দিল্লি সালতানাত
গুরুত্বপূর্ণ তথ্য
📝মধ্যযুগীয় ভারতবর্ষের মুসলিম শাসনের ইতিহাসে “দিল্লি সালতানাত যুগ ঐতিহাসিকভাবে একটি গৌরবােজ্জ্বল অধ্যায়।
📝১২০৬ খ্রিস্টাব্দে কুতুবুদ্দিন আইবেক কর্তৃক প্রতিষ্ঠিত ‘মামলুক বংশ’ বা দাস বংশের (১২০৬-১২৯০ খ্রি.) মাধ্যমে যে সুলতানি শাসনের সূচনা, পর্যায়ক্রমে তা খলজি বংশ (১২৯০-১৩২০ খ্রি.), তুঘলক বংশ (১৩২০-১৪১৩ খ্রি.), সৈয়দ বংশ (১৪১৩-১৪৫১ খ্রি.) ও লােদি বংশের (১৪৫১-১৫২৬ খ্রি.) শাসনের মাধ্যমে ১৫২৬ খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে বাবর কর্তৃক মােগল বংশ প্রতিষ্ঠা পর্যন্ত স্থায়ী হয়েছিল।
📝তিন শতাব্দীরও বেশি শাসনামলে ভারতবর্ষের মুসলিম শাসকরা বংশপরম্পরায় ‘সুলতান উপাধি ধারণ করে রাজকার্য পরিচালনা করতেন বলে এ সময় ‘দিল্লি সুলতানি আমল’ বা ‘দিল্লি সালতানাত যুগ নামে পরিচিতি লাভ করে।
📝পাঁচটি রাজবংশের মােট ৩২ জন সুলতানের বেশির ভাগই ছিলেন তুর্কি বংশোদ্ভূত।
📝আর ওই সময় ভারতবর্ষের রাজধানী হিসেবে দিল্লি সুপ্রতিষ্ঠিত হয়।
প্রশ্ন: ‘দিল্লি সালতানাত’ এর প্রতিষ্ঠাতা কে?
উঃ কুতুবউদ্দিন আইবেক (আর বাংলা সালতানাতের প্রতিষ্ঠাতা ফখরুদ্দিন মােবারক শাহ)।
প্রশ্ন: ‘দিল্লি সালতানাত প্রতিষ্ঠিত হয় কত সালে?
উঃ ১২০৬ খ্রিস্টাব্দে (আর বাংলা সালতানাত তথা বাংলায় স্বাধীন সুলতানী শাসনের প্রতিষ্ঠিত হয়- ১৩৩৮ খ্রিস্টাব্দে)।
প্রশ্ন: ভারতবর্ষের প্রথম স্বাধীন, মুসলিম রাজবংশের নাম কী?
উত্তর : মামলুক বংশ/দাস বংশ।
প্রশ্ন: ভারতবর্ষের কোথায় প্রথম রাজধানী প্রতিষ্ঠিত হয়?
উত্তর : দিল্লি।
প্রশ্ন: কুতুবুদ্দিন আইবেক ‘লাখ-বখস উপাধি লাভ করেন কেন?
উত্তর : অর্থ-সম্পদ দান করতেন বলে।
প্রশ্ন: মামলুক তথা দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে?
উত্তর : সুলতান ইলতুতমিশ
প্রশ্ন: সুলতান ইলতুতমিশের কোন ব্যবস্থার মাধ্যমে রাজ্যের জনসাধারণের অভিযােগ শুনতেন?
উত্তর : শিকলবাঁধা ঘণ্টা।
প্রশ্ন: আব্বাসীয় খলিফা কর্তৃক ইলতুতমিশ কোন খেতাব লাভ করেন?
উত্তর : সুলতান-ই-আজম।
প্রশ্ন: আব্বাসীয় খলিফা কর্তৃক ইলতুতমিশ কোন খেতাব লাভ করেন?
উত্তর : সুলতান-ই-আজম।
প্রশ্ন: ‘চল্লিশচক্র’ কী?
উত্তর : চল্লিশজন ক্রীতদাসের সমন্বয়ে সৃষ্ট সামরিক বাহিনী।
প্রশ্ন: খলজি বংশের প্রতিষ্ঠাতা কে?
উত্তর : জালালুদ্দিন খলজি।
প্রশ্ন: কোন সুলতান দ্রব্যসামগ্রীর মূল্য নির্ধারণ ও নিয়ন্ত্রণ পদ্ধতি প্রবর্তন করেন?
উত্তর : সুলতান আলাউদ্দিন খলজি।
প্রশ্ন: আলাউদ্দিন খলজির মূল্য নিয়ন্ত্রণের উদ্দেশ্য কী ছিল?
উত্তর : সেনাবাহিনীর বেতনভাতা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও কৃষকের ন্যায্যমূল্য প্রদান।
প্রশ্ন: তুঘলক বংশের প্রতিষ্ঠাতা কে?
উত্তর : গিয়াসউদ্দিন তুঘলক।
প্রশ্ন: মুহাম্মদ বিন তুঘলক কর্তৃক গৃহীত পাঁচটি পরিকল্পনা কী ছিল?
উত্তর : রাজধানী স্থানান্তর, তাম্রমুদ্রার প্রবর্তন, চীন ও কারাচিল অভিযান ও দোয়াব অঞ্চলে কর বৃদ্ধি।
প্রশ্ন: কোন সুলতানকে দিল্লি সালতানাতের পতনের জন্য দায়ী করা হয়?
উত্তর : ফিরােজ শাহ তুঘলক।
প্রশ্ন: সুলতানি আমলের সর্বশেষ রাজবংশের নাম কী?
উত্তর : ইব্রাহিম লােদি।
প্রশ্ন: দিল্লি সালতানাতের পতন ঘটে কোন যুদ্ধের মাধ্যমে?
উত্তর : পানিপথের প্রথম যুদ্ধে।
প্রশ্ন: পানিপথের প্রথম যুদ্ধে বাবরের জয়ের অন্যতম কারণ কোনটি?
উত্তর : কামানের ব্যবহার।
প্রশ্ন: কত সালে দিল্লি সালতানাত বিলুপ্ত হয়?
উত্তর : ১৫২৬ খ্রিস্টাব্দে।
প্রশ্ন: কোন যুদ্ধে ইব্রাহিম লােদি বাবরের নিকট পরাজিত হন?
উত্তর : পানিপথের প্রথম যুদ্ধে।
প্রশ্ন: পরিব্রাজক ইবনে বতুতা কার শাসনামলে দিল্লি আসেন?
উঃ মুহাম্মদ বিন তুঘলক। (আর ইবনে বতুতা বাংলায় আসেন ফখরুদ্দিন মােবারক শাহের শাসনামলে আমলে)
প্রশ্ন: ইবনে বতুতা কখন দিল্লি আসেন?
উঃ ১৩৩৪ খ্রিস্টাব্দে। (আর ‘বাংলাপিডিয়া এর তথ্যমতে, ইবনে বতুতা বাংলায় আসেন ১৩৪৬ খ্রিস্টাব্দে। তবে প্রচলিত তথ্যমতে, তিনি বাংলায় আসেন ১৩৪৫ খ্রিস্টাব্দে )
প্রশ্ন: ইবনে বতুতা কোন দেশের অধিবাসী ছিলেন?
উঃ মরক্কো।
প্রশ্ন: পূর্বে বােলঘকপুর বা ‘বিদ্রোহের দেশ নামে পরিচিতি ছিল?
উঃ বাংলা।
প্রশ্ন: দিল্লির সিংহাসনে আরােহণকারী প্রথম মুসলমান নারী কে?
উঃ সুলতানা রাজিয়া।
প্রশ্ন: দিল্লি হতে রাজধানী দেবগিরিতে স্থানান্তর করেন কে?
উঃ মুহম্মদ বিন তুঘলক।
প্রশ্ন: ভারতীয় উপমহাদেশে কে সর্বপ্রথম প্রতীকী মুদ্রার প্রচলন করেন?
উঃ মুহম্মদ বিন তুঘলক। (আর ভারতবর্ষে প্রথম মুদ্রার প্রচলন করেন- সুলতান ইলতুতমিশ)
প্রশ্ন: ভারতে কে সর্বপ্রথম তুর্কী সাম্রাজ্য বিস্তার করেন?
উঃ মুহাম্মদ ঘুরী।
প্রশ্ন: ভারতে তুর্কী সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা কে?
উঃ কুতুবউদ্দিন আইবেক। (প্রকৃতপক্ষে তিনি মুহাম্মদ ঘুরীর একজন কৃতদাস ছিলেন।
প্রশ্ন: দিল্লির কুতুব মিনার কে নির্মাণ করেন?
উঃ কুতুবউদ্দিন আইবেক
প্রশ্ন: কুওয়াতুল ইসলাম মসজিদ কে নির্মাণ করেন?
উত্তর : কুতুবুদ্দিন আইবেক।
প্রশ্ন: কোন সুলতান ‘সুলতানই আজম’ খেতাবে ভূষিত হন?
উঃ সুলতান ইলতুৎমিশ।
প্রশ্ন: দিল্লির সিংহাসন আরােহী প্রথম নারী কে?
উঃ সুলতানা রাজিয়া।
প্রশ্ন: সুলতানা রাজিয়া কে ছিলেন?
উঃ সুলতান ইলতুৎমিশের কন্যা। সুলতান ইলতুৎমিশের মৃত্যুর পর তাঁর কন্যা সুলতানা রাজিয়া দিল্লির সিংহাসন আরােহণ করেন।
প্রশ্ন: দিল্লি সালতানাতের পতন ঘটে কীভাবে?
উঃ ইব্রাহিম লােদী ও বাবরের মধ্যকার পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমে। এই যুদ্ধের মাধ্যমে ইব্রাহিম লােদী পরাজিত হন এবং ভারতবর্ষে মােঘল সাম্রাজ্য স্থাপিত হয়।
প্রশ্ন: দিল্লি সালতানাতের পতন ঘটে কখন?
উঃ ১৫২৬ খ্রিস্টাব্দে। (দিল্লি সালতানাত ১২০৬-১৫২৬ খ্রিস্টাব্দ পর্যন্ত ৫টি রাজবংশের মাধ্যমে ৩২০ বছর দিল্লি তথা ভারতবর্ষ শাসন করে।)
প্রশ্ন: দিল্লি সালতানাতের পতনের পর ভারতবর্ষে কোন শাসন আমল শুরু হয়?
উঃ মােঘল শাসন।