গুরুত্বপূর্ণ কাব্যগ্রন্থ ও রচয়িতা

গুরুত্বপূর্ণ কাব্যগ্রন্থ ও রচয়িতা

➡️কাজী নজরুল ইসলাম:
অগ্নিবীণা (এ কাব্যের প্রথম কবিতা প্রলয়ােল্লাস’)
সঞ্চিতা (রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেছিলেন)
ফণিমনসা
দোলনচাঁপা
বিষের বাঁশি
সাম্যবাদী
সর্বহারা
ঝিঙেফুল
সিন্ধু হিন্দোল
জিঞ্জির
সন্ধ্যা
চক্রবাক

➡️রবীন্দ্রনাথ ঠাকুর:
সঞ্চয়িতা
গীতাঞ্জলি
বলাকা
সােনার তরী
চিত্রা
চৈতালী
কল্পনা
ক্ষণিকা
পূরবী
পুনশ্চ
পত্রপুট
সেঁজুতি
মানসী
শেষ লেখা

➡️রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়: পদ্মিনী উপাখ্যান (আধুনিক যুগে বাংলা সাহিত্যের প্রথম কাব্যগ্রন্থ)

➡️মাইকেল মধুসূদন দত্ত:
বীরাঙ্গনা (পত্রকাব্য)
ব্রজাঙ্গনা চতুর্দশপদী

➡️জসীমউদ্দীন:
রাখালী
মা যে জননী কান্দে
সােজন বাদিয়ার ঘাট
রঙ্গিলা নায়ের মাঝি
বালুচর
ধানখেত
হাসু
এক পয়সার বাশি

➡️জীবনানন্দ দাস:
ধূসর পাণ্ডুলিপি
ঝরা পালক
বনলতা সেন
মহাপৃথিবী
সাতটি তারার তিমির
রূপসী বাংলা
বেলা আবেলা কালবেলা

➡️ফররুখ আহমদ:
সাত সাগরের মাঝি (তাঁর শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ। এর উপজীব্য বিষয় হলাে ইতিহাস ও ঐতিহ্যকে পুর্নজাগরণ)
সিরাজাম মুনীরা
নৌফেল ও হাতেম

➡️ইসমাইল হােসেন সিরাজী:
অনল প্রবাহ
স্পেন বিজয়ের কাব্য

➡️আবু জাফর ওবায়দুল্লাহ:
সাত নরী হার
আমি কিংবদন্তীর কথা বলছি

➡️শামসুর রাহমান:
প্রথম গান দ্বিতীয় মুত্যুর আগে
বন্দী শিবির থেকে

➡️বিহারীলাল চক্রবর্তী:
সারদামঙ্গল
সাধের আসন
বঙ্গসুন্দরী

➡️প্রমথ চৌধুরী:
সনেট পঞ্চাশৎ
পদচারণ।

➡️কায়কোবাদ :
বিরহ বিলাপ (তার প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ),
মহাশ্মশান
শিব-মন্দির
অমিয়ধারা
অশ্রুমালা
শ্মশান-ভস্ম

➡️গােলাম মােস্তফা:
রক্তরাগ
কাব্যকাহিনী
বুলবুলিস্তান
বনি আদম

➡️অমিয় চক্রবর্তী:
খসড়া
মাটির দেয়াল
ঘরে ফেরার দিন
অনিঃশেষ

➡️বুদ্ধদেব বসু:
মর্মবাণী
বন্দীর বন্দনা
কঙ্কাবতী
মরচেপড়া
পেরেকের গান

➡️বিষ্ণু দে:
চোরাবালি
সাত ভাই চম্পা
সন্দ্বীপের চর

➡️আহসান হাবীব:
রাত্রিশেষ
ছায়াহরিণ
সারাদুপুর
আশায় বসতি
মেঘ বলে চৈত্রে যাবাে

➡️সুফিয়া কামাল:
সাঁঝের মায়া
মায়া কাজল
অভিযাত্রিক

➡️সুকান্ত ভট্টাচার্য:
ছাড়পত্র
ঘুম নেই
পূর্বাভাস
অভিযান
হরতাল

➡️কামিনী রায়:
আলাে ও ছায়া

➡️সুকুমার রায়:
আবােল তাবােল
খাইখাই

➡️যতীন্দ্রমােহন বাগচী:
অপরাজিতা
নীহারিকা

➡️বন্দে আলী মিয়া:
পদ্মা নদীর চর
ময়নামতির চর
কুঁচবরণ কন্যা (শিশুতােষ কাব্য)

➡️হাসান হাফিজুর রহমান:
বিমুখ প্রান্তর
আর্ত শব্দাবলী

➡️আল মাহমুদ:
লােক লােকান্তর (প্রথম কাব্য)
সোনালী কাবিন
কালের কলস
বখতিয়ারের ঘােড়া

➡️নির্মলেন্দু গুণ:
প্রেমাংশুর রক্ত চাই
না প্রেমিক না বিপ্লবী
চৈত্রের ভালােবাসা
বাংলার মাটি বাংলার জল
চাষাভুষর কাব্য
দুঃখ করাে না
বাঁচো

➡️আলাউদ্দিন আল আজাদ:
মানচিত্র

➡️নবীনচন্দ্র সেন:
পলাশীর যুদ্ধ (ঐতিহাসিক গাথাকাব্য)

➡️সমর সেন:
কয়েকটি কবিতা

➡️সত্যেন্দ্রনাথ দত্ত:
বেনু ও বীণা
বেলা শেষের গান

➡️সুধীন্দ্রনাথ দত্ত:
তন্বী
উত্তর ফাল্গুনী

➡️প্রেমেন্দ্র মিত্র:
প্রথমা

➡️হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়:
‘চিন্তা ও তরঙ্গিনী

➡️শহীদ কাদরী:
উত্তরাধিকার

➡️আব্দুল কাদির:
দিলরুবা

➡️দাউদ হায়দার:
জন্মই আমার আজন্ম পাপ

➡️আ. ন. ম. বজলুর রশীদ:
মরুসূর্য

➡️যতীন্দ্রনাথ সেনগুপ্ত:
মরু শিখা
মরু মায়া
মরীচিকা
➡️সংকলন-মোস্তাফিজার মোস্তাক

Check Also

বিগত বছরগুলোতে আসা Correct Spelling

বিগত বছরগুলোতে আসা Correct Spelling 1) Mellifluous – সুমধুর/সুললিত [ BDBL – 2012 ] 2) …