গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সীমারেখা

গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সীমারেখা

আন্তর্জাতিক সীমারেখা : যে সীমারেখার ভিত্তিতে বিশ্বের সীমান্তবর্তী বিভিন্ন দেশের সীমা নির্ধারিত হয়, তাকে আন্তর্জাতিক সীমারেখা বলে।

১। ডুরান্ড লাইনঃ

আফগানিস্তান ও পাকিস্তান

২। রাডক্লিফ লাইনঃ

বাংলাদেশ ও মিয়ানমার

৩। রাডক্লিফ লাইনঃ

বাংলাদেশ ও ভারত

৪। রাডক্লিফ লাইনঃ

ভারত ও পাকিস্তান

৫। লাইন অব কন্ট্রোলঃ

ভারত ও পাকিস্তান

৬। লাইন অব একচুয়াল কন্ট্রোলঃ

ভারত ও চীন

৭। ম্যাকমােহন লাইনঃ

ভারত ও চীন

৮। সনােরা লাইনঃ

মেক্সিকো ও যুক্তরাষ্ট্র

৯। ম্যানারহেম লাইনঃ

রাশিয়া ও ফিনল্যান্ড

১০। ম্যাজিনাে লাইনঃ

জার্মান ও ফ্রান্স

১১। সিগফ্রিড লাইনঃ

জার্মান ও ফ্রান্স

১২। হিন্ডারবার্গ লাইনঃ

জার্মান ও পােল্যান্ড

১৩। ওডেরনিস লাইনঃ

জার্মান ও পােল্যান্ড

১৪। কার্জন লাইনঃ

রাশিয়া ও পােল্যান্ড

১৫। ব্লু লাইনঃ

লেবানন ও ইসরাইল

১৬। লাইন অব ডিমারকেশনঃ

পর্তুগাল ও স্পেন

১৭। ৩৮ অক্ষরেখাঃ

উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া

১৮। ৪৯° অক্ষরেখাঃ

যুক্তরাষ্ট্র ও কানাডা

নোট মোস্তাফিজার মোস্তাক

Check Also

জাতিপুঞ্জ

জাতিপুঞ্জ জাতিপুঞ্জঃ প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মান সরকার যুক্তরাষ্টের তৎকালীন রাষ্ট্রপতি উড্রো উইলসন (Woodrow Wilson) কে …