দিল্লি সালতানাত

দিল্লি সালতানাত

গুরুত্বপূর্ণ তথ্য

📝মধ্যযুগীয় ভারতবর্ষের মুসলিম শাসনের ইতিহাসে “দিল্লি সালতানাত যুগ ঐতিহাসিকভাবে একটি গৌরবােজ্জ্বল অধ্যায়।

📝১২০৬ খ্রিস্টাব্দে কুতুবুদ্দিন আইবেক কর্তৃক প্রতিষ্ঠিত ‘মামলুক বংশ’ বা দাস বংশের (১২০৬-১২৯০ খ্রি.) মাধ্যমে যে সুলতানি শাসনের সূচনা, পর্যায়ক্রমে তা খলজি বংশ (১২৯০-১৩২০ খ্রি.), তুঘলক বংশ (১৩২০-১৪১৩ খ্রি.), সৈয়দ বংশ (১৪১৩-১৪৫১ খ্রি.) ও লােদি বংশের (১৪৫১-১৫২৬ খ্রি.) শাসনের মাধ্যমে ১৫২৬ খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে বাবর কর্তৃক মােগল বংশ প্রতিষ্ঠা পর্যন্ত স্থায়ী হয়েছিল।

📝তিন শতাব্দীরও বেশি শাসনামলে ভারতবর্ষের মুসলিম শাসকরা বংশপরম্পরায় ‘সুলতান উপাধি ধারণ করে রাজকার্য পরিচালনা করতেন বলে এ সময় ‘দিল্লি সুলতানি আমল’ বা ‘দিল্লি সালতানাত যুগ নামে পরিচিতি লাভ করে।

📝পাঁচটি রাজবংশের মােট ৩২ জন সুলতানের বেশির ভাগই ছিলেন তুর্কি বংশোদ্ভূত।

📝আর ওই সময় ভারতবর্ষের রাজধানী হিসেবে দিল্লি সুপ্রতিষ্ঠিত হয়।

প্রশ্ন: ‘দিল্লি সালতানাত’ এর প্রতিষ্ঠাতা কে?

উঃ কুতুবউদ্দিন আইবেক (আর বাংলা সালতানাতের প্রতিষ্ঠাতা ফখরুদ্দিন মােবারক শাহ)।

প্রশ্ন: ‘দিল্লি সালতানাত প্রতিষ্ঠিত হয় কত সালে?

উঃ ১২০৬ খ্রিস্টাব্দে (আর বাংলা সালতানাত তথা বাংলায় স্বাধীন সুলতানী শাসনের প্রতিষ্ঠিত হয়- ১৩৩৮ খ্রিস্টাব্দে)।

প্রশ্ন: ভারতবর্ষের প্রথম স্বাধীন, মুসলিম রাজবংশের নাম কী?

উত্তর : মামলুক বংশ/দাস বংশ।

প্রশ্ন: ভারতবর্ষের কোথায় প্রথম রাজধানী প্রতিষ্ঠিত হয়?

উত্তর : দিল্লি।

প্রশ্ন: কুতুবুদ্দিন আইবেক ‘লাখ-বখস উপাধি লাভ করেন কেন?

উত্তর : অর্থ-সম্পদ দান করতেন বলে।

প্রশ্ন: মামলুক তথা দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে?

উত্তর : সুলতান ইলতুতমিশ

প্রশ্ন: সুলতান ইলতুতমিশের কোন ব্যবস্থার মাধ্যমে রাজ্যের জনসাধারণের অভিযােগ শুনতেন?

উত্তর : শিকলবাঁধা ঘণ্টা।

প্রশ্ন: আব্বাসীয় খলিফা কর্তৃক ইলতুতমিশ কোন খেতাব লাভ করেন?

উত্তর : সুলতান-ই-আজম।

প্রশ্ন: আব্বাসীয় খলিফা কর্তৃক ইলতুতমিশ কোন খেতাব লাভ করেন?

উত্তর : সুলতান-ই-আজম।

প্রশ্ন: ‘চল্লিশচক্র’ কী?

উত্তর : চল্লিশজন ক্রীতদাসের সমন্বয়ে সৃষ্ট সামরিক বাহিনী।

প্রশ্ন: খলজি বংশের প্রতিষ্ঠাতা কে?

উত্তর : জালালুদ্দিন খলজি।

প্রশ্ন: কোন সুলতান দ্রব্যসামগ্রীর মূল্য নির্ধারণ ও নিয়ন্ত্রণ পদ্ধতি প্রবর্তন করেন?

উত্তর : সুলতান আলাউদ্দিন খলজি।

প্রশ্ন: আলাউদ্দিন খলজির মূল্য নিয়ন্ত্রণের উদ্দেশ্য কী ছিল?

উত্তর : সেনাবাহিনীর বেতনভাতা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও কৃষকের ন্যায্যমূল্য প্রদান।

প্রশ্ন: তুঘলক বংশের প্রতিষ্ঠাতা কে?

উত্তর : গিয়াসউদ্দিন তুঘলক।

প্রশ্ন: মুহাম্মদ বিন তুঘলক কর্তৃক গৃহীত পাঁচটি পরিকল্পনা কী ছিল?

উত্তর : রাজধানী স্থানান্তর, তাম্রমুদ্রার প্রবর্তন, চীন ও কারাচিল অভিযান ও দোয়াব অঞ্চলে কর বৃদ্ধি।

প্রশ্ন: কোন সুলতানকে দিল্লি সালতানাতের পতনের জন্য দায়ী করা হয়?

উত্তর : ফিরােজ শাহ তুঘলক।

প্রশ্ন: সুলতানি আমলের সর্বশেষ রাজবংশের নাম কী?

উত্তর : ইব্রাহিম লােদি।

প্রশ্ন: দিল্লি সালতানাতের পতন ঘটে কোন যুদ্ধের মাধ্যমে?

উত্তর : পানিপথের প্রথম যুদ্ধে।

প্রশ্ন: পানিপথের প্রথম যুদ্ধে বাবরের জয়ের অন্যতম কারণ কোনটি?

উত্তর : কামানের ব্যবহার।

প্রশ্ন: কত সালে দিল্লি সালতানাত বিলুপ্ত হয়?

উত্তর : ১৫২৬ খ্রিস্টাব্দে।

প্রশ্ন: কোন যুদ্ধে ইব্রাহিম লােদি বাবরের নিকট পরাজিত হন?

উত্তর : পানিপথের প্রথম যুদ্ধে।

প্রশ্ন: পরিব্রাজক ইবনে বতুতা কার শাসনামলে দিল্লি আসেন?

উঃ মুহাম্মদ বিন তুঘলক। (আর ইবনে বতুতা বাংলায় আসেন ফখরুদ্দিন মােবারক শাহের শাসনামলে আমলে)

প্রশ্ন: ইবনে বতুতা কখন দিল্লি আসেন?

উঃ ১৩৩৪ খ্রিস্টাব্দে। (আর ‘বাংলাপিডিয়া এর তথ্যমতে, ইবনে বতুতা বাংলায় আসেন ১৩৪৬ খ্রিস্টাব্দে। তবে প্রচলিত তথ্যমতে, তিনি বাংলায় আসেন ১৩৪৫ খ্রিস্টাব্দে )

প্রশ্ন: ইবনে বতুতা কোন দেশের অধিবাসী ছিলেন?

উঃ মরক্কো।

প্রশ্ন: পূর্বে বােলঘকপুর বা ‘বিদ্রোহের দেশ নামে পরিচিতি ছিল?

উঃ বাংলা।

প্রশ্ন: দিল্লির সিংহাসনে আরােহণকারী প্রথম মুসলমান নারী কে?

উঃ সুলতানা রাজিয়া।

প্রশ্ন: দিল্লি হতে রাজধানী দেবগিরিতে স্থানান্তর করেন কে?

উঃ মুহম্মদ বিন তুঘলক।

প্রশ্ন: ভারতীয় উপমহাদেশে কে সর্বপ্রথম প্রতীকী মুদ্রার প্রচলন করেন?

উঃ মুহম্মদ বিন তুঘলক। (আর ভারতবর্ষে প্রথম মুদ্রার প্রচলন করেন- সুলতান ইলতুতমিশ)

প্রশ্ন: ভারতে কে সর্বপ্রথম তুর্কী সাম্রাজ্য বিস্তার করেন?

উঃ মুহাম্মদ ঘুরী।

প্রশ্ন: ভারতে তুর্কী সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা কে?

উঃ কুতুবউদ্দিন আইবেক। (প্রকৃতপক্ষে তিনি মুহাম্মদ ঘুরীর একজন কৃতদাস ছিলেন।

প্রশ্ন: দিল্লির কুতুব মিনার কে নির্মাণ করেন?

উঃ কুতুবউদ্দিন আইবেক

প্রশ্ন: কুওয়াতুল ইসলাম মসজিদ কে নির্মাণ করেন?

উত্তর : কুতুবুদ্দিন আইবেক।

প্রশ্ন: কোন সুলতান ‘সুলতানই আজম’ খেতাবে ভূষিত হন?

উঃ সুলতান ইলতুৎমিশ।

প্রশ্ন: দিল্লির সিংহাসন আরােহী প্রথম নারী কে?

উঃ সুলতানা রাজিয়া।

প্রশ্ন: সুলতানা রাজিয়া কে ছিলেন?

উঃ সুলতান ইলতুৎমিশের কন্যা। সুলতান ইলতুৎমিশের মৃত্যুর পর তাঁর কন্যা সুলতানা রাজিয়া দিল্লির সিংহাসন আরােহণ করেন।

প্রশ্ন: দিল্লি সালতানাতের পতন ঘটে কীভাবে?

উঃ ইব্রাহিম লােদী ও বাবরের মধ্যকার পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমে। এই যুদ্ধের মাধ্যমে ইব্রাহিম লােদী পরাজিত হন এবং ভারতবর্ষে মােঘল সাম্রাজ্য স্থাপিত হয়।

প্রশ্ন: দিল্লি সালতানাতের পতন ঘটে কখন?

উঃ ১৫২৬ খ্রিস্টাব্দে। (দিল্লি সালতানাত ১২০৬-১৫২৬ খ্রিস্টাব্দ পর্যন্ত ৫টি রাজবংশের মাধ্যমে ৩২০ বছর দিল্লি তথা ভারতবর্ষ শাসন করে।)

প্রশ্ন: দিল্লি সালতানাতের পতনের পর ভারতবর্ষে কোন শাসন আমল শুরু হয়?

উঃ মােঘল শাসন।

নোট মোস্তাফিজার মোস্তাক

Check Also

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংক্ষিপ্ত জীবনী

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংক্ষিপ্ত জীবনী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী থেকে কেবল পরীক্ষায় আসার …