প্রমথ চৌধুরী
➡️বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক- প্রমথ চৌধুরী।
(কিন্তু বাংলা গদ্যের প্রবর্তক’ হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর; ‘বাংলা গদ্য রীতির প্রবর্তক প্রমথ চৌধুরী; সাধু রীতির প্রবর্তক হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ।)
➡️প্রমথ চৌধুরী কোন ছদ্মনাম ব্যবহার করতেন?
👉বীরবল।
📒প্রবন্ধগ্রন্থ/ প্রবন্ধ:
➡️ ‘বীরবলের হালখাতা (বাংলা সাহিত্যে চলিত রীতিতে লেখা প্রথম গ্রন্থ। এটি ভারতী পত্রিকায় প্রথম প্রকাশিত হয়।)
➡️তেল নুন লকড়ি
📒 প্রবন্ধ সংগ্রহ
➡️ রায়তের কথা
➡️ নানা কথা
➡️বই পড়া।
📒গল্প গ্রন্থ: চার ইয়ারী কথা ।
📒কাব্যগ্রন্থ:
➡️সনেট পঞ্চাশৎ,
➡️পদচারণ
📒কিছু প্রশ্ন
➡️প্রমথ চৌধুরীর জন্মতারিখ কত?
৭ই অগস্ট, ১৮৬৮।
➡️তিনি কোথায় জন্মগ্রহণ করেন?
যশােরে ।
➡️তিনি কোন সাহিত্যে সুপণ্ডিত ছিলেন?
ফরাসি ও ইংরেজি।
➡️প : তিনি কি ছদ্মনাম ব্যবহার করে অনেক রচনা প্রকাশ করেন?
উ : বীরবল।
➡️প্র : প্রমথ চৌধুরীকে কি বলা হয়?
উ : বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক ।
➡️ প্র : চলিত রীতির তার প্রথম গদ্যরচনা কোনটি?
উ : বীরবলের হালখাতা (ভারতী পত্রিকায় প্রকাশ : ১৯০২)।
➡️প্র: তাঁর রচিত বীরবলের হালখাতা গদ্য রচনাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়?
উ : ভারতী ।
➡️প্র : তিনি কোন মাসিক পত্রিকাটি সম্পাদনা করে প্রভূত খ্যাতি অর্জন করেন?
উ: সবুজপত্র (১৯১৪)।
➡️প্র : তিনি বাংলা সাহিত্যে কি হিসেবে স্মরণীয়?
উ : চলিত ভাষার প্রবর্তক ও বিদ্রুপাতাক প্রাবন্ধিক হিসেবে।
➡️প্র : প্রমথ চৌধুরী রচিত প্রবন্ধগ্রন্থগুলাের নাম কি?
উ: তেল নুন লকড়ি (১৯০৬),
বীরবলের হালখাতা (১৯১৬),
নানাকথা (১৯১৯),
আমাদের শিক্ষা (১৯২০),
রায়তের কথা (১৯২৬),
নানাচর্চা (১৯৩২),
প্রবন্ধ সংগ্রহ (১ম খণ্ড-১৯৫২, ও ২য় খণ্ড- ১৯৫৩)।
➡️প্র : তিনি বাংলা কাব্যসাহিত্যে কিসের প্রবর্তক হিসেবে বিশেষ স্থান লাভ করেন?
উ : ইটালীয় সনেটের।
➡️প্র : সুশিক্ষিত ব্যক্তি মাত্রই স্বশিক্ষিত উক্তিটি কার?
উ : প্রমথ চৌধুরীর ।
➡️প্র : তাঁর রচিত গল্পগ্রন্থগুলাের নাম কি?
উ : চার ইয়ারী কথা (১৯১৬),
আহুতি(১৯১৯),
নীললােহিত ও গল্পসংগ্রহ (১৯৪১)।
➡️প্র : তিনি আর কোন পত্রিকা সম্পাদনা করেন?
উ: বিশ্বভারতী পত্রিকা।
➡️প্র : রবীন্দ্র পরিবারের সঙ্গে প্রমথ চৌধুরীর সম্পর্ক কি?
উ : প্রমথ চৌধুরী রবীন্দ্রনাথের অগ্রজ বাংলার প্রথম সিভিলিয়ান সত্যেন্দ্রনাথ ঠাকুরের কন্যা ইন্দিরা দেবীকে বিয়ে করেন।
➡️প্র : তিনি কি পদক লাভ করেন?
উ : কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত্তারিণী স্বর্ণপদক |
➡️প্র : তিনি কত তারিখে মৃত্যুবরণ করেন?
উ : ২রা সেপ্টেম্বর, ১৯৪৬ (১৬ই ভাদ্র ১৩৫৩); শান্তিনিকেতন।
➡️সংকলন-মোস্তাফিজার মোস্তাক