দেশে লকডাউন নয়, সাধারণ ছুটিই চলছে: মির্জা ফখরুল

নিজস্ব সংবাদদাতা, ঢাকা;  বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, করোনাভাইরাসে দেশে লকডাউন করা হয়নি কিন্তু ছুটি ঘোষণা করা হয়েছে। আমরা দেশের চতুর্দিকে দেখতে পাচ্ছি, সাধারণ ছুটি ঘোষণা করার মধ্য দিয়ে মানুষ আসলে সাধারণ ছুটিটাই ভোগ করছে। লকডাউন নয়। দুর্ভাগ্যজনকভাবে হলেও, সরকারের এই বিষয়টাতে যে ধরণের গুরুত্ব দেয়া প্রয়োজন ছিলো সেটা দিতে তারা ব্যর্থ হয়েছে।’

আজ সোমবার (২৫ মে ২০২০)  ঈদের নামাজ শেষে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে তিনি বলেন, করোনাভাইরাসে লকডাউন করা হয়নি বরং ছুটি ঘোষণা করা হয়েছে।

তিনি বলেন, ‘কোথাও কোনো দায়িত্বের লেশ আমরা দেখতে পারছি না, সমন্বয় দেখতে পারছি না। একটা যে সেন্স অব রেসপনসেভিলিটি সেটা দেখতে পারছি না। আপনি পুরোটাই পারবেন-সেটা সম্ভব না এখন। কিন্তু আপনি করার চেষ্টা করছেন আন্তরিকভাবে সেটা ভিজিবল হতে হবে- সেটাই আমরা দেখছি না।’

বিএনপির এই মহাসচিব আরও বলেন, ‘আমরা দেখেছি, কয়েকবার বিভিন্ন সিদ্ধান্তের কারণে সারাদেশেই মানুষ ছড়িয়ে পড়েছে। বিশেষ করে আপনারা দেখলেন এবার ঈদের আগে এবং তারও আগে গার্মেন্টসসহ ছুটি- সব মিলিয়ে এখন সারাদেশের মানুষই করোনাতে আক্রান্ত হয়ে পড়েছে। প্রতিদিন সংখ্যা বাড়ছে এবং বৃদ্ধির কারণটা হচ্ছে যে, পরীক্ষা হচ্ছে বেশি সংক্রামিত সংখ্যাও সেজন্য বাড়ছে।’

আমাদের বাণী ডট কম/২৫ মে ২০২০/ডিডিএ 

Check Also

দেশে এখন ভয়াবহ অবস্থা বিরাজমান: ডা. জাফরুল্লাহ

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ‘দেশে এখন ভয়াবহ অবস্থা বিরাজমান। কভিড-১৯ …