তাপসের নির্বাচনী প্রচারনায় মাঠে যুবলীগ চেয়ারম্যানের সহধর্মিনী

আসন্ন ৩০ জানুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন  নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত  মেয়র প্রার্থী ব্যারিষ্টার শেখ ফজলে নূর তাপসের পক্ষে প্রচারণায় নেমেছেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা। প্রচারণায় নামা এসব আইনজীবীদের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিষ্টার ফজলে নূর তাপসের বড় ভাই বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যন শেখ ফজলে শামস পরশের স্ত্রী অ্যাডভোকেট নাহিদ সুলতানা যূথী ।

রোববার (১২ জানুয়ারি) দুপুর ২টায় বসুন্ধরা শপিং মলে  নির্বাচনী প্রচারণা শুরু করেন তারা। বসুন্ধরা শ‌পিং মলে  তাপসের পক্ষে লিফলেট বিতরণ এবং নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন আইনজীবীরা। বসুন্ধরা থেকে বিকেল ৩টায় তারা বের হন এবং পান্থপথ এলাকার বিভিন্ন দোকানে, হকার, রিকশাওয়ালা, ভ্যানচালক, চটপ‌টি বিক্রেতা  ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করে ভোট প্রার্থনা করেন।

প্রচারণার অ্যাডভোকেট নাহিদ সুলতানা যূথী সাংবাদিকদের বলেন ‘ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের জন্য ভোট চাইতে এসেছি। বসুন্ধরা শপিং মলে প্রচারণা চালিয়ে  এখন ফুটপাত এবং রাস্তার ধারে দোকানদারদের  কাছে ভোট চা‌চ্ছি। সাড়াও পাচ্ছি আশানুরুপ।

তি‌নি বলেন , যেখানেই যাচ্ছি আমাদের কিছু বলতে হচ্ছে না। তারা নিজেরাই বলছেন,ঢাকা শহরকে আধুনিক পরিছন্ন ও যানজট মুক্ত নগরী গড়ার জন্য তাপসের মত যোগ্য ব্যাক্তিকেই আমরা মেয়র হিসেবে পেতে চাই। তাই আমরা নৌকা মার্কায় ভোট দেব। ‌নৌকার পক্ষে  সাধারন ভোটারদের যে অবস্থান দেখছি তাতে  নৌকা মার্কার জয় হবে ইনশাআল্লাহ।

আমাদের বাণী/আ-আ-মা

Check Also

দেশে এখন ভয়াবহ অবস্থা বিরাজমান: ডা. জাফরুল্লাহ

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ‘দেশে এখন ভয়াবহ অবস্থা বিরাজমান। কভিড-১৯ …