ডেস্ক রিপোর্ট, ঢাকা; সিরিয়ার ইদলিব অঞ্চল নিয়ন্ত্রণে নিতে অপারেশন ‘স্প্রিং শিল্ড’ শুরু করেছে তুরস্ক। এ হামলায় ২ হাজার ৫০০ সিরীয় সেনা নিহত হয়েছে বলেও দাবি করেছে তুরস্ক। খবর, আল মাজদার নিউজ
আজ সোমবার (০২ মার্চ ২০২০) এই অপারেশনের আওতায় ইদলিবে ভয়াবহ হামলা চালায় তুর্কিবাহিনী। এতে লন্ডভন্ড হয়ে গেছে ইদলিব।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল মাজদার নিউজ জানায়, তুরস্কের হামলায় সিরিয়ার দুটি যুদ্ধবিমান, ৮টি হেলিকপ্টার, দুটি ড্রোন, ১৩৫টি ট্যাংক ও ৫টি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়েছে। এতে নিহত হয়েছে অন্তত ২ হাজার ৫০০ সিরীয় সেনা।
এ সম্পর্কে তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার বলেন, অপারেশন স্প্রিং ফিল্ডের ফলে ২ হাজার ৫৫৭ জন সিরীয় সেনা ‘নিউট্রালাইজ’ হয়েছে। বিদ্রোহীদের নিহত হওয়ার ক্ষেত্রে নিউট্রালাইজ শব্দটি ব্যবহার করে তুরস্ক।
গত বৃহস্পতিবার সিরীয় সেনাদের হামলায় নিজেদের ৩৩ সেনা একসঙ্গে নিহত পাল্টা হামলা জোরদার করে তুরস্ক। ইদলিবে এরই মধ্যে হাজার হাজার সেনা মোতায়েন করেছে তারা। এছাড়া ক্রমাগত চালিয়ে যাচ্ছে ড্রোন হামলা।
এর জবাবে সিরীয় সেনাবাহিনী জানিয়েছে, সিরিয়ার আকাশসীমা লঙ্ঘন করলেই যে কোনো তুর্কি যুদ্ধবিমান বা ড্রোন ধ্বংস করা হবে। এরই মধ্যে তুরস্কের বেশ কয়েকটি ড্রোন ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে তারা।
এ দিকে অপারেশন স্প্রিং ফিল্ড শুরু হওয়ার কারণে তুরস্কের সঙ্গে রাশিয়ার সরাসরি যুদ্ধের আশঙ্কা করছেন বিশ্লেষকরা। তবে তুর্কি প্রতিরক্ষামন্ত্রী আকার বলেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়ানোর ইচ্ছা আমাদের নেই।
আমাদের বাণী ডট কম/০২ মার্চ ২০২০/সিপিএ