নৌযান শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেয়ার আহ্বান শ্রমিক ফ্রন্টের

নৌযান শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেয়ার আহ্বান জানিয়েছে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট।

শুক্রবার সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি রাজেকুজ্জামান রতন এবং সাধারণ সম্পাদক আহসান হাবিব বুলবুল সংবাদপত্রে দেওয়া এক যৌথ বিবৃতিতে নৌযান শ্রমিকদের দীর্ঘদিন ধরে চলে আসা আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেয়ার আহ্বান জানান।

নেতৃবৃন্দ বলেন, নিয়মতান্ত্রিক আন্দোলনের পথে দাবি আদায় না হওয়ায় শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে নৌ ধর্মঘট আহবান করতে বাধ্য হয়েছে শ্রমিকরা।

আজ রাত থেকে শুরু হতে যাওয়া নৌযান ধর্মঘটের পূর্বেই শ্রমিকদের দাবি মেনে নেয়ার জন্য তিনি মালিক এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।

Check Also

দেশে এখন ভয়াবহ অবস্থা বিরাজমান: ডা. জাফরুল্লাহ

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ‘দেশে এখন ভয়াবহ অবস্থা বিরাজমান। কভিড-১৯ …