জীবনানন্দ দাশ
➡️জীবনানন্দ দাশকে বলা হয়- রূপসী বাংলার কবি, তিমির হননের কবি, ধূসরতার কবি, নির্জনতার কবি।
➡️জীবনানন্দ দাশকে নির্জনতার কবি’ হিসেবে আখ্যায়িত করেছেন বুদ্ধদেব বসু।
➡️জীবনানন্দ দাশের মা কুসুমকুমারী দাশও একজন খ্যাতনামা মহিলা কবি ছিলেন।
➡️রবীন্দ্রনাথ ঠাকুর জীবনানন্দ দাশের কবিতাকে ‘চিত্ররূপময় কবিতা’ হিসেবে অভিহিত করেছেন।
➡️জীবনানন্দ দাশ ট্রামের নিচে চাপা পড়ে আহত হয়ে হাসপাতালে মৃত্যুবরণ করেন।
➡️কাব্যগ্রন্থ;ঝরা পালক (জীবনানন্দ দাশের প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ),
রূপসী বাংলা (এই কাব্যগ্রন্থে স্বদেশ প্রীতি ও নিসর্গময়তার পরিচয়। ফুটে ওঠেছে),
ধূসর পাণ্ডুলিপি,
মহাপৃথিবী,
সাত তারার তিমির,
বেলা অবেলা কালবেলা।
➡️উপন্যাস: মাল্যবান, সতীর্থ।
➡️প্রবন্ধ: কবিতার কথা, কেন লিখি।
➡️উল্লেখযােগ্য কবিতা:
বনলতা সেন (তাঁর এই বিখ্যাত কবিতাটি এডগার এলেন পাে এর বিখ্যাত “টু হেলেন কবিতার অবলম্বনে রচিত),
আবার আসিবাে ফিরে,
সুরঞ্জনা।
➡️সংকলন-মোস্তাফিজার মোস্তাক