পরিক্ষায় আসার মতো ‘সব সাল’ একসাথে

পরিক্ষায় আসার মতো সব সাল একসাথে

প্রাইমারি শিক্ষক নিয়ােগ পরীক্ষায় গুরুত্বপূর্ণ সাল থেকে প্রায়ই প্রশ্ন থাকেই। তাই এখানে গুরুত্বপূর্ণ সাল একসাথে সাজিয়ে দেয়া হলাে :

১। হিউয়েন সাং-এর বাংলায় আগমন = ৬৩৮

২। আরব মুসলমানদের বাংলায় আগমন = ৭১২

৩। বাংলায় পাল বংশের প্রতিষ্ঠা = ৭৫০

8। বাংলায় সেন বংশের প্রতিষ্ঠা = ১০৫০

৫। ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বখতিয়ার খলজির বাংলা বিজয় = ১২০৪ সালে

৬। ষাট গম্বুজ মসজিদের প্রতিষ্ঠা = ১৪৫৯

৭। ফখরুদ্দিন মােবারক শাহ কর্তৃক বাংলার স্বাধীনতার ঘােষণা = ১৩৩৮

৮। কলম্বাসের আমেরিকা আবিষ্কার = ১৪৯২

৯। ইউরোপ থেকে সমুদ্র পথে ভারতবর্ষে আসার পথ আবিষ্কার = ১৪৮৭

১০। পর্তুগিজ নাবিক ভাস্কো-ডা-গামার ভারতবর্ষে আগমন করেন = ১৪৯৮

১১। পানি পথের প্রথম যুদ্ধ = ১৫২৬

১২। বাংলা সাল গণনা শুরু + পানি পথের দ্বিতীয় যুদ্ধ+সম্রাট আকবরের সিংহাসন লাভ = ১৫৫৬।

১৩। সুবেদার ইসলাম খান কর্তৃক সর্বপ্রথম ঢাকা বাংলার রাজধানীর হিসেবে মর্যাদা লাভ = ১৬১০।

১৪। শাহজাদা মােহাম্মদ আজম কর্তৃক লালবাগ কেল্লা প্রতিষ্ঠা= ১৬৭৮

১৫। মাত্র ২৩ বছর বয়সে নবাব সিরাজ-উদ-দৌলার ক্ষমতা লাভ = ১৭৫৬

১৬। পলাশীর যুদ্ধ= ১৭৫৭ সালে।

১৭। পানি পথের তৃতীয় যুদ্ধ = ১৭৬১

১৮। বক্সারের যুদ্ধ = ১৭৬৪

১৯। দ্বৈত শাসন ব্যবস্থা ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভ = ১৭৬৫।

২০। ছিয়াত্তরের মন্বন্তর = ১৭৭০ (বাংলা ১১৭৬ সালে)

২১। আমেরিকার স্বাধীনতা লাভ = ১৭৭৬।

২২। ফরাসি বিপ্লব = ১৭৮৯

২৩। লর্ড কর্নওয়ালিস কর্তৃক ‘চিরস্থায়ী বন্দোবস্ত’, ‘সূর্যাস্ত আইন প্রবর্তন = ১৭৯৩

২৪। ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা = ১৮০০।

২৫। ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ চালু = ১৮০১।

২৬। ওয়াটার লু’ যুদ্ধ = ১৮১৫।

২৭। ফরায়েজী আন্দোলন শুরু = ১৮১৮

২৮। লর্ড বেন্টিং কর্তৃক রাজা রামমােহন রায়ের প্রচেষ্টায় সতীদাহ প্রথা রহিতকরণ + ঢাকা বিভাগ চালু = ১৮২৯।

২৯। তিতুমীরের বাঁশের কেল্লা নির্মাণ = ১৮৩১

৩০। বাংলাদেশে প্রথম চা চাষ শুরু = ১৮৪০

৩১। লর্ড ডালহৌসি কর্তৃক উপমহাদেশে প্রথম রেলগাড়ি চালু = ১৮৫৩।

৩২। লর্ড ডালহৌসি কর্তৃক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রচেষ্টায় হিন্দু বিধবা আইন পাশ = ১৮৫৬

৩৩। বাংলা ভাষার প্রথম উপন্যাস প্রকাশ + সিপাহী বিদ্রোহ + উপমহাদেশে কাগজের মুদ্রা চালু = ১৮৫৭।

৩৪। ভারতীয় উপমহাদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ও রানি ভিক্টোরিয়া তথা ব্রিটিশ সরকার কর্তৃক ভারতীয় উপমহাদেশে শাসনভার গ্রহণ = ১৮৫৮।

৩৫। নীল বিদ্রোহের অবসান + ঢাকা থেকে প্রথম প্রকাশিত গ্রন্থ হিসেবে নীল দর্পণ’ নাট্যগ্রন্থের প্রকাশ = ১৮৬০।।

৩৬। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ও মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদবধ মহাকাব্যে প্রকাশ + আমেরিকা গৃহ যুদ্ধ শুরু = ১৮৬১।

৩৭। বাংলাদেশে প্রথম রেলগাড়ি চালু = ১৮৬২।

৩৮। যুক্তরাষ্ট্রের দাসপ্রথা বিলুপ্ত+ মােহামেডান লিটারেরি সােসাইটি = ১৮৬৩

৩৯। বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস ‘দুর্গেশনন্দিনী প্রকাশিত = ১৮৬৫।

৪০। বেগম রােকেয়ার জন্ম = ১৮৮০।

৪১। ভারতীয় উপমহাদেশের প্রথম রাজনৈতিক দল হিসেবে ‘ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস’ প্রতিষ্ঠা ১৮৮৫।

৪২। বিশ্বের প্রথম নারী হিসেবে নিউজিল্যান্ডের নারীরা প্রথম ভােটাধিকার পান = ১৮৯৩ ।

৪৩। আধুনিক অলিম্পিকের যাত্রা শুরু = ১৮৯৬।

৪৪। কাজী নজরুল ইসলাম ও জীবনানন্দ দাশের জন্ম= ১৮৯৯।

৪৫। নােবেল পুরস্কার দেওয়া শুরু = ১৯০১

৪৬। বঙ্গভঙ্গ এবং ঢাকা প্রাদেশিক রাজধানী হিসেবে মর্যাদা লাভ= ১৯০৫ সালে

৪৭। মুসলীম লীগ প্রতিষ্ঠিত = ১৯০৬ সালে

৪৮। চর্যাপদ আবিষ্কৃত = ১৯০৭ সালে

৪৯। শ্রীকৃষ্ণকীর্তন আবিষ্কৃত = ১৯০৯ সালে।

৫০। গীতাঞ্জলি প্রকাশ = ১৯১০ সালে।

৫১। বঙ্গভঙ্গ রদ =১৯১১ সালে।

৫২। টাইটানিক জাহাজ আটলান্টিক মহাসাগরে ডুবে যায় = ১৯১২।

৫৩। গীতাঞ্জলি কাব্যের জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের নােবেল লাভ বাংলাদেশ জাতীয় জাদুঘর প্রতিষ্ঠা + যুক্তরাষ্ট্র কর্তৃক পানামা খাল খনন শুরু= ১৯১৩

৫৪। প্রথম বিশ্বযুদ্ধ শুরু + সবুজপত্র পত্রিকা প্রকাশ = ১৯১৪

৫৫। চর্যাপদ + শ্রীকৃষ্ণকীর্তন কাব্য প্রকাশিত + লক্ষ্মী চুক্তি = ১৯১৬

৫৬। লেনিনের নেতৃত্বে রুশ বিপ্লব/বলশেবিক বিপ্লব/অক্টোবর বিপ্লব এবং রাশিয়ায় জারতন্ত্রের অবসান + পুলিৎজার পুরস্কার শুরু + যুক্তরাষ্ট্রের প্রথম বিশ্ব যুদ্ধে অংশগ্রহণ + বেলফোর ঘােষণা ( ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য) = ১৯১৭

৫৭। প্রথম বিশ্বযুদ্ধ শেষ + ব্রিটেনের নারী ভােটাধিকার পায় সওগাত পত্রিকা প্রকাশ = ১৯১৮।

৫৮। ILO প্রতিষ্ঠা + খেলাফত আন্দোলন + জালিওয়ানবাগ হত্যাকাও + রবীন্দ্রনাথ ঠাকুরের নাইট উপাধি বর্জন = ১৯১৯।

৫৯। League of Nations’ (জাতিপুঞ্জ) + প্রতিষ্ঠা মহাত্মা গান্ধীর নেতৃত্বে খেলাফত আন্দোলন শুরু + বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম = ১৯২০

৬০। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা = ১৯২১

৬১। কল্লোল পত্রিকা প্রতিষ্ঠা + ইন্টারপােলের প্রতিষ্ঠা + বেঙ্গল প্যাক্ট (হিন্দু মুসলমান ঐক্য চুক্তি) + ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন = ১৯২৩

৬২। মুসলিম সাহিত্য সমাজ’ প্রতিষ্ঠা = ১৯২৬।

৬৩। শিখা পত্রিকা ও মাসিক মােহাম্মদী পত্রিকা প্রকাশ = ১৯২৭

৬৪। আলেকজান্ডার ফ্রেমিং কর্তৃক পেনিসিলিন আবিষ্কার = ১৯২৮।

৬৫। মুহম্মদ আলী জিন্নাহ কর্তৃক ১৪-দফা’ ঘােষণা = ১৯২৯।

৬৬। বিশ্বকাপ ফুটবল শুরু = ১৯৩০।

৬৭। ভারত শাসন আইন প্রবর্তন = ১৯৩৫।

৬৮। ভারতীয় উপমহাদেশে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত = ১৯৩৭।

৬৯। মুহম্মদ আলী জিন্নাহ কর্তৃক “দ্বি-জাতি তত্ত্ব’ ঘােষণা + দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু = ১৯৩৯।

৭০। শেরে বাংলা এ.কে. ফজলুল হক কর্তৃক লাহোর প্রস্তাব উত্থাপন =১৯৪০ সালে।

৭১। রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু + দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান কর্তৃক পার্ল হারবার আক্রমণ= ১৯৪১

৭২। মহাত্মা গান্ধী কর্তৃক ‘ভারত ছাড়’ আন্দোলন শুরু = ১৯৪২।

৭২। পঞ্চাশের মন্বন্তর = ১৯৪৩ (বাংলা ১৩৫০)

৭৪। ব্রিটেন উডস সম্মেলন অনুষ্ঠিত ও বিশ্ব ব্যাংক প্রতিষ্ঠা = ১৯৪৪

৭৫। IMF প্রতিষ্ঠা + UNESCO প্রতিষ্ঠা + জাতিসংঘ প্রতিষ্ঠা + জাপানে পারমাণবিক বােমা নিক্ষেপ + দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ + সবুজ বিপ্লব = ১৯৪৫

৭৬। World Bank (বিশ্ব ব্যাংক)-এর কার্যক্রম শুরু = ১৯৪৬।

৭৭। IMF-এর কার্যক্রম শুরু + ভারতবর্ষ বিভক্ত (পাকিস্তান ও ভারতের স্বাধীনতা) + এসকাপ প্রতিষ্ঠা = ১৯৪৭ সালে

৭৮। জাতিসংঘ কর্তৃক সর্বজনীন মানবাধিকার ঘােষণা + সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন+ ভাষা আন্দোলনের সূত্রপাত + ফিলিস্তিনের মাতৃভূমিতে ইসরাইল রাষ্ট্রের প্রতিষ্ঠা + বিশ্ব শান্তিরক্ষী বাহিনী গঠন + উত্তর কোরিয়া + দক্ষিণ কোরিয়া + শ্ৰীলংকা+ মিয়ানমারের স্বাধীনতা + কম্পিউটারের ট্রানজিস্টর আবিষ্কার = ১৯৪৮

৭৯। আওয়ামী লীগের প্রতিষ্ঠা + ন্যাটো প্রতিষ্ঠা + জেনেভা কনভেনশন + চীনা কমিউনিস্ট বিপ্লব + আনুষ্ঠানিকভাবে কমনওয়েলথ প্রতিষ্ঠা = ১৯৪৯।

৮০। পূর্ববঙ্গ জমিদারী দখল ও প্রজাস্বত্ব আইন প্রণীত + মংলা সমুদ্র বন্দর + UNHCR প্রতিষ্ঠা = ১৯৫০।

৮১। ভাষা আন্দোলন + এশিয়াটিক সােসাইটি প্রতিষ্ঠা + শহীদ মিনার প্রতিষ্ঠা =১৯৫২ সালে

৮২। যুক্তফ্রন্ট গঠন + ডিএনএ ডাবল হেলিক্স + প্রথম নারী হিসেবে এডমন্ড হিলারির ও শেরপার এভারেস্ট জয় = ১৯৫৩।

৮৩। যুক্তফ্রন্টের নির্বাচনে জয়লাভ + জাতীয় প্রেস ক্লাব + গণপরিষদে বাংলা ভাষাকে স্বীকৃতি + পূর্ব বাংলায় কেন্দ্রীয় শাসন জারি = ১৯৫৪।

৮৪। বালাদেশের প্রথম গ্যাসক্ষেত্র আবিষ্কার + বাংলা একাডেমি প্রতিষ্ঠা + আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দটি বাদ + বান্দুং সম্মেলন (ন্যাম গঠনের উদ্দেশ্যে) = ১৯৫৫।

৮৫। বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে সাংবিধানিক স্বাকৃতি প্রদান + জাতীয়করণ = ১৯৫৬ মিশরের।

৮৬। বাংলাদেশে প্রথম গ্যাস উত্তোলন শুরু + মাওলানা ভাসানীর কাগমারি সম্মেলন + ইউরেপিয়ান ইকোনােমিক কমিউনিটি প্রতিষ্ঠা (EEC) + ম্যাগসেসে পুরস্কার প্রবর্তন + স্পুটনিক -১ ভূ-উপগ্রহ কক্ষপথে নিক্ষেপ= ১৯৫৭।

৮৭। ইস্কান্দার মির্জা কর্তৃক পাকিস্তানে প্রথম সামরিক আইন জারি/পাকিস্তানে প্রথম জরুরি অবস্থা জারি ১৯৫৮।

৮৮। বাংলা একাডেমি পুরস্কার প্রবর্তন = ১৯৬০।

৮৯। পাকিস্তান শিক্ষা আন্দোলন, ১৯৬২।

৯০। বার্লিন প্রাচীর নির্মাণ, ন্যামের প্রথম সম্মেলন, অ্যামিনেস্টি ইন্টারন্যাশনালের গঠন = ১৯৬১ ।

৯১। ছয়দফা দাবি পেশ = ১৯৬৬ সালে

৯২।আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের = ১৯৬৮ সালে।

৯৩। ঊনসত্তরের গণঅভ্যুত্থান, আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার = ১৯৬৯ সালে।

৯৪। পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচন = ১৯৭০।

৯৫। কম্পিউটারের মাইক্রোপ্রসেসরের আবিষ্কার, বাংলাদেশর স্বাধীনতা = ১৯৭১ সালে।

৯৬। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন = ১৯৭২।

৯৭। শান্তিকে অবদানের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য বিশ্ব শান্তি পরিষদের ‘জুলিও কুরি পদক’ এর ঘােষণা = ১৯৭২

৯৮। বাংলাদেশ-ভারত মৈত্রী চুক্তি = ১৯৭২

৯৯। বাংলাদেশের কমনওয়েলথের সদস্যপদ লাভ = ১৯৭২।

১০০। স্বাধীন বাংলাদেশে প্রথম সাধারণ নির্বাচন = ১৯৭৩।

১০১। বাংলাদেশের সংবিধানের প্রথম সংশােধনী= ১৯৭৩।

১০২। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) প্রতিষ্ঠিত হয় + বিশ্বে মােবাইল ফোন আবিষ্কৃত হয় = ১৯৭৩ সালে।

১০৩। বাংলাদেশে-ভারত সীমান্ত চুক্তি, বাংলাদেশের প্রথম আদমশুমারি, বাংলাদেশের ওআইসি + জাতিসংঘের সদস্যপদ লাভ =১৯৭৪।

১০৪। বাংলাদেশে সংসদীয় সরকার ব্যবস্থার পরিবর্তে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয়= ১৯৭৫।

১০৫। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা + সৌদি আরব ও চীন কর্তৃক স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি প্রদান= ১৯৭৫

১০৬। কাজী নজরুল ইসলাম ও জসীম উদ্দীনের মৃত্যু = ১৯৭৬

১০৭। একুশে পদক প্রদান শুরু= ১৯৭৬

১০৮। স্বাধীনতা দিবস পুরস্কার প্রদান শুরু = ১৯৭৭।

১০৯। ২৬-ই মার্চ’-কে জাতীয় দিবস ঘােষণা কর হয় = ১৯৮০

১১০। বর্তমান বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের উদ্বোধন = ১৯৮২

১১১। Dacca শব্দের বানান Dhaka তে পরিবর্তন করা হয় = ১৯৮২

১১২। বাংলাদেশে অলিম্পিক গেমসে প্রথম অংশগ্রহণ করে = ১৯৮৪

১১৩। প্রথম উপজেলা নির্বাচন, ঢাকায় প্রথম সার্ক শীর্ষ সম্মেলন = ১৯৮৫

১১৪। বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রধর্ম হিসেবে ইসলামের অন্তর্ভুক্তি = ১৯৮৮

১১৫। বাংলাদেশে সংসদীয় সরকার ব্যবস্থার প্রবর্তন = ১৯৯১

১১৬। বাংলাদেশে প্রথম ভ্যাট আইন চালু হয় = ১৯৯১

১১৭। জাতীয় সংসদে তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ= ১৯৯৬

১১৮। মুক্তিযুদ্ধ জাদুঘর উদ্বোধন = ১৯৯৬

১১৯ । গঙ্গা পানি বণ্টন চুক্তি = ১৯৯৬

১২০। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি = ১৯৯৭

১২১। ইউনেস্কো কর্তৃক সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য’ হিসেবে ঘােষণা = ১৯৯৭

১২২। কেনিয়াকে হারিয়ে বাংলাদেশের আইসিসি চ্যাম্পিয়ন ট্রপি লাভ= ১৯৯৭

১২৩। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে স্ট্যাটাস লাভ = ১৯৯৭

১২৪। বয়স্ক ভাতা চালু+ বঙ্গবন্ধু যমুনা সেতু চালু = ১৯৯৮

১২৫। ইউনেস্কো কর্তৃক ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘােষণা = ১৯৯৯, বাংলাদেশ প্রথম বিশ্বকাপ ক্রিকেটে অংশগ্রহণ করে ১৯৯৯ সালে।

১২৬। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টেস্ট স্ট্যাটাস লাভ = ২০০০

১২৭। জাপানে বিশ্বের প্রথম থ্রি-জি নেটওয়ার্ক চালু হয় = ২০০১

১২৮। আফ্রিকার দেশ সিওরালিয়ন বাংলাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয় = ২০০২

১২৯। স্বাধীন দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রতিষ্ঠা, বিশেষ বাহিনী হিসেবে র্যাব প্রতিষ্ঠা = ২০০৪

১৩০। জিম্বাবুয়েকে হারিয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রথম ওয়ানডে সিরিজ জয়লাভ = ২০০৫

১৩১। ড. মুহম্মদ ইউনুসের শান্তিতে নােবেল প্রাইজ লাভ = ২০০৬

১৩২। বাংলাদেশ প্রথম সাবমেরিন ক্যাবল ‘SEA-ME-WE-4’ যুক্ত হয় = ২০০৬

১৩৩। বাংলাদেশে প্রথম জন্মনিবন্ধন কার্যক্রম শুরু হয় = ২০০৬

১৩৪। দক্ষিণ কোরিয়ায় বিশ্বের প্রথম ফোর-জি’ চালু হয় = ২০০৬

১৩৫। ভাষা আন্দোলন জাদুঘর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে =২০০৭

১৩৬। বাংলাদেশের স্বাধীন বিচার বিভাগের যাত্রা শুরু = ২০০৭

১৩৭। প্রলয়ংকারী ঘূর্ণিঝড় ‘সিডর বাংলাদেশে আঘাত হানে = ২০০৭

১৩৮। জাতীয় মানবাধিকার কমিশনের আনুষ্ঠানিক যাত্রা শুরু = ২০০৮

১৩৯। ঢাকার পিলখানায় বিডিআর সদর দপ্তরে ‘বিডিআর বিদ্রোহ সংঘটিত হয় = ২০০৯

১৪০। বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)-এর সদস্যপদ লাভ = ২০১০

১৪১। বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হয় = ২০১০

১৪২। প্রথম বাংলাদেশি হিসেবে মুসা ইব্রাহীম এভারেস্ট জয় করেন = ২০১০ সালে।

১৪৩। সর্বশেষ জাতীয় শিক্ষানীতি প্রণয়ন করা হয় = ২০১০ সালে

১৪৪। আরব বসন্ত শুরু হয় = ২০১০

১৪৫। সর্বশেষ জাতীয় নারী উন্নয়ন নীতিমালা প্রণয়ন করা হয় = ২০১১ সালে

১৪৬। তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা বাতিল করা হয় = ২০১১

১৪৭। বাংলাদেশে প্রথমবারের মতাে মােবাইল ব্যাংকিং চালু হয় = ২০১১ (ডাচ-বাংলা ব্যাংক কর্তৃক)

১৪৮। বাংলাদেশে প্রথমবারের মতাে ‘ই-টেন্ডার চালু হয় = ২০১১

১৪৯। মিয়ানমারের সাথে বাংলাদেশের সমুদ্রসীমা জয়লাভ = ২০১২

১৫০। বাংলাদেশে প্রথমবারের মতাে ‘থ্রি-জি’ চালু হয় = ২০১২

১৫১। যুক্তরাষ্ট্র বাংলাদেশের জিএসপি সুবিধা বাতিল করে = ২০১৩

১৫২। ভারতের সাথে বাংলাদেশের সমুদ্রসীমা জয়লাভ করে = ২০১৪

১৫৩। মধ্যপ্রাচ্যের দেশ ইরাকে ইসলামিক স্টেট (আইএস)-এর উথান = ২০১৪

১৫৪। বিশ্বব্যাংক কর্তৃক বাংলাদেশকে ‘নিম্ন মধ্যম আয়ের দেশ হিসেবে ঘােষণা = ২০১৫ সালের ১ জুলাই।

১৫৫। জাতিসংঘ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘চ্যাম্পিয়ন অব দি আর্থ পুরস্কারে ভূষিত করে = ২০১৫

১৫৬। বাংলাদেশে-ভারতের মাঝে আনুষ্ঠানিকভাবে ছিটমহল বিনিময় হয় = ২০১৫

১৫৭। পদ্মা সেতুর মূল কাজের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন = ২০১৫

১৫৮। দেশে প্রথমবারের মতাে দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন = ২০১৬

১৫৯। প্রথমবারের মতাে দেশে বায়ােমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন শুরু = ২০১৬

১৬০। যুক্তরাষ্ট্রের ৫৮ তম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় = ২০১৬

১৬১। ইউনেস্কো কর্তৃক ৭ই মার্চের ভাষণকে মেমরি অব দ্য ওয়ার্ল্ড’ হিসেবে স্বীকৃতি প্রদান = ২০১৭ সালের ৩০ অক্টোবর।

১৬২। দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উদ্বোধন = ২০১৭

১৬৩। যুক্তরাজ্যের আনুষ্ঠানিকভাবে ইউরােপিয়ান ইউনিয়ন (ইইউ) ত্যাগের ঘােষণা = ২০১৭

১৬৪। বাংলাদেশের স্যাটেলাইট যুগে প্রবেশ = ২০১৮ সালে

১৬৫। বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে ‘ফোর-জি চালু = ২০১৮ সালের ১৯ ফেব্রুয়ারি।

১৬৬। জাতিসংঘ কর্তৃক বাংলাদেশকে উন্নয়নশীল দেশ হিসেবে ঘােষণা= ২০১৮ সালের ১৬ মার্চ ।

১৬৭। সিঙ্গাপুরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডােনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের মাঝে ঐতিহাসিক বৈঠক ও চুক্তি = ২০১৮ সালের ১২ জুম।

নোট মোস্তাফিজার মোস্তাক

Check Also

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংক্ষিপ্ত জীবনী

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংক্ষিপ্ত জীবনী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী থেকে কেবল পরীক্ষায় আসার …