জাতিসংঘ

জাতিসংঘ

লন্ডন ঘোষনাঃ

১৯৪১ সালে জার্মানি বৃটেনকে আক্রমণ করলে ইউরোপের ৯টি দেশের প্রবাসী সরকার পৃথিবীতে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে লন্ডনের জেমস প্রাসাদে যে ঘোষণা দেয় এটি জাতিসংঘ প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ।

আটলান্টিক সনদঃ

বিশ্বকে যুদ্ধের অভিশাপ থেকে রক্ষা করতে ১৯৪১ সালে মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট এবং বৃটিশ প্রধানমন্ত্রী উইন্সটন চার্চিল আটলান্টিক মহাসাগরে বৃটিশ নৌ-তরী ও নিরাপত্তার জন্য যে ঘোষনা দেন তাকে আটলান্টিক সনদ বলে।

মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট প্রথম ‘জাতিসংঘ’ নামটি ব্যবহার করেন।

তিনি জাতিসংঘ গঠনের প্রস্তাবক।আটলান্টিক সনদে প্রথম ‘জাতিসংঘ’ নামটি ব্যবহার করা হয়।

তেহরান সম্মেলনঃ

১৯৪৩ সালে ফ্রাঙ্কলিন রুজভেল্ট, উইন্সটন চার্চিল এবং সোভিয়েত ইউনিয়ন প্রেসিডেন্ট স্টালিন তেহরানে মিলিত হন এবং বিশ্বের সকল দেশকে এই আন্তর্জাতিক সংস্থার সদস্য হওয়ার আমন্ত্রণ জানান।

ইয়াল্টা সম্মেলনঃ

যুদ্ধ পরবর্তী ইউরোপ পর্ণগঠনের জন্য রুজভেল্ট, চার্চিল এর্ব সোভিয়েত সেক্রেটারি জেনারেল স্টালিন ১৯৪৫ সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনের ইয়াল্টায় এক সম্মেলনে মিলিত হয়।এই সম্মেলন ‘ক্রিমিয়া সম্মেলন’ নামেও পরিচিত।

সান ফ্রান্সিসকো সম্মেলনঃ

জাতিসংঘ বিশ্বের জাতিসমূহের একটি সংগঠন যার মূল লক্ষ্য আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ সমাধান।

১৯৪৫ সালের ২৬ জুন বিশ্বের ৫০টি দেশের প্রতিনিধিরা যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিকোতে ১১১ ধারা সম্বলিত জাতিসংঘের মূল সনদে স্বাক্ষর করেন।

১৯৪৫ সালের ১৫ অক্টোবর ৫১তম দেশ হিসেবে পোল্যান্ড জাতিসংঘের সনদে স্বাক্ষর করেন।

১৯৪৫ সালের ২৪ অক্টোবর ৫১ টি সদস্য দেশ নিয়ে জাতিসংঘ গঠিত হয়।
জাতিসংঘ সনদ কার্যকর হওয়ার পূর্বেই পোল্যান্ড সনদে স্বাক্ষর করে বলে পোল্যান্ডকেও প্রতিষ্ঠাতা সদস্য বলা হয়।
১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকর হয়।
এজন্য প্রতিবছর ২৪ অক্টোবর ‘জাতিসংঘ দিবস’ হিসেবে পালিত হয়।

জাতিসংঘের (Motto) মূলমন্ত্র হচ্ছে (It’s your world)`এ পৃথিবী আপনার’।

ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট জাতিসংঘের নামকরণ করেন।

জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য মোট ৫১টি।

জাতিসংঘ সনদের রচয়িতা হলেন আর্কিভাল্ড ম্যাকলিশ।

জাতিসংঘের সদরদপ্তর –ম্যানহাটন,নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র

জাতিসংঘের ইউরোপীয় সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ড।

জাতিসংঘের সদর দপ্তরের স্থপতি ডব্লিউ হ্যারিসন

তাইওয়ান চীনের নিকট সদস্যপদ হারায়।

জাতিসংঘের রেডিও ওয়েবসাইট ৯ টি ভাষায় খবর প্রচার করা হয়।

জাতিসংঘের রেডিও বাংলা প্রচার শুরু হয় ২১ ফেব্রুয়ারী ২০১৩ সালে।

জাতিসংঘের আয়তনে বৃহত্তম দেশ রাশিয়া এবং জনসংখ্যায় চীন।

জাতিসংঘের আয়তনে ক্ষুদ্রতম দেশ মোনাকো এবং জনসংখ্যায় টুভ্যালু।

জাতিসংঘে বাংলাদেশের চাঁদার পরিমাণ ০.০১%।

জাতিসংঘের সদস্য নয় তাইওয়ান, ভ্যাটিকান, কসাভো এবং ফিলিস্থিন।

জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক রাষ্ট্র ভ্যাটিকান এবং ফিলিস্থিন।

জাতিসংঘের সর্বশেষ সদস্য দেশ দক্ষিন সুদান

দক্ষিন সুদান জাতিসংঘের সদস্য পদ পায় ১৪ জুলাই,২০১১।

জাতিসংঘের দাপ্তরিক ভাষা (Official Languages of UN)-

জাতিসংঘের দাপ্তরিক ভাষা ৬টি।যথাঃ

English (ইংরেজী)

Mandarin (মান্দারিন)

Spanish (স্প্যানিশ)

French (ফরাসি)

Russian (রুশ)

Ariabic (আরবি)

 

জাতিসংঘের কার্যকরী বা অফিসিয়াল ভাষা ২টি। যথাঃ
English (ইংরেজী) ও

French (ফরাসি)।

জাতিসংঘের সদস্যপদ

United Nations Membership
জাতিসংঘের বর্তমান সদস্য দেশের সংখ্যা ১৯৩টি।

২০১১ সালের ১৪ জুলাই সর্বশেষ ১৯৩ তম সদস্য রাষ্ট্র হিসেবে দক্ষিন সুদান যোগদান করে।

জাতিসংঘের সদস্য নয় তাইওয়ান, ভ্যাটিকান সিটি, কসাভো, ফিলিস্থিন।
তাইওয়ান জাতিসংঘের প্রাক্তন সদস্য রাষ্ট্র।
১৯৭১ সালের ২৫ অক্টোবর গণচীন জাতিসংঘে অন্তর্ভুক্ত হয় এবং তাইওয়ানকে জাতিসংঘ হতে বহিষ্কার করে।

১৯৬৫ সালের ২০ জানুয়ারি ইন্দোনেশিয়া সেচ্ছায় জাতিসংঘ থেকে নিজেকে প্রত্যাহার করে নেয়
এবং ১৯৬৬ সালে ২৮ অক্টোবর পুনরায় জাতিসংঘে ফিরে আসে।

জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক রাষ্ট্র

জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক রাষ্ট্র হলো-
ফিলিস্থিন এবং
ভ্যাটিক্যান সিটি।

 

জাতিসংঘের মূল অঙ্গসংস্থা

(Principal Organs of United Nations)

জাতিসংঘের মূল অঙ্গসংস্থা ৬টি।
যথাঃ

১. সাধারণ পরিষদ(General Assembly)

২. নিরাপত্তা পরিষদ(Security Council)

৩. অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (Economic and Social Council)

৪. সচিবালয় (Security Council)

৫. আন্তর্জাতিক আদালত (International Court of Justice)

৬. অছি পরিষদ (Trusteeship Council)

 

সাধারণ পরিষদ(General Assembly)

জাতিসংঘের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় ১৯৪৬ সালের ১০ জানুয়ারি লন্ডনের ওয়েস্ট মিনিস্টার হলে।

জাতিসংঘের সাধারণ পরিষদে প্রতিবছর একবার অধিবেশন বসে।
প্রতি বছর সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার এ অধিবেশন শুরু হয়।
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রতিটি দেশ সর্বোচ্চ ৫ জন প্রতিনিধি পাঠাতে পারেন।
তবে সাধারণ পরিষদের প্রত্যেক রাষ্ট্রের একটি মাত্র ভোট দানের অধিকার থাকে।
প্রত্যেক অধিবেশনের শুরুতে সংখ্যাগরিষ্ঠ সদস্যদের ভোটে পরিষদের একজন সভাপতি এক বছরের জন্য নির্বাচিত হয়।
জাতিসংঘের জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্র সাধারণ পরিষদের সদস্য।
নিরাপত্তা পরিষদের অনুমতি সাপেক্ষে সাধারণ পরিষদ নতুন সদস্য গ্রহণ করতে পারে।

মহাসচিব নিয়োগ, নতুন সদস্য গ্রহণ, কোন সদস্য রাষ্ট্রকে বহিষ্কার, জাতিসংঘের বাজেট পাস, সদস্য রাষ্ট্রের চাঁদার পরিমাণ নির্ধারণ, বিভিন্ন সংস্থার সদস্য নির্বাচন, নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচন, অন্যান্য সংস্থার বার্ষিক রিপোর্ট পর্যালোচনা প্রভৃতি গুরুত্বপূর্ণ কাজ এ পরিষদ সম্পাদন করে।

জাতিসংঘের ষষ্ঠ বিশেষ অধিবেশনে ‘নয়া আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থার প্রস্তাব’ গৃহীত হয়।

জাতিসংঘের সাধারণ পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী প্রতি বছর ২১ মার্চ ‘আন্তর্জাতিক বর্ণবৈষম্যবাদ বিরোধী দিবস’ পালন করা হয়।

১৯৫০-৫৩ সালে সংঘটিত কোরিয়া যুদ্ধের প্রেক্ষাপটে জাতিসংঘের সাধারণ পরিষদে Uniting peace for resulation গৃহীত হয়।

জাতিসংঘের ৭৫ তম তথা সর্বশেষ অধিবেশনের সভাপতি হন তুরস্কের ভোলকান বোজকার।

সাধারণ পরিষদের প্রথম মহিলা সভাপতি ভারতের বিজয়া লক্ষী পন্ডিত।।

নিরাপত্তা পরিষদ (Security Council)

Key Points Executive body of the United Nations
জাতিসংঘের নির্বাহী পরিষদ। নিরাপত্তা পরিষদ স্বস্তি পরিষদ নামেও পরিচিত।

Memberships
সদস্যপদ

নিরাপত্তা পরিষদের প্রতিষ্ঠাকালীন সদস্য রাষ্ট্র ১১টি(৫টি স্থায়ী ও ৬টি অস্থায়ী)।

১৯৬৩ সালের জাতিসংঘ সনদের সংশোধন করে অস্থায়ী সদস্য ৬ থেকে ১০ এ উন্নীত করা
হয়।
বর্তমানে সদস্য দেশ ১৫ টি।যার মধ্যে স্থায়ী সদস্য ৫টি আর অস্থায়ী সদস্য ১০টি।

Permanent Membership
স্থায়ী সদস্য

যুক্তরাষ্ট্র,
যুক্তরাজ্য,
ফ্রান্স,
রাশিয়া ও
চীন।

Non- Permanent Membership
অস্থায়ী সদস্য

মেয়াদকাল ২ বছর

২০২০-২১– ভিয়েতনাম, তিউনিসিয়া, নাইজার, সেন্ট ভিনসেণ্ট অ্যান্ড দ্য গ্রানাডাইন্স, এস্তোনিয়া।

Veto Power- ভেটো ক্ষমতা

নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ভেটো দেওয়ার ক্ষমতা রয়েছে।
ভেটো শব্দের অর্থ আমি মানিনা।
কোনো প্রস্তাবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দ্বিমত পোষণ করলে সে প্রস্তাব আর অনুমোদিত হয়না।

Headquarters – সদরদপ্তর

জাতিসংঘের কনফারেন্স বিল্ডিং, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র

Functions – কাজ

এ পরিষদের আলাপ আলোচনা, আপোষ, মধ্যস্থতা ও সালিশীর মাধ্যমে আন্তর্জাতিক বিরোধের নিষ্পত্তির চেষ্টা চালায়।
এ চেষ্টা ব্যর্থ হলে নিরাপত্তা পরিষদ সামরিক শক্তি প্রয়োগ করতে পারে।
বিশ্বের শান্তি ও নিরাপত্তা রক্ষার প্রধান দায়িত্ব এ পরিষদের উপর ন্যস্ত।

Presidency – সভাপতিত্ব

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতিত্ব পর্যায়ক্রমে মাসিক সদস্যদের মধ্যে মাসিক ভিত্তিতে আবর্তিত হয়।
নিরাপত্তা পরিষদে কোন সিদ্ধান্ত গ্রহনের জন্য ৫টি স্থায়ী সদস্যের ভোটসহ কমপক্ষে ৯টি সদস্য দেশের ভোটের প্রয়োজন।
জাপান সবচেয়ে বেশি ১১ বার নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয়।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভাপতির মেয়াদ ১ মাস।

অর্থনৈতিক ও সামাজিক পরিষদ

Economic and Social Council (ECOSOC)
Membership

সদস্যপদ

মোট সদস্যদেশ ৫৪টি।
প্রতি তিন বছরে এক তৃতীয়াংশ সদস্য অবসর গ্রহণ করে এবং ১৮ টি নতুন সদস্য হয়।
বাংলাদেশ ২০১০-১২ মেয়াদের জন্য অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য নির্বাচিত হয়।

Session – অধিবেশন

বছরে কমপক্ষে দুবার নিউইয়র্ক অথবা জেনেভায় এর অধিবেশন বসে।
প্রত্যেক সদস্যের একটি করে ভোটাধিকার আছে।সংখ্যাগরিষ্ঠ ভোটে যে কোন প্রস্তাব গৃহীত হয়ে থাকে।

Functions – কাজ

এ পরিষদের কাজ হলো মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন, বেকার সমস্যার সমাধান, শিক্ষা প্রসার ও মানবাধিকার কার্যকর করা।

Chamber – সদরদপ্তর

জাতিসংঘের কনফারেন্স বিল্ডিং।

জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ জাতিসংঘ পরিবার নামে পরিচিত।
জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্যরা ৩ বছরের জন্য নির্বাচিত হয়।
প্রতিবছর নির্বাচিত হয় ১৮ টি দেশ।

অর্থনৈতিক ও সামাজিক পরিষদের পাঁচটি আঞ্চলিক অর্থনৈতিক কমিশন

আঞ্চলিক কমিশন সদরদপ্তর

United Nations Economic Commission for Europe (ECE) জেনেভা, সুইজারল্যান্ড

Economic and Social Commission for Asia and the Pacific(ESCAP) ব্যাংকক, থাইল্যান্ড

Economic and Social Commission for Western Asia (ESCWA) বৈরুত, লেবানন

United Nations Economic Commission for Africa(ECA) আদ্দিস আবাবা, ইথিওপিয়া

United Nations Economic Commission for Latin and thr Caribbean (ECLAC) সান্তিয়াগো, চিলি

International Court of Justice (ICJ)
আন্তর্জাতিক আদালত

আন্তর্জাতিক আদালত হল নেদারল্যান্ডের হেগে অবস্থিত যা শান্তি প্রাসাদ তথা পিস প্যালেস নামে পরিচিত।
আন্তর্জাতিক বিরোধের ক্ষেত্রে জাতিসংঘের যে কোনো সদস্য রাষ্ট্র অন্য সদস্য রাষ্ট্রের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে বিচার প্রার্থী হতে পারে।

আন্তর্জাতিক আদালতের রায় নিরাপত্তা পরিষদ কতৃর্ক কার্যকরী হয়।
১৫ জন বিচারকের সমন্বয়ে এ আদালত গঠিত হয়।
বিচারকের মেয়াদকাল ৯বছর।
বিচারকদের মধ্যে একজন সভাপতি তিন বছরের জন্য নির্বাচিত হয়।
আন্তর্জাতিক আদালতের প্রথম মহিলা বিচারপতি ব্রিটেনের রোজানিল হিগিন্স।
জাতিসংঘের আন্তর্জাতিক আদালত পরিষদ স্থায়ী সালিশী আদালত নামে পরিচিত।
আন্তর্জাতিক আদালতে বিচারকার্য শুরু হয় ১৯৪৬ সালে।

আন্তর্জাতিক অপরাধ আদালত বা স্থায়ী সালিশি আদালত
The International Criminal Court(ICC)

আন্তর্জাতিক অপরাধ আদালত জাতিসংঘের কোনো অঙ্গপ্রতিষ্ঠান নয়।
এটি একটি স্বাধীন প্রতিষ্ঠান।
১৯৯৮ সালের ১৭ জুলাই স্বাক্ষরিত রোম চুক্তির মাধ্যমে এটি প্রতিষ্ঠা লাভ করে।
১ জুলাই, ২০০২ রোম চুক্তি কার্যকর হওয়ার মাধ্যমে ICC যাত্রা শুরু করে।
নেদারল্যান্ডের হেগে এর সদরদপ্তর অবস্থিত।

ইসরাইল, সুদান এবং যুক্তরাষ্ট্র রোম চুক্তি হতে নিজেদের প্রত্যাহার করে নেয়।

 

জাতিসংঘ সচিবালয়
(United Nations Secretariat)

জাতিসংঘের সচিবালয়ের প্রধানকে বলা হয় মহাসচিব।
মহাসচিব জাতিসংঘের প্রধান প্রশাসনিক কর্মকর্তা।মহাসচিব নির্বাচিত হন নিরাপত্তা পরিষদের সুপারিশক্রমে সাধারণ পরিষদের দুই-তৃতীয়াংশ ভোটে।তার মেয়াদকাল ৫ বছর।

জাতিসংঘের প্রথম মহাসচিব নরওয়ের ট্রিগভেলী।

জাতিসংঘের প্রথম মুসলিম মহাসচিব কফি আনান বলা হলেও তিনি মূলত খ্রিস্টান।
খ্রিস্টান ধর্মাবলম্বী হিসেবে প্রোটেস্ট্যান্ট সম্প্রদায় জনগোষ্ঠীর মুখপাত্র হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।
কফি আনান ২০০১ সালে নোবেল পুরস্কার লাভ করেন।
তাঁর জন্ম ১৯৩৮ সালে ৮ এপ্রিল এবং মৃত্যু ১৮ আগস্ট, ২০১৮।
এশিয়া থেকে এ পর্যন্ত ২ জন মহাসচিব হয়েছেন। তারা হলেন মিয়ানমারের উথান্ট এবং
দক্ষিন কোরিয়ার বান কি মুন।
সর্বশেষ মহাসচিব হচ্ছেন পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী অ্যান্টনিও গুতেরেস।

জাতিসংঘের মহাসচিববৃন্দ (UN Secretary Generals)

1st

ট্রিগভেলী

Norway(নরওয়ে)
1946-52

তিনি পদত্যাগ করেছিলেন।

2nd

Dag Hammarskjold
দ্যাগ হ্যামারশোল্ড

Sweden(সুইডেন)
1953-61

১৯৬১ সালে বিমান দুর্ঘটনায় তিনি মৃত্যুবরণ করেন এবং একই বছর তাকে মরণোত্তর নোবেল পুরস্কার প্রদান করা হয়।

3rd

U Thant
উ থান্ট

Mayanmar(মিয়ানমার)
1961-171

এশিয়া মহাদেশ থেকে নির্বাচিত প্রথম মহাসচিব।

বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তিনি মহাসচিব ছিলেন।

4th

Kurt Waldheim
কুট ওয়ার্ল্ডহেইম

Austria (অস্ট্রিয়া)
1972-81

তিনি ১৯৮৬ সালে অস্ট্রিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন।

5th

Javier Perez de Cuellar
জ্যাভিয়ার পেরেজ দ্য কুয়েলার

Peru (পেরু)
1982-91

দক্ষিন আমেরিকা থেকে নির্বাচিত প্রথম মহাসচিব। ২০০০ সালে তিনি পেরুর প্রধানমন্ত্রী নিবার্চিত হয়েছিল।

6th

Boutros  Ghali
ড. বুট্রোস ঘালি

Egypt (মিশর)
1992-96

আফ্রিকা মহাদেশ থেকে নির্বাচিত প্রথম মহাসচিব।

7th

Kofi Annan
কফি আনান

Ghana (ঘানা)
1997-2006

২০০১ সালে জাতিসংঘের সাথে যৌথভাবে নোবেল পুরস্কার লাভ করেন।

8th

Ban Ki-Moon
বান কি মুন

South Korea
(দক্ষিন কোরিয়া)

2007-2016

9th

Antonio Guterres
অ্যান্তোনিও গুতেরেস

Portugal (পর্তুগাল)
2017-

জাতিসংঘের প্রথম উপমহাসচিব ও প্রথম মহিলা উপমহাসচিব ছিলেন কানাডার লুইসি ফ্রেশেটিকে।

জাতিসংঘের বর্তমান উপমহাসচিব চীনের লিউ জেন মিন।

 

অছি পরিষদ (Trusteeship Council)

অছি পরিষদের মূল কাজ উপনিবেশের অধীনস্থ দেশগুলোকে স্বাধীন করে এদেরকে জাতিসংঘের সদস্যভুক্ত করা।
১৯৯৪ সালে অছি পরিষদ সর্বশেষ পালাউকে স্বাধীন করে জাতিসংঘের অন্তর্ভূক্ত করে এবং এর মধ্য দিয়ে এর কার্যক্রম স্থগিত হয়।

 

জাতিসংঘের বিশেষ সংস্থাসমূহ (UN Specialized Agencies)

Food and Agricultural Organization (FAO)
খাদ্য ও কৃষি সংস্থা

Rome, Italy
রোম, ইতালি

International Civil Aviation Organization (ICAO)
আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা

Motreal, Canada
মন্ট্রিল, ইতালি

International for Agricultural Development (IFAD)
আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল

Rome, Italy
রোম, ইতালি

International Labour Organization (ILO)
আন্তর্জাতিক শ্রম সংস্থা

Geneva, Swizerland
জেনেভা, সুইজারল্যান্ড

International Maritime Organization (IMO)
আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থা

London, United Kingdom
লন্ডন, যুক্তরাজ্য

International Monetary Fund (IMF)
আন্তর্জাতিক মুদ্রা তহবিল

Washington, United States
ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র

International Telecommunication Union (ITU)
আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন

Geneva, Swizerland
জেনেভা, সুইজারল্যান্ড

United Nations Educational, Scientific and Cultural Organization (UNESCO)
জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা

Paris, France
প্যারিস, ফ্রান্স

United Nations Industrial Development Organization (UNIDO)
জাতিসংঘ শিল্পোন্নয়ন সংস্থা

Vieena, Austria
ভিয়েনা, অস্ট্রিয়া

Universal Postal Union (UPU)
বিশ্ব ডাক ইউনিয়ন

Bern, Switzerland
বার্ন, সুইজারল্যান্ড

World Bank Group(WB)
বিশ্ব ব্যাংক গ্রুপ

Washington, United States
ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র

World Health Organization (WHO)
বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Geneva, Swizerland
জেনেভা, সুইজারল্যান্ড

World Intellectual Property Organization (WIPO)
বিশ্ব বুদ্ধিবৃত্তি সম্পদ সংস্থা

Geneva, Swizerland
জেনেভা, সুইজারল্যান্ড

World Meteorological Organization (WMO)
বিশ্ব আবহাওয়া সংস্থা

Geneva, Swizerland
জেনেভা, সুইজারল্যান্ড

World Trade Oranization (WTO)
বিশ্ব বানিজ্য সংস্থা

Geneva, Swizerland
জেনেভা, সুইজারল্যান্ড

World Tourism Oranization (WTO)
বিশ্ব পর্যটন সংস্থা

Madrid, Spain
মাদ্রিদ, স্পেন

জাতিসংঘ সম্পর্কিত সংস্থা (UN Related Agencies)
International Atomic Energy Agency (IAEA)

World Trade Oranization (WTO)
বিশ্ব বানিজ্য সংস্থা

Organization for the Prohibition of Chemical Weapons (OPCW)
রাষায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থা

Comprehesive Nuclear-Test-Ban Treaty Organization
পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি

 

UN Fund & Programs

United Nations Development Programme (UNDP)
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি

United Nations Volunteers (UNV)
জাতিসংঘ সেচ্ছাসেবক দল

United Nations Children’s Fund (UNICEF)
জাতিসংঘ শিশু তহবিল

United Nations Population Fund (UNFPA)
জাতিসংঘ জনসংখ্যা তহবিল

United Nations High Commissioner for Refugees (UNHCR)
জাতিসংঘ শরনার্থী বিষয়ক হাইকমিশন

United Nations Environment Programme (UNEP)
জাতিসংঘ পরিবেশ কর্মসূচি

United Nations Conference Trade and Development (UNCTAD)জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ণ কর্মসূচি

United Nations office on Drugs and Crime (UNODC)
জাতিসংঘ মাদক নিয়ন্ত্রণ এবং অপরাধ নিরোধ দপ্তর

United Nations Humans Settement (UN-HABITAT)
জাতিসংঘ মানব বসতি কেন্দ্র

United Nations Development Fund for Women (UNIFEM)
নারীর জন্য উন্নয়ন তহবিল

World Food Programme
বিশ্ব খাদ্য কর্মসূচি

International Trade Centre (ITC)
আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র

Office of the High Commissioner for Human
Rights (OHCHR)
মানবাধিকার বিষয়ক জাতিসংঘ হাইকমিশনের কার্যালয়

UN Research & Training Institute (জাতিসংঘের গভেষণা এবং ট্রেনিং ইনস্টিটিউট)

1.United Nations Institute for Training And Research (UNITAR)
জাতিসংঘ প্রশিক্ষণ ও গভেষণা ইনস্টিটিউট

2.United Nations Research Institute for Social Development (UNRISD)
জাতিসংঘ সমাজ উন্নয়ন গভেষনা ইনস্টিটিউট

UN Conventions (জাতিসংঘের কনভেনশনসমূহ)

United Nations Framework Conventions on Climate Change (UNFCCC)
জাতিসংঘ আবহাওয়া পরিবর্তন বিষয়ক কাঠামো

Convention on the Elimination of All forms of Discrimination Against Women (CEDAW)
নারীর প্রতি সকল প্রকার বৈষম্য র্নিমূলের সনদ

১৯৭৯ সালের ১৮ ডিসেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
১৯৮১ সালের ৩ সেপ্টেম্বর এটি কার্যকর হয়।
সিডও সনদের ধারা-৩০টি।

United Nations Convention on the Rights of the Child (UNCRC)
শিশু অধিকার বিষয়ক জাতিসংঘ রীতিঃ

১৯৯০ সালের ২ সেপ্টেম্বর চুক্তিটি কার্যকর হয়।

UN Convention on the Law of the sea (UNCLOS)
সমুদ্র আইন বিষয়ক জাতিসংঘ রীতিঃ

১৯৮২ সালের ১০ ডিসেম্বর।

Others

i.United Nations University (UNU)

জাতিসংঘ বিশ্ববিদ্যালয়

Intergovernmental Panel on Climate Change.
আবহাওয়া পরিবর্তন সংক্রান্ত আন্তঃসরকার প্যানেল।

নোট মোস্তাফিজার মোস্তাক

Check Also

আন্তর্জাতিক সংস্থা বিষয়ক প্রশ্ন

আন্তর্জাতিক সংস্থা বিষয়ক প্রশ্ন জাতিসংঘের পূর্বে ’লীগ অব নেশনস’ এর জন্ম কোন সালে? উঃ ১৯২০ …