প্রাক প্রাথমিক শিক্ষায় চালু হচ্ছে ‘বর্ণ পরিচয়’

এবছর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিশতবর্ষপূর্তি চলছে।বাংলার নব জাগরণপর্বে এই মনিষীর প্রতি শ্রদ্ধা জানাতে প্রাক প্রাথমিক শিক্ষায় `বর্ণ পরিচয়` অন্তর্ভুক্ত করার কথা ভাবছে রাজ্যের শিক্ষা দপ্তর। ইতোমধ্যেই প্রথম শ্রেণিতে রবি ঠাকুরের `সহজ পাঠ` পড়ানো চালু হয়েছে।এবার `বর্ণ পরিচয়` চালু হলে বুনিয়াদি শিক্ষায় আলাদা মাত্রা যুক্ত হবে বলেই ভাবছেন শিক্ষা কর্তারা ।

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিশতবর্ষপূর্তি উপলক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকার বেশ কিছু উদ্যােগ নিয়েছে। বিভিন্ন স্কুল কলেজে এই মহান সংস্কারক এবং শিক্ষাবিদকে সম্মান জানাতে নাানা ধরনের কর্মসূচীর পালনের নির্দেশ শিক্ষা দপ্তরের তরফ থেকে দেয়া হয়েছে।প্রাক প্রাথমিকে `বর্ণ পরিচয়` চালু তারই একটি অংশ।

Check Also

ভারতে কোভিড হাসপাতালে অগ্নিকাণ্ড: নিহত ৫

ঢাকাঃ ভারতে একটি কোভিড হাসপাতালে আগুন লেগে ৫ রোগীর মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন আরও অনেকেই। …