দক্ষিণ আমেরিকা মহাদেশ বিষয়ক গুরুত্বপূর্ণ প্রশ্ন
ইনকা সভ্যতা কোথায় গড়ে ওঠেছিল?
– পেরুতে
ফিদেল ক্যাস্ট্রোর নেতৃত্বে ‘কিউবা বিপ্লব’ সংঘটিত হয়েছিল কবে?
– ১৯৫৯ সালে
ফিদেল ক্যাস্ট্রো কবে জেনারেল বাতিস্তাকে সরিয়ে কিউবার ক্ষমতা দখল করে?
– ১৯৫৯ সালে
কিউবার ক্ষেপণাস্ত্র সংকট শুরু হয় কবে?
– ১৯৬২ সালে
– (তখন আমেরিকার প্রেসিডেন্ট ছিল- জন এফ কেনেডি।)
পৃথিবীর চিনি উৎপাদনকারী প্রধান দেশ কোনটি?
– কিউবা
কোন দেশকে ‘মুক্তার দেশ’ বলা হয়?
– কিউবাকে
– (আর “মুক্তার দ্বীপ’ বলা হয় বাহরাইনকে)
ক্যাম্প এক্সরে কী?
– কিউবার গুয়েনতানামাে বে বন্দিশালায়। তালেবান বন্দিদের আটক রাখার স্থান।
পৃথিবীর সবচেয়ে ছােট পাখি হামিং বার্ডের আবাসস্থল কোথায়?
– কিউবা
‘কোস্টারিকা’ অর্থ কী?
– ধনী উপকূল
কোন দেশকে মধ্য আমেরিকার সুইজারল্যান্ড বলা হয়?
– কোস্টারিকাকে
মাদকদ্রব্য উৎপাদন ও চোরাচালানের জন্য ল্যাটিন আমেরিকার সবচেয়ে আলােচিত দেশ কোনটি?
– কলম্বিয়া
ফার্ক গেরিলা সংগঠন কোন দেশের?
– কলম্বিয়ার
দক্ষিণ আমেরিকার একমাত্র দেশ কোনটি যার উপকূল প্রশান্ত ও আটলান্টিক উভয় মহাসাগরে অবস্থিত?
– কলম্বিয়া
পশ্চিম গােলার্ধের সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গ এ্যাকাঙ্কণ্ডিয়া কোথায় অবস্থিত?
– আর্জন্টিনাতে
ল্যাটিন আমেরিকার বিপ্লবী নেতা চে গুয়েভারার জন্ম কোথায়?
– আর্জেন্টিনাতে
ল্যাটিন আমেরিকার বিপ্লবী নেতা চে গুয়েভারাকে হত্যা করা হয় কোন দেশে?
– বলিভিয়াতে
দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ কোনটি?
– ব্রাজিল
বিশ্বের সবচেয়ে জনবহুল কৃষ্ণাঙ্গ দেশ কোনটি?
– ভেনিজুয়েলা
বিশ্বের কোন দেশ ‘ক্ষুদে ভেনিস নামে পরিচিত?
– ভেনিজুয়েলা
পানামা খাল খনন করা হয় কত সালে,?
– ১৯১৩ সালে
পানামা খাল খনন করে কোন দেশ?
– যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্র পানামার কাছে পানামা খাল হস্তান্তর করে কবে?
– ১৯৯৯ সালে
পানামা খাল যুক্ত করেছে কাকে?
– প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরকে