ডেস্ক রিপোর্ট ঢাকা; চীনে শুক্রবার নতুন করে আরও ১৩ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করার কথা জানিয়েছে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ।
- চীনের জাতীয় স্বাস্থ্য পরিষদের তথ্য অনুযায়ী, নতুন শনাক্তদের মধ্যে বেইজিংয়ে ১১ জন, যেখানে মহামারি নিয়ন্ত্রণে ব্যাপক হারে পরীক্ষা চালানো হয়েছে। এছাড়া অন্য দুজন চীনা ভ্রমণকারী যারা বিদেশ থেকে আক্রান্ত হয়ে এসেছেন।
চলতি মাসে বেইজিংয়ে নতুন করে ২৬০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর ফলে পুনরায় বেশ কিছু এলাকা লকডাউন করার পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস স্থগিত করা হয়েছে।
- চীনের রাজধানী বেইজিংয়ে নতুন করে করোনার প্রাদুর্ভাব দেখা দেয়ায় সংক্রমণ রোধে কোভিড-১৯ পরীক্ষার জন্য সেখানকার প্রায় ২৫ লাখ মানুষের নমুনা সংগ্রহ করেছে কর্তৃপক্ষ।
এদিকে বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর এর করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (২৬ জুন ২০২০) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আরও ৪০ জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯)। ফলে ভাইরাসটিতে মোট ১৬৬১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৮৬৮ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ৩০ হাজার ৪৭৪ ।ত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৪৯৮টি নমুনা পরীক্ষা করে এসব তথ্য জানা গেছে। এখন পর্যন্ত বাংলাদেশে মোট পরীক্ষা হয়েছে ৬ লাখ ৯৬ হাজার ৯৪১টি নমুনা। গত ২৪ ঘন্টায় সুস্থ্য হয়েছেন ১৬৩৮ জন, এনিয়ে এ পর্যন্ত সুস্থ্য হয়েছেন ৫৩ হাজার ১৩৩ জন।
আমাদের বাণী ডট কম/২৬ জুন ২০২০/পিপিএম