উ : পাখির বাসা (১৯৬৫)।

➡️প্র: তাঁর রচিত কাহিনীকাব্যের নাম কি?
উ : হাতেমতায়ী (১৯৬৬)।

➡️প্র: পাকিস্তানের রাষ্ট্রভাষা প্রশ্নে তাঁর অবস্থান কি?
উ : বাংলা ভাষার পক্ষে।

➡️প্র : পাকিস্তান বেতার-টিভিতে রবীন্দ্রসঙ্গীত প্রচার বন্ধের সিদ্ধান্তে তার অবস্থান কি?
উ : তিনি বন্ধ রাখার পক্ষে ছিলেন।

➡️প্র : বাংলাদেশের মুক্তিযুদ্ধে তার ভূমিকা কি?
উ : মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ও পাকিস্তানের অখণ্ডতার পক্ষে অবস্থান।

➡️প্র : তার মৃত্যুতারিখ কত?
উ : ১৯শে অক্টোবর, ১৯৭৪।

➡️সংকলন-মোস্তাফিজার মোস্তাক

Check Also

বাংলা সাহিত্যের বিখ্যাত উক্তি ও প্রবক্তা

বাংলা সাহিত্যের বিখ্যাত উক্তি ও প্রবক্তা 📒রবীন্দ্রনাথ ঠাকুর ১। ‘আজি হতে শত বর্ষে পরে কে …