নাটোর জেলা বাসদ নেতা দেবাশীষের মুক্তির দাবি কমরেড খালেকুজ্জামানের

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ নাটোর জেলার সমন্বয়ক কমরেড দেবাশীষ রায় এর নামে করা মামলা প্রত্যাহার করে মুক্তির দাবি জানিয়েছে দলটির সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান।

শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি দেবাশীষ রায়কে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মুক্তির দাবি জানান।

বিবৃতিতে কমরেড  খালেকুজ্জামান বলেন, রাজশাহীর মতিহার থানা পুলিশ কর্তৃক দায়েরকৃত ২০১৪ সালের মিথ্যা ও বানোয়াট মামলায় গতকাল রাত আড়াইটায় নাটোরের নিজ বাসভবন থেকে কমরেড দেবাষীশ রায়কে গ্রেপ্তার করে।

বিবৃতিতে তিনি অবিলম্বে দেবাশীষ রায়ের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও তার নিঃশর্ত মুক্তি দাবি করেন।

উল্লেখ্য, উল্লেখ যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১৪ সালের ২ ফেব্রুয়ারি সান্ধ্যকালীন কোর্স বাতিলের আন্দোলন চলাকালীন সময়ে সহিংসতা সৃষ্টির অভিযোগে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) নাটোর জেলা কমিটির সমন্বয়ক দেবাশিষ রায়কে গ্রেফতার করেছে নাটোর থানা পুলিশ। ২৯ মার্চ শুক্রবার নাটোর পালপাড়া সংলগ্ন নিজ বাড়ি থেকে নাটোর থানা পুলিশ তাকে গ্রেফতার করে। বর্তমানে তাকে নাটোর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। থানা সূত্রে জানা যায়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১৪ সালের ২ ফেব্রুয়ারি সান্ধ্যকালীন কোর্স বাতিলের আন্দোলন চলাকালীন সময়ে আন্দোনল দমন করতে। তার বিরুদ্ধে মতিহার থানায় জি/আর ৭৭/১৪ মামলা করেন। ওই মামলার এজাহারভুক্ত আসামি হিসাবে তাকে গ্রেফতার করা হয়েছে৷

আমাদের বাণী-আ.আ.হ/মৃধা

[wpdevart_like_box profile_id=”https://www.facebook.com/amaderbanicom-284130558933259/” connections=”show” width=”300″ height=”550″ header=”small” cover_photo=”show” locale=”en_US”]

Check Also

দেশে এখন ভয়াবহ অবস্থা বিরাজমান: ডা. জাফরুল্লাহ

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ‘দেশে এখন ভয়াবহ অবস্থা বিরাজমান। কভিড-১৯ …