ঘুষ নেয়া বন্ধে পকেটবিহীন পুলিশের পোষাক!

পুলিশকে জনগণের বন্ধু হিসেবে উল্লেখ করা সত্ত্বেও প্রতিটা দেশেরই পুলিশের বিরুদ্ধে ঘুষের অভিযোগ আছে। কোথাও কোথাও পুলিশ এবং ঘুষ শব্দ দুটি সমান্তরালে চলে।

এ অবস্থায় পুলিশের ঘুষ নেয়া রুখতে তাদের জন্য পকেট ছাড়া ইউনিফর্ম বানাবে কেনিয়া সরকার।

পুলিশের ইউনিফর্মে এখন থেকে আর পকেট থাকবে না। ঘুষ নেওয়া রুখতে এমন সিদ্ধান্ত নিতে হচ্ছে কেনিয়া সরকারকে। কেনিয়া সরকারের ভাবনা পকেট না থাকলে পুলিশ ঘুষ নিতে পারবে না।

সরকারের তরফে জানানো হয়েছে, ঘুষ নিয়ে রাখার জন্য আর পকেটই থাকবেনা সুতরাং ঘুষ নেয়ার প্রবণতাও অনেক কমে যাবে। আর ডিজিটাল পদ্ধতিতে ঘুষ নেয়ার অবস্থা সেদেশে এখনো হয়ে ওঠেনি।

Check Also

ভারতে কোভিড হাসপাতালে অগ্নিকাণ্ড: নিহত ৫

ঢাকাঃ ভারতে একটি কোভিড হাসপাতালে আগুন লেগে ৫ রোগীর মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন আরও অনেকেই। …