ফণীর আঘাতে বিপর্যস্ত ওড়িশা, চলছে তাণ্ডব

অতি শক্তিশালী প্রবল ঘূর্ণিঝড় ফণীর আঘাতে বিপর্যস্ত ভারতের ওড়িশার পুরী। সকাল সাড়ে ৯ টা নাগাদ ঘূর্ণিঝড়টি আঘাত হানে। আশঙ্কা করা হচ্ছে ঘূর্ণিঝড়ে ওড়িশা ব্যাপক ক্ষতির মুখে পড়বে।

ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, পুরীর জগন্নাথ মন্দির সম্পূর্ণ বিদ্যুৎহীন হয়ে পড়েছে। বিদ্যুৎহীন হয়েছে ওড়িশার পুরী, গোপালপুরসহ বিভিন্ন এলাকা। এছাড়া ঘূর্ণিঝড়ে ওইসব এলাকার উপড়ে পড়েছে অনেক গাছ। সেইসঙ্গে কিছু বাড়ির ক্ষতি হয়েছে বলে খবরে বলা হয়েছে।

খবরে বলা হয়েছে, ফণীর গতিপথে ওড়িশার ১০ হাজার গ্রাম এবং ৫২টা শহর পড়বে। এছাড়া ফণীর কারণে শনিবার পর্যন্ত দেশটি বাতিল করে দেওয়া হয়েছে মোট ১৪৭টি ট্রেন।

এছাড়া দেশটির কলকাতা বিমানবন্দর আজ রাত সাড়ে ৯টা থেকে আগামী কাল সন্ধ্যা ৬টা পর্যন্ত বন্ধ থাকবে বলে ঘোষণা দেয়া হয়েছে।

দেশটির বিভিন্ন রাজ্য ও জেলা থেকে অন্তত ১১ লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

[wpdevart_like_box profile_id=”https://www.facebook.com/amaderbani24/” connections=”show” width=”300″ height=”550″ header=”small” cover_photo=”show” locale=”en_US”]

Check Also

ভারতে কোভিড হাসপাতালে অগ্নিকাণ্ড: নিহত ৫

ঢাকাঃ ভারতে একটি কোভিড হাসপাতালে আগুন লেগে ৫ রোগীর মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন আরও অনেকেই। …