নিজের গড়া দল থেকে বহিষ্কারের পর আদালতে মাহাথির

আমাদের বাণী ডেস্ক, ঢাকা;  মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ নিজের গঠন করা দল পার্টি প্রিবুমি বারসাতু মালয়েশিয়া (বারসাত) থেকে তাকে করা বহিষ্কারাদেশকে আদালতে চ্যালেঞ্জ জানিয়েছেন। তার সাথে যুক্ত আছেন বহিষ্কার হওয়া আরো চার এমপি।

  • একইসাথে তিনি দলটির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান পদ থেকে দেশটির প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিনকে সরিয়ে দেয়ারও আবেদন জানিয়েছেন।

গতকাল মঙ্গলবার (০৯ জুন ২০২০)  বিকেলে মাহাথির মোহাম্মদ কুয়ালালামপুর হাইকোর্টে মামলাটি দায়ের করেন।

এছাড়াও এই মামলায় ২৬টি আদালতের আদেশ চেয়ে হামজা জয়েনউদিনকে দলের সাধারণ সম্পাদক পদে অবৈধ ঘোষণা করতে আবেদন জানানো হয়েছে।

  • দেশটিতে প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ও মাহাথিরের মধ্যে তীব্র রাজনৈতিক লড়াই চলছে। মাহাথির মোহাম্মদসহ বারসাতের সাবেক সহ-সভাপতি সেরি মুখার্জি, সৈয়দ সাদিক আব্দুল রহমান, মাসল্লি মালিক ও আমির উদ্দিন হামজা এই পাঁচজন সম্মিলিতভাবে আদালতে চ্যালেঞ্জ জানিয়েছেন। তবে গত ২৮ মে তাদের বারাসাত থেকে অপসারণ সত্ত্বেও তারা জোর দিয়ে দাবি করছেন তারা এখনো বারসাতের সদস্য। সূত্র : মালয় মেইল

আমাদের বাণী ডট কম/১০ জুন ২০২০/ডিএ 

Check Also

ভারতে কোভিড হাসপাতালে অগ্নিকাণ্ড: নিহত ৫

ঢাকাঃ ভারতে একটি কোভিড হাসপাতালে আগুন লেগে ৫ রোগীর মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন আরও অনেকেই। …